নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আমাদের ব্লগে আছেন এক সনেট কবি
প্রায়ই শব্দ দিয়ে আঁকেন অন্য কবির ছবি।
পরিমিত অক্ষরে, মধুর শব্দে
সনেটে সনেটে ভরে উঠে ব্লগের পাতা
হৃদয় যেন তাঁর বিশার এক কবিতার খাতা।
মন্তব্যের ঘরে সুন্দর ভাষা প্রয়োগ
নতুন ও নবীনদের পথ চলায় তিনি আশা
ফুরায়না কভু আমাদের প্রতি তাঁর ভালবাসা।
প্রিয় কলমে লিখে যান রাত-দিন
বহমান সময়ের এই সব চাল চিত্র
ব্লগার তিনি, সকলের কত যে মিত্র।
আমাদের ব্লগে আছেন এক সনেট কবি
সনেটেই তুলে ধরেন স্বমহিমায় সব কিছুর ছবি।
পাদটীকাঃ সনেট কবিকে উৎসর্গের জন্যই এই কবিতার জন্ম।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: পাশে থাকার জন্য ও ১ম মন্তব্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ। সনেট কবি অর্থাৎ ফরিদ ভাই অনেককে নিয়ে কবিতা লিখে ফেলেন, ভাবলাম ওনাকে নিয়ে একটু লিখি, এই আরকি।
২| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আরে দারুন ! ফরিদ ভাই এবং আপনাকে শুভেচ্ছা । ন্যাচারালি তাঁর হাত থেকে সনেট বের হয়ে আসে ।
সনেট কবির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। ঋণের পরিমান দিন দিন বেড়ে চলছে। ঋণে তলিয়ে যাচ্ছি আমি । সনেট কবি আরও সফল হোক ।সুস্থ ও সুদীর্ঘ জীবন লাভ করুক এই কামনা থাকলো ।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত প্রকাশ করছি সেলিম ভাই। শুভ কামনা থাকলো।
৩| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০
ধুতরার ফুল বলেছেন: দুঃখিত। ভুল হয়ে গেছে । আগের কমেন্ট টা ডিলিট করে দেন। বুঝতে ভুল করেছিলাম।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি কিন্তু সঠিক উত্তর দিয়েছি। ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ।
হৃদয় যেন তাঁর বিশাল এক কবিতার খাতা।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমারও তাই মনে হয়। আরেকটু বাড়িয়ে বলা যেতে পারে-হৃদয় যেন তাঁর বিশাল এক সনেটের খাতা।
৫| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: অতি সাবলিলভাবে সনেট কবির কবিতা খুব স্বাভাবিকভাবেই সুন্দরভাবে
ফুটে উঠতে দেখা যায় তাঁর ব্লগে ও অনেক লেখকের পোষ্টে মন্তব্যের ঘরে,
এ এক অসাধারণ কাব্য প্রতিভারই পরিস্ফুটন । আমরা এমন একজন
কবির জন্য গর্বিত হতেই পারি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: যথার্থ বলেছেন। সত্যিই তাঁর জন্য আমরা গর্বিত। তিনি ভাল থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ সুহৃদ।
৭| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন মাইদুল ভাইয়া।
দুজনের জন্যই রইল অনেক শুভকামনা।
ভালো থাকবেন।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৌমুমু আপনাকে। আপনিও ভাল থাকুন।
৮| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। দুজনকেই শুভকামনা।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি সুন্দর ও সুস্থ্য থাকুন। পড়েছেন জেনে আমারও ভাল লাগলো।
৯| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
ভাই ভীষণ গরমে আছি তবে কবিতাও ভাল লেগেছে এখন লেবুর শরবত চাই।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: লেবুর শরবত খেয়ে একটু ঠান্ডা হোন। ভাল থাকবেন জনাব।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১০| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪
নাগরিক কবি বলেছেন: বাহ! দুজনকেই সাধুবাদ
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা।
১১| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দুর
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু আপনাকে।
১২| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় দুই কবির জন্য শুভ কামনা ও ভালোবাসা রইলো !
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জন্যও এক সমুদ্র ভালবাসা।
১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯
বরেন্য কবি বলেছেন: কে করছে আ্পনাকে
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্যটা আসলে কি ? বুঝতে পারছিনা। ধন্যবাদ।
১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
ওমেরা বলেছেন: অনেক ভাল কাজ করেছেন এটা সনেট কবির প্রাপ্য।দুই কবির জন্যই শুভ কামনা রইল ।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য শুভ কামনা।
১৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: উভয়কেই ধন্যবাদ।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
১৬| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০
কাছের-মানুষ বলেছেন: বাংলা ব্লগিং-এ এরকম সনেট কবি কম দেখেছি ! সনেক কবির সনেটের হাত ঝকঝকা পরিস্কার!
সনেট কবির প্রতি আমার শুভেচ্ছা রইল।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি অসামান্য সনেট প্রতিভা। ভাল থাকবেন। ধন্যবাদ।
১৭| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফরিদ ভাইকে নিয়ে সুন্দর লিখেছেন। দুজনের জন্যই শুভ কামনা।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ লিটন ভাই।
১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার লিখেছেন...
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
সনেট কবি বলেছেন:
কবি মোঃ মাইদুল সরকারের ‘সনেট কবি’ পোষ্টে মন্তব্য-
কবির তল্লাটে এসে অভিভূত আমি
আমাকেই নিয়ে তাঁর কি চমৎকার
কাব্য ছন্দ দোলা দেয় পাঠক হৃদয়ে
তাঁদের মন্তব্যে সেটি অনুভুত হয়।
এ সৌজন্যে প্রিয় কবি হে ‘মোঃ মাইদুল
সরকার’ বলেন কি দেব খাজনায়?
আনন্দের বাজনায় দিগন্ত দূরত্ব
হতে শুনি যেন কোন সুমধুর গান।
জেগে থাকা অন্তরের স্মৃতির মিনার
যেথা এক সুরক্ষিত স্থানে লেখি এক
নতুন কবির নম প্রীত স্বর্ণাক্ষরে।
‘মাইদুল সরকার’ কারা যেন তোলে
হৃদয়ের তারে তারে মোহনীয় সুর;
সত্যি আনন্দীত আমি এপদ্য সুছন্দে।
২০| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২
সনেট কবি বলেছেন:
নতুন কবির নম প্রীত স্বর্ণাক্ষরে= নতুন কবির নাম প্রীতি স্বর্ণাক্ষরে হবে।
২১| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০
সনেট কবি বলেছেন:
কবি মাইদুল সরকারের সনেট কবি পোষ্টে সনেট মন্তব্য -২
সনেটের উঠোনেতে বসে তারা গুনি
এখনো দারেতে দেখি তালা ঝুলে আছে
ভেঙ্গে ফেলব সে তালা? অপেক্ষায় আছি
কি দোষ করতে আশা প্রাপ্তির নেশায়?
সরকার সাহেবের সৌজন্য দারুণ
উপভোগ্য হয়েছে এ বলতেই পারি
সেই সাথে মন্তব্যের কথন চমক
লেগেছে অনেক ভাল, শুভেচ্ছা সেজন্য।
দু’দিনের পান্থশালা মুছাফির দল
আত্মিয়তা বন্ধনেতে থাকলেই ভাল
তথাপি মিলবে কিছু শান্তির পরশ।
তারায় মেলায় এসে তারায় আলোয়
লাগছে অনেক ভাল। এখন সময়
পায়ে পায়ে একসাথে সবে চলা পথ।
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সনেটে সনেটে মন্তব্য
হে কবি
সনেটই হোক আপনার গন্তব্য।
খুব সুন্দর প্রতিউত্তর করেছেন। সত্যি ব্লগে যেন থাকে সকলের সাথে সকলের আত্নিয়তার বন্ধন। ভাল থাকবেন। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩
বিজন রয় বলেছেন: যোগ্যমতে উত্তম পোস্ট।
++++
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভাল থাকুন।
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
বিদেশ পাগলা বলেছেন: কবি আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার প্রতিভা দেখে অবাক লাগে------- এটাা আসলে স্রষ্টা প্রদত্ত ।
বেশ কিছু দিন ভেবেছি লিখি লিখি কিন্তু লিখা হয়ে উঠে নাই । আজ আপনাকে নিয়ে কিছু একটা লিখলাম ।
দয়া করে দেখবেন প্রিয় কবি ।
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই বলেছেন ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর হয়েছে
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
বিদেশ পাগলা বলেছেন: আপনি কী একই সাথে সনেট কবি-----(ফরিদ আহমদ চৌধুরী) এবং মোঃ মাইদুল ইসলাম ?
দয়া করে বলবেন । মাল্টি নিক কিনা ? নাা ভিন্ন তিনজন------- ১) সনেট কবি, ২) ফরিদ আহমদ চৌধুরী,৩) মোঃ মাইদুল ইসলাম
বেশ দ্বিধা-দ্বন্ধে আছি !
সমস্যাটির সমাধান অতি জরুরী ।
ধন্যবাদ
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সনেট কবি এবং ফরিদ আহমদ চৌধুরী একই ব্যক্তি।
ফরিদ আহমদ চৌধুরী যখন সনেট লিখে বিশ্ব রেকর্ড করলেন তখন তিনি সনেট কবি নাম নিয়েছেন।
আর আমি ফরিদ ভাইকে নিয়ে সনেট কবি-নামক একটি কবিতা লিখেছি। যেখানে আপনি মন্তব্য করেছেন।
তাছাড়া উপরের মন্তব্যগুলো পড়েলেই বুঝতে পারবেন মোঃ মাইদুল সরকার ওনার মাল্টি নিক নয় সম্পূর্ণ আলাদা ব্যক্তি।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ও শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২২
মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ ভাইকে নিয়ে আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে।
ভাইয়ার জন্য অনেক শুভ কামনা রইল।