নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
কবিতায় যখন লিখলাম বঙ্গবন্ধুর নাম
শিশিরস্নাত কুয়াশা ভোরে,
গোলাপ হেসে উঠে গোলাপ বনে
পাখিরা গেয়ে উঠে গান আপন মনে।
বাংলার সবুজ ঘাস, নীলাকাশের মেঘ
আর উড্ডিয়মান পতাকায়
আমাদের আজো কাটেনা যে ঘোর
অবিনাশী নাম তাঁর শেখ মুজিবুর।
নিঝুম সন্ধ্যায় মনে পড়ে যায়
তুমি বাঙ্গালির মনে-প্রাণে
চির ভাস্বরে স্বাধীনতায় পূর্ণতার স্বাদ
হারিয়ে তোমায় নেমেছে বাংলায়
হাজার বছরের বিষাদ।
আমরা আজও আশায় বুক বাধি
তোমার স্বপ্নে সপন দেখি
নতুন দিনের ভোর
অবিনাশী নাম এক শেখ মুজিবুর।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর ব্লগে দেখলাম। বিদেশে নিশ্চয় অনেক ব্যস্ত থাকেন। শুভকামনা নিরন্তর।
২| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: অবিনাশী নাম এক শেখ মুজিবুর। এর স্থলে
অবিনাশী এক নাম শেখ মুজিবুর। হবে বোধ হয় ।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। অবিনাশী নাম এক শেখ মুজিবুর। এভাবেই লিখতে ইচ্ছে হয়েছে।
৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল আছেন নিশ্চয় কবি কবীর ভাই।
৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভকামনা সুহৃদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ। শুভকামনা।