নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্যথিত নীলাভ চোখ

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১



আজকের মতো সূর্য ডুবেছে পৃথিবীর পর
কে ভেসে থাকে মোর হৃদয় ধ্বনীতে জ্যোস্নার ভিতর
তোমারে ভুলেনিকো ফাল্গুন রাতের চাদ
যেমন করে মনে রেখেছ তুমি-সেই যুবকের
ব্যথিত নীলাভ চোখে ব্যর্থতার স্বাদ।
কাদছে অবিরল জলার মাঠে শিরিষ ডালে
পৌষ নীশিতে একলা এক পাখি
ভালোবাসার মানুষ কখনো বা গভীর গোপনে
ভালবাসে দিতে গোলাপী গোধূলীতে ফাকি।
এই পৃথিবীর সময় জানে-
তুমি নক্ষত্রের অপার বিস্ময়, জানেনা যুবক তাই;
খুজে ফিরে হালভাঙ্গা জাহাজের স্তুপে
হায়! মোমের আলো আধারে চিরকাল জ্বলে যায় চুপে।
অবশেষে ক্লান্ত হয়; ক্লান্ত হতে হয় তারে
মোহ যার কেটে যায় ধূসর কুয়াশায়
আপনারে অবেলায় অজানায় হারানোর নেই খাদ
জানিয়াছে সে সত্যি- এ জীবন অপার অগাধ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে মাইদুল ভাই।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আজকের ইফতারের দাওয়াত রইল। চলে আসেন সোহেল ভাই যশোর থেকে।

২| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: শিরোণামে ব্যথিত বানানটরেঠিক করে দিন।
++++

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামের ব্যথিত বানান ঠিক করেছি। ++ এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ধরিয়ে দেবার জন্য মোবারকবাদ।

৩| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় কিছু গাঢ় কথা আছে। যা আপনার পরিপক্বতার পরিচর বহন করে।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামতের জন্য বৃষ্টির এই বিকেলে আপনার জন্য লাল গোলাপ শুভেচ্ছ।

৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা জীবন বাবুর কবিতার মত হয়েছে +++

ভালো লাগলো ।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবনানন্দ আমার প্রিয় কবিদের মধ্য অন্যতম। তাই হয়তো তার লেখার ছায়া পড়েছে। ভাল থাকুন সবসময়।

৫| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন বাবু আমারও খুব প্রিয় !!! লিখতে থাকুন । কবিতা সুন্দর হয়েছে ভাই।


শুভ কামনা রইলো ।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাহলেতো মিলে গেলো ব্রাদার। দেখি কতটুকু কি লেখা যায়। শুভেচ্ছা রাশি রাশি।

৬| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

বিজন রয় বলেছেন: কিন্তু মুছে ফেলা উত্তরে অন্যরকম ছিল।

আপনাকেও ধন্যবাদ।
শুভকামনা রইল।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ১ম ভুল বুঝতে পারিনি। যখন পারলাম নতুন করে উত্তর দিলাম। ভাল থাকুন।

৭| ২০ শে জুন, ২০১৭ ভোর ৪:৩৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো +++

২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর করে বলার জন্য আপনাকে ধন্যবাদ ধ্রুবক আলো।

৮| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব মনোযোগ দিয়ে পড়লাম। বলা যায় বেশ উপভোগ করেছি।

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিরন্তর শুভ কামনা। ভাল থাকা হয় যেন।

৯| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বাহ! বেশ ভালো হয়েছে।

পড়ে সত্যি ভালো লেগেছে।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জন্য শুভ কামনা। কবিতা পড়ে ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.