![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
নির্জন রাত, দু:খের নৃত্য আর একটা চাঁদ
কেউ কোথাও জেগে নেই, আসিতেছে প্রভাত
তুমি আজ কল্পনা
রাতের পর রাত
তৃষ্ণার পর তৃষ্ণা
তবুও তোমাকে দেখার মিটেনা সাধ।।
আধার পেরিয়ে, ভোরের আলোয় ফুটে কুসুম
ফিরে আসে আবার নক্ষত্রের আগুন ঝরা রাত
তুমি আজ ওপারে
দূর থেকে বহু দূরে
জানি আসবেনা ফিরে
তবুও আকাশে ভেসে থাকে আধখানা চাঁদ
কেউ কোথাও জেগে নেই, আসিতেছে প্রভাত।।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:০৩
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, অনেক চমৎকার লিখেছেন।কবিতায় ভালোলাগা। +++
১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগে ঢু মেরে এত আগের কবিতায় মন্তব্য করায় আনন্দিত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২১
ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো হয়েছে।