নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি নামল বলে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৬


যা তো মা, অহনা-
শুকনো কাপড়গুলো নিয়ে আয় তাড়াতাড়ি
মাটির চুলাটা ঢেকে দে
জানালার কপাটগুলো বন্ধ কর
বৃষ্টি নামল বলে।

মৃদুল, তুই যাসনে-
ঐ পূব পাড়ার মাঠে ব্যাট-বল নিয়ে
উঠানের লাকড়িগুলো জড়ো করে
রান্না ঘরে রেখে দে
খোকাকে বের হতে দিসনা ঘর থেকে
বৃষ্টি নামল বলে।

অহনা, তোর বাবাকে বল-
বই পড়া বাদ দিয়ে
পুকুরটা যেন দেখে আসে
কেউ আবার মাছ চুরি করছে কিনা কে জানে
বৃষ্টি নামল বলে।

মৃদুল, তোর মামার কোন কান্ড জ্ঞান নেই
সেই কখন গিয়েছে বাজারে
এখনো ফিরার নাম নেই
ফাকিবাজ কোথাকার
নিশ্চয় আড্ডাতে মেতেছে
বৃষ্টি নামল বলে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: বৃষ্টির কবিতা আপনার সব সময় ভাল লাগে তাইনা। ভাল থাকুন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




বাহ.... বেশ সুন্দর লিখেছেন তো !

তাড়াতাড়ি এটুকু মন্তব্য করে গেলুম
বৃষ্টি নামলে বলে ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরেকটু দেরি করলে তো ভিজেই যেতেন। বৃষ্টি নামল বলে। মন্তব্যে অনুপ্রাণিত। ভাল থাকুন সব সময়।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত করার জন্য আপনাকে মোবারকবাদ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি নামল বলে.. :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছাতি নিতে ভুলবেন না। বর্ষাকাল, বৃষ্টি নামল বলে।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

প্রথমকথা বলেছেন: ভাল লাগলো। খুব সুন্দর কবিতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন, আপনিও সুন্দর থাকুন সারাদিন সারাবেলা।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: বৃষ্টির কবিতা খুব মিষ্টি হয়েছে+++



শুভ কামনা কবি !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জন্য তাই মিষ্টি উপহার।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

কথাকথিকেথিকথন বলেছেন:



গল্প স্বাদের কবিতা । ভাল লেগেছে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ভাল লাগায় আমিও প্রীত হলাম। শুভ কামনা।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

সনেট কবি বলেছেন:



কবি মাইদুল সরকারের‘বৃষ্টি নামল বলে’ এর ছায় অবলম্বনে-
বৃষ্টি নানান কাজের ঝামেলা তৈরীতে
বেজায় পটু সেজন্য, বৃষ্টি গৃহিনীর
তাড়না বাড়িয়ে তোলে নানা ভাবে তার
কাজে কর্মে দেখা যায় দারুণ ব্যস্ততা।
শুকনো কাপড় যেন না ভিজে বৃষ্টিতে
মাটির চুলা ঢাকতে সাবধান থাকা
ছেলেটা যেন বৃষ্টিতে না ভিজে সেদিকে
খেয়াল রাখা কতকি, নানা কাজ আরো।

বৃষ্টির তাড়না গাঁয়ে বেশ উপভোগ্য
শুকনো ধান বাঁচাতে জবর ব্যস্ততা
উঠোনের কোথায় কি সেসব খবর।
কারো কারো সখ করে বৃষ্টিতে ভিজতে
কেউ বৃষ্টির পানির জমানো সাধনা
সবমিলে তোড়জোড় কম নয় এতে।


১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ লিখেছেন কবি। বৃষ্টি গ্রামেই বেশি উপভোগ্য। আপনার বৃষ্টি বিলাশ সার্থক হোক।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

জুন বলেছেন: বৃষ্টি নামলো বলে আপনার কবিতায় আসতে বড্ড দেরী হয়ে গেল কি !
টুপটাপ নয়, একেবারে যাকে বলে মুষল ধারে বৃষ্টি নেমেছিল তাই :)
ভালোলাগা রইলো অনন্য এক কবিতায়
+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক গুছিয়ে সুন্দর করে মন্তব্য করেছেন আপু। বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা মন্দ নয় কি বলেন। ভাল থাকবেন।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

উম্মে সায়মা বলেছেন: আপনারর কবিতাটি পড়ে ছোটবেলায় পড়া 'মেঘনার ঢল' কবিতাটির কথা মনে পড়ল। বেশ ভালো লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমারও প্রথম তাই মনে হয়েছিল। বিশেষ করে ১ম লাইন লিখতে গিয়ে বার বার মেঘনার ঢল কবিতার ১ম লাইনটির মতই হয়ে যাচ্ছিল। অনেক সময় নিয়ে নিজের মত করে পরে লিখে ফেলেছি। ভাল থাকবেন।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১

আমানউল্লাহ রাইহান বলেছেন: এমনি লিখেছেন কবিতা বৃষ্টি নামল বলে। দারুণ!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.