নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সেই অতীত

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১


এ নগর জীবনে
এই যান্ত্রিক কেলাহলে
যেন কতকাল ধরে
দেখিনা দু'চোখ ভরে
আহা! বসন্তের ফুল
আহা! পাললিক মন-
খুজে ফিরে সেই অতীত:
সেই ফুল
ঘ্রাণ
সেই পাখি
বন
সেই বৃষ্টি
জল
সেই রাত
স্বপ্ন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: যান্ত্রিক শহরে
ভালোবাসা পাওয়া বড় দায় !
সুখ-শান্তি থাকে যে- ঐ অভিজাত পাড়ায় ! =p~



দারুণ লিখেছেন ভাই +++


শুভ কামনা রইলো ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক ধরেছেন শহর আমাদের যান্ত্র বানিয়ে ছাড়ছে। সুখেরা অভিজাত পাড়ায় বন্দি। ধন্যবাদ কবীর ভাই।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: কি আর করার আছে ভাই !!
খালি চেয়ে দেখি,
আমার ভাগ্য যত দূর,
ঠিক তার দৌড় তত দূর !!
একারণে হতাশ না ।
যা আছে তাতে আমি সুখি !

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা মহেশ একটা সামাজিক গল্প, ওদের অনেক আছে, তবুও দেয় না......


ধন্যবাদ ।


০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বল্পতে যে তুষ্ট সেইতো প্রকৃত সুখী। কারো গাড়ি-বাড়ি থাকার পরও সুখী নয়, কেউ আবার পান্তা ভাত খেয়েই সুখী। আমরা আমাদের মত করে সুখী হব। সুখে থাকেন , ভাল থাকেন , কবিতা লেখেন।

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হারিয়েই যাবে। হয়ত আর ফিরে আসবেনা।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: নগরায়নের কুফল।

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্যে আমিও চমতকৃত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.