নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আবেগের নির্ঝরে আর কতকাল ভাসবে একাকী
গোধূলী বেলায় অপার্থিব আলোয় নিষ্পাপ মুখ
পানকৌড়ির স্নান আবিরের রঙ্গে নির্জণ তটিনী;
ফেরারী জীবনে বারংবার আততায়ী সূর্যদোয়।
নীল নবগনে আষাঢ় দিনে আলতারাঙ্গা পায়
আদুরী মেয়ের জল-তরঙ্গে ক্লান্ত সাতার কাটা
মনের বনে অন্ধকার, ফুটেছে সফেদ বনফুল
স্বপ্নের মত ভেসে যায় পিঙ্গল মেঘের ভেলা।
প্রজাপতিটা নিরুদ্দেশ নিষিদ্ধ দেশের পথ যাত্রী
বালুচরে চখা-চখীর অনাহুত মান-অভিমানের খেলা,
তোমার জন্য কান্না নয়, শুধু শুভ কামনা
কেউ তোমায় না চিনলেও চিনেছিতো বন্ধু আমি।
অন্ধ কাকের আজন্ম আশা সরোবরের জল ছুঁবে
আশা জাগানিয়া সেই মন আজ মরেছে কোথা ?
কচি জারুলের ডালে পিপড়ার মধুর সঙ্গীত
শালিকেরা সন্ধানী চোখে বসে থাকে চূড়ায়।
থেকে থেকে যামিনী পোহায় কুয়াশায় ভিজে
চোখ জোড়া অন্ধের মত বন্ধ করলেই;
লাল রক্ত আর কাফনের কাপড় দেখতে পাই।
ভয় নেই দুঃখে ঝলসানো শক্ত দেহ মোর
চাবুকের নীচে সপাং সপাং শব্দের ঢেউ
রক্তের আগুন নিভেনা কভু প্রেমিক বিরহে
ক্ষুধিত পাষানের মত জেগে থাকে যুগে যুগে।
০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামতে অনুপ্রানিত হলাম। ভালো থাকবেন।
২| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩২
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। পড়ে ভাল লাগল।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন গুনীজন।
৪| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো বলেছেন।
৫| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন, আরেকটু গুছিয়ে লিখলে বেশি ভালো হতো, ব্যাপার শুভ কামনা রইলো।
কাব্যে প্লাস +
১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্য, পরামর্শ ও ভালোলাগায় আমি উচ্ছাসিত। অনেক ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২১
লক্ষণ ভান্ডারী বলেছেন: হত্যা, রক্ত আর্তনাদ
ক্ষুধিত পাষাণের মতো জেগে থাকে যুগে যুগে।
হত্যায় রচিত এই ধরণীর ধূলি।
ক্ষুধিত রক্ত কবিতাটি পাঠ করে মুগ্ধ হলাম।
কবিকে অভিনন্দন।