নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আলোকের ঝর্নাধারায় ভেসে গেছে মন
ভালোলাগে দোল খাওয়া পল্লবে বসন্ত সমীরন
আহা! কি জীবন্ত-প্রানবন্ত
ঋতুরাজ বসন্ত।
দুধ-জ্যোস্নায় ভূবন গভীর মায়াময়
দূর হয়েছে মনের যত শঙ্কা-ভয়
তব যৌবন অনন্ত
এসেছে বসন্ত।
সময়ের এই সাদা আর কালো ঘূর্ণন
ঝড়ে প্রাণের গহীনে সুখ-দুঃখের কীর্ত্তন
কি মধুর বিকেল পড়ন্ত
ভালোবাসার এই বসন্ত।
চির সবুজের সমারোহে দিগন্ত ভরে গেছে
বনে বনে কত যে শোভাময় ফুলেরা ফুটেছে
নেই তার সীমান্ত
চির সুন্দর বসন্ত।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশি হলাম।
২| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
বৈশাখ মাসে বসন্তের গান !!!
কবিতা খুব সুন্দর হয়ে ভাই ।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: লিখেছি বসন্তের সময়। কিন্তু অনলাইনে প্রকাশ করলাম এ সময়। মতামতের জন্য মোবারকবাদ।
৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগাল ভরপুর কবিতা
শুভেচ্ছা কবিকে