নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তৃষ্ণার অগ্নিতে আমি একা অঙ্গার
পিপাসা মিটেনা তবু জলে গঙ্গার
নির্ভয়ে নিশিতে জেগে আছে চাদ
আধারে মিলায়ে যায় মোর আর্তনাদ।
কুসুম বাগ অনলে পুড়িয়া খাগ
সুখের শিমুলে দংশিল কাল নাগ
বিরহের নদে আমি একা যাত্রী
পোহায়না কেন গো বিষাদের রাত্রি।
লুকিয়ে থাকে পদে পদে মৃত্যু ফাদ
মোরে ডাকে এক অচিন গিড়ীখাত
জীবনের হিসাবে যত গড় মিল
থেকে থেকে জ্বলে পোড়া দ্বীল
দু'চোখে কত মধুর স্বপ্ন আকি
আখি খুলে দেখি সবই ফাকি।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্য, প্লাস ও লাইকে কৃতজ্ঞ।
২| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বীল মানে কী?
কয়েকটা লাইন ছাড়া ভালো লাগছে
০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: দ্বীল বা দিল মানে অন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++