| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
হে প্রিয় সালমান,
জনপ্রিয়তার তুঙ্গে থেকে
চলচিত্রের আকাশ হতে ধূমখেতুর মত হারিয়ে গেলে
আজও ভক্তকূল জানেনা
কি ছিল তোমার অভিমান ?
হে প্রিয় নায়ক,
এতটা বছর পরেও শত শত হৃদয়
তোমায় স্মরিছে
তোমার প্রিয় মুখ আজ বড় বেশি
মনে পড়েছে।
তোমার স্মৃতির কথা মনে হলে
কাদে মৌসুমী-শাবনূর
কেন তুমি প্রিয় পৃথিবী ছেড়ে
চলে গেছ চিরতরে এতটা দূর।
প্রতিটা বছর এই সেপ্টেম্বরে
তোমার তরে বেদনার ঝড় উঠে অন্তরে।
হে প্রিয় অভিনেতা,
তোমারে ভুলিতে পারেনা আপামর জনতা
তোমায় নিয়ে না লিখুক কোন কবি
তবুও অশ্রু জল ফেলবো মোরা গোপনে
বার বার দেখে তোমার ছায়াছবি।
পাদটীকা : প্রিয় নায়ক, প্রিয় মুখ সালমান শাহ স্মরণে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। সালমানকে মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম।
২|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০
কবীর বলেছেন: প্রিয় অভিনেতা সালমান শাহকে নিয়ে লেখা কবিতা ভালো লেগছে+
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগা জানিয়ে ভাল করেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা।
প্রিয় সালমান স্মরণীয় হয়ে থাকবে চলচিত্রে অনন্তকাল