নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তোমার আর আমার মিলন বেলায়
বৃষ্টি ঝড়ে ঝড়ে বর্ষা এসেছে
অপেক্ষায় ছিল সমস্ত শ্রাবণ মেঘের দিন
ঝিঁ ঝিঁ পোকার ডাক শেষ হয়ে আসে
গাঢ় আধার মিশে নিশুতি রাতে
কিছু ভাললাগা চিরকাল এমনি গোপনে
থেকে যায় প্রাণের আরো গহীনে।
মিষ্টি রোদ গায়ে মেখে গাহে বুলবুল
সেই কবে লেবু বনে ফুলের মিষ্টি ঘ্রাণে
অপরাহ্নে নীল প্রজাপতির পানে চেয়ে
মধুর স্মৃতি রোমন্হনে মন মশগুল।
নদীর জলে যৌবনকালে রুপালী ঢেউ
দক্ষিনা হাওয়ায় বটের পাতা করে ঝিলমিল
ভালবাসা তৃষিত কখনো করে বিস্মৃত
কেউবা খুঁজে পায় সন্ধ্যা তারায় জীবনের মিল
আমার আর তোমার মিলন বেলায়
বৃষ্টি ঝড়ে ঝড়ে বর্ষা এসেছে
অপেক্ষায় ছিল সমস্ত শ্রাবণ মেঘের দিন।
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্যবাদ আপনাকে।
২| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: বর্ষার দিনে মিষ্টি কবিতা +
শুভ কামনা কবি ।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। আপনার স্বপ্নগুলো সত্যি হোক।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +