নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সবুজ পাতা

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯



কেমন আছ সবুজ পাতা ?
হয়তো স্নিগ্ধ শিশির
ভোরের বাতাসে শিহরন;
সারাটি জনম সবুজের মাতম
তোমার চোখ জুড়ে, বুক জুড়ে।
তোমার রঙ্গে রাঙ্গিয়ে জীবন
আলো-ছায়া রাতে
মনে পড়ে হারানো সে দিন,
এই চাদনী প্রহরে কি যে বেদনায়-
আধ ঘুম আধ জাগরনে।
কেমন আছ অবুঝ পাতা ?
তোমার স্বপ্নের পৃথিবী
চির সবুজের অস্তিত্ব
মানবের নিঠুর আচরণে
দিন দিন ক্ষয়ে ক্ষয়ে আসে।
জানি তুমি ভাল নেই
তবুও তোমার সবুজে
ধরণীরে প্রাণ দাও নব উদ্যমে
তোমারে সবে ভালবাসুক
তবু তুমি ভাল থেকো।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন: সবুজ পাতা ভালো থাকলে, আমরা অক্সিজেন পামু ....
সবুজ পাতা ভালো থাকুক .....


কবিতা সুন্দর হয়েছে +

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন । ধন্যবাদ।

২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! মনটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। সত্যিই এই সবুজদের আমরা রক্ষা করতে ব্যর্থ

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই সবুজ প্রকৃতিকে আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

৩| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন:

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে বসে এই চা/কফি পান করতে পারলে ভাল লাগতো। শুভ কামনা রইল।

৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: কোন এক দিন হবে হয়তো :)

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সে দিনের জন্য অপেক্ষায় থাকলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.