নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক নজরুল

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬


বার বার পৃথিবীতে সাম্যের গান গাহিতে
আসিত যতি কবি ও প্রেমিক নজরুল
ভরিত শোভিত পুষ্পে আমাদের দু'কূল
জানিনা তব কি ছিল জীবনের বড় ভুল
চির উন্নত মম শীর বিদ্রোহী নজরুল।

জানিনা এ জীবনে মিঠে না কেন সাধ
তোমাকে পাব না বাড়ালেই দু'টি হাত
বহমান সময়ে অন্যায়ের নেই প্রতিবাদ
তাই বুঝি অভিমানে ঝড়ে পরে জারুল
আজ তোমাকেই বড় প্রয়োজন নজরুল।

তোমার মত জানেনা কেউ প্রতিবাদী ভাষা
তুমি ভুলিতেনা কুমারীর গোপন ভাব-ভালবাসা
তুমি বিহীন কাব্যের জগতে ঘোর অমানিশা
তোমার জন্য ফুটে আছে শত বিরহী ফুল
চির তারুণ্যে চির বিপ্লবী নাম কাজী নজরুল।

পাদটীকাঃ প্রেমের কবি, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। বহমান সময় ভাল কাটুক।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা

অমর কবি'র ৪১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম। সুসময় ঘিরে রাখুক আপনাকে। শুভ কামনা জানবেন।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ও শুভময় হোক আপনার জীবন। ভাল লাগা জানিয়ে অনুপ্রাণিত করলেন। ধন্যবাদ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ধুতরার ফুল বলেছেন: নজরুল বন্দনা ভালো লাগল। ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্য করে কৃতার্থ করলেন। সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর কবিতা। কবিতার জন্য ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর কথা কইছেন, তয় আপনার জন্যও শুভকামনা।

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন:





কবি মাইদুল সরকারের ‘প্রেমিক নজরুল’ কবিতায় মন্তব্য-

প্রেমিক নজরুল যে আমাদের কবি
যার প্রেম মহিমায় আজ আমাদের
সাহিত্যাঙ্গন ঐশ্বয্যে ভরপুর হয়ে
আমাদেরকে করেছে চির আনন্দীত।
মাইদুল সরকার আপনি কবির
স্মরণে লিখে কবিতা করেছেন এক
দারুন মহৎকাজ। ধন্যবাদ কবি
অগন্য এ আপনার কবি বন্দনায়।

নজরুল ঋণভারে ভারাক্রান্ত হয়ে
আমরা মাগফিরাত কামনায় তাঁর
বিদেহী আত্মার, সবে জানাই মিনতি।
হে রাহিম রাহমান কবিকে করেন
ক্ষমা। তাঁর যেন হয় জান্নাত নসিব,
হে মেহেরবান দোয়া কবুল করুন।

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সনেটে সনেটে মন্তব্য হয়েছে বেশ
মনে রয়ে যায় এর সুখের রেশ।
অনুপ্রাণিত হলাম সুহৃদ। সুসময় আপনার জীবন থেকে কখনো না হারাক।

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

উম্মে সায়মা বলেছেন: কবির প্রতি গভীর শ্রদ্ধা....

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ভাল লাগা জানিয়ে অনুপ্রাণিত করেছেন।

৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
জাতীয় কবি'র ৪১ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


কবিতা সুন্দর হয়েছে +


ভাল লাগলো ! শুভ কামনা কবি !

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুভূতি প্রকাশ করে কৃতার্থ করলেন। সুসমেয়র সাথে সবসময় একাকার হয়ে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.