নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মেঘের পরে মেঘ জমেছে আসমানের ঐ গায়ে
শ্রাবণ বিৃষ্টিতে ভিজতে মন আজ চাহে
বুকের জমিন ভইরা গেছে সুবাশিত ফুলে
তবু জোনাক রাইতে, তোমার আপন হইতে
সেতো ছুইটা আইলনা, বুঝি ভুল ভাংলনা।
রঙের পর রঙ লেগেছে বসন্তেরি গায়ে
সারা দিন-মান গান গাহিতে কোকিল চাহে
সুখের ফাগুন আসিয়াছে স্বপ্নে বিভোর হইয়া
তবু জোনাক রাইতে, তোমারে নিবির পাইতে
সখী ফিরা আইলনা, বুঝি ভুল ভাংলনা।
সুখের পরে সুখ লেগেছে চির সখীর গায়ে
কে জানে হায়! তার মন আজ কি চাহে?
রূপের আগুন জ্বইলা উঠে চন্দন কাঠের মতো
তবু নিশি রাইতে, মনের গোপন কথা কইতে
সেতো আর আইলনা, বুঝি ভুল ভাংলনা।
©somewhere in net ltd.