নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি ও তার পিছনের কথা

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মাঝে মাঝে ছবি তুলি আবার সে সব ছবি হারিয়ে যায়। আজ কিছু ছবি এখানে শেয়ার করলাম এবং ছবির পিছনের কথাও তুলে ধরলাম।

১। যখন সন্ধ্যা নামে : সন্ধ্যার সময়টা সত্যিই অদ্ভুত। দিন ও রাতের সন্ধিক্ষণ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা পৃথিবীতে নিয়ে আসে এক অদ্ভুত রহস্যময় সময়। এ সময়টা কারো ভাল লাগে কারো লাগেনা। কেউ উদাস হয় কেউ হয় না। কেউ প্রকৃতির মাঝে অন্য কিছু খুজে বেড়ায়, কেউ থাকে ব্যস্ততায়। গ্রাম ও শহরের সন্ধ্যার ছবি দুটি চরিতরে বন্দি করেছি মোবাইলের ক্যামেরায়।



২। বাগানে ফুটে থাকা ফুল : ফুল সুন্দর, পবিত্রতা ও ভালবাসার প্রতীক। ফুল ভাল লাগেনা ও ফুলকে ভালবাসেনা এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। ফুলের ঘ্রাণ আর সৌন্দর্য নিয়ে কত কবিতা, গান, গল্প, উপন্যাস লিখা হয়েছে তার ইয়ত্তা নে্ই। বাগান ও বাগানে ফুটে থাকা গত বছরের কিছু ছবি।



৩। গাছ : যে কোন গাছ তা ফুল হোক আর ফল হোক লাগাতে ও যত্ন করতে আমার ভাল লাগে। গাছে ধরেছে জিভে জল আসা কামরাঙ্গা।

৪। আল্পনা : ফুলের পাপড়ি দিয়ে মহান আল্লাহর নাম লিখেছি। কবে আবার ডিলেট হয়ে যায় তাই এখানে আপলোড করে দিলাম।

৫। মায়াবী চোখ : আমার চোখ নাকি অনেক সুন্দর । বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চোখের প্রশংসা করে। তাই অনেক চোখের ছবি উঠিয়েছি সত্যিটা যাচাই করার জন্য। তার মধ্যে থেকে দুটি ছবি এখানে শেয়ার করলাম। দেখি কে কি বলে ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: লেখা আর ছবি মোটামুটি লাগল। একটু ঘোলা এসেছে।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মন্তেব্যের জন্য ধন্যবাাদ।

২| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ক্লে ডল বলেছেন: সন্ধ্যার ছবি এবং পিছনের কথা ভাল লাগল। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় উভয়ই আমার কাছে রহস্যময় লাগে।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সূর্যোদয় এবং সূর্যাস্তের উভয় সময় সুন্দর, রহস্যময় । মন্তেব্যের জন্য ধন্যবাাদ। ভাল থাকবেন।

৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবি ব্লগ দিলে আমার মনে হয় আরো অধিক ছবি দিতে হয়। অল্পতে মন ভরে না। তবে বর্ণনা থাকায় কিছুটা ঘাটতি মিটেছে।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ।

৪| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ছবিগুলো ভালো লাগলো ++++

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগা জানিয়েছে ও ++এ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.