নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রম্য রঙ্গ

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮


রম্য মানেই হাসির কিছু। রম্য মানে রঙ্গ, রং-তামাশা। রম্য মানে আরও অনেক কিছু।
১। গ্রামের ছোট্ট এক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। তার সামনে দিয়ে তার পাশের বাড়ির ত্রিশ বছর বয়সী চাচা বাজার থেকে বাড়ি ফিরছেন। ছেলেটি চাচাকে সালাম জানালো-আসসালা মুআলাইকুম। উত্তরে চাচা বললেন-অলাইকুম সালাম, রহমতের কালাম, আমি যার বান্দা, তুমি তার গোলাম।
ছেলেটি বলল-কি কইলেন, আমি গোলাম। চাচা কইল হ তুই গোলাম। ছেলেটি কাদতে কাদতে তার বাবার কাছে গিয়ে নালিশ করল- বাবা তুহিন চাচা আমারে গোলাম কইছে।
বাবা বলল- ক্যান গোলাম কইছে
ছেলে বলল-এমনেই কইছে
বাবা বলল- এমনে কেমনে কইছে
ছেলে বলল-অলাইকুম সালাম, রহমতের কালাম, আমি যার বান্দা, তুমি তার গোলাম।
বাবা হাসতে হাসতে বলল-তোর লগে মজা করছে।
ছেলে বলল-মজা করছে। সত্যি কইতাছ। তয় আজকা থাইকা আমিও মজা করুম।
এরপর থেকে ছোট্ট ছেলেটিও তার চাচার মত সালামের উত্তর নিয়া মজা করতে শুরু করে।

২। গ্রামের এক ছেমড়া, নাম তার জহির। জাউরামিতে সে সবার সেরা। তার সাথে দুষ্টুমি করে কেউ পারেনা। সে একদিন কিশোর এক পোলাকে বলল-আসমানের তারা দেখবি?
কিশোর বলল-দিনের বেলা আবার আসমানের তারা দেহন যায়নি।
জহির বলল-হ দেহা যায়। আমি তরে দেহামু।
কিশোর বলল-তয় দেহান। অক্ষণ দেহান।
জহির বলল-ঐ যে মাঠের লগে কৃষ্ণচূড়া গাছটা আছেনা হেন গেলে দেহাইতে পারুম। দুজনে তখন কৃষ্ণচূড়া গাছের গোড়ায় গিয়ে দাড়ালো।
জহির বলল-এইবার আসমানের দিগে তাকা
কিশোর ছেলেটি যেই আকাশের দিকে তাকালো অমনি জহির ছেলেটির লুঙ্গি ধরে টান মেরে নিচে ফেলে দিল।
হতভম্ব ছেলেটি সেই লুঙ্গিয়ে ঠিক করে তাকে বলল -আরে মিয়া ফাইজলামি করার জাগা পাননা।
জহির হাসতে হাসতে বলতে লাগলো-তারা দেহস নাই। আমি কইলাম দেখছি, এক পাওয়ে খাড়ায় রইছে......
লজ্জায় কিশোর ছেলেটি দৌড়ে চলে গেল
আর জহির তাকে জোড়ে জোড়ে বলছে-তারা দেখবি না। হা হা হা........................

৩। নাহিদ মেসে থাকে। একদিন সকালে গেল বাজার করতে। সে দোকানদারের সাথে তড়িতড়কাড়ি নিয়ে দামাদামি করছে। একটা রিকশা তার পিছন দিক দিয়ে তাকে ঘেষে চলে গেল। ফারাত কইরা একটা শব্দ হইল। সে বুঝতে পাড়ল তার লুঙ্গি ছিড়ে গেছে। তার পিছের অংশ দেখা যাচ্ছে। নাহিদ তাড়াতাড়ি লুঙ্গি ঘুড়িয়ে পড়ল। এবার দোকানী তাকে বলছে- ভাইজান আপনেরটা দেখা যায়।
প্রতিউত্তরে নাহিদ বললো-আপনের লগেও আছে। দোকানি হাসতে লাগলো। নাহিদও হাসতে লাগলো । হা হা হা...................

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়লাম।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিখেছিতো পড়ার জন্যই দাদা। ধন্যবাদ।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

তারেক ফাহিম বলেছেন: মৃদু হাসি হাসলাম

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরকটু হাসাতে পারলে মনে হয় ভাল হতো। ধন্যবাদ ফাহিম ভাই।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: মোটামুটি মজা পেলাম :P =p~


রম্য আরো চাই !!!!!!!!!!!

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরও পাবেন । দেখি আরও মজাদার কিছু দিতে পারি কিনা। ভাল থাকিবেন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লুঙ্গী কাহিনী।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটুও হাসেননি ?

৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: মন্দ নয়।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্দ নয় তাই দ্বন্দ্বও নয়। হা হা হা...............

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

উদাস মাঝি বলেছেন: ভালই লাগল,

রম্য আরও চাই

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: পড়েছেন জেনে খুশি হলাম। চেষ্টা করবো ভবিষ্যতে আরও পোস্ট দেওয়ার জন্য।

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

উদাস মাঝি বলেছেন: আপনি কি গ্রাফিক ডিজাইনার ?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার যে ডিজাইনগুলো দেখেছেন আমি গ্রাফিক্সের মাধ্যমে এগুলোই করি। কেন জানতে চেয়েছেন বলবেন কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.