নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
খোলাহাটি থেকে ট্রেনে পারবর্তীপুর যাচ্ছি। দুজন বয়স্ক লোক তাদের মধ্যে আলাপে ব্যস্ত। হঠাৎ তাদের একজন আমাকে দেখে বলছে- কি বাহে কুনঠি যাওছেন। তোমাক বাপেক মোর সালাম জানাও। কত দিন তোমাক বাড়ি যাওয়া হয়নাক।
অন্যজন বলল- কার ছইল ?
ফকিরহাটের দেওয়ন সাবের চেংড়া।
কথাবার্তার এই পর্যায়ে আমি বললাম-আপনারা ভুল করছেন, আমার বাবা আর্মি চাকরি করে, আমরা কোয়াটারে থাকি, আমার নাম মাইদুল সরকার।
মনে হলো যেন আমার কথা শুনে তারা আকাশ থেকে পড়লেন। একজন আরেকজনের দিকে চেয়ে বড় বেশি অবাক হলেন। এবং
সর্বশেষ বললেন-বাবা ভুল হইছেক, তোমার মতই দেখতে মোর এক আত্মীয় চেংড়া আছে, মুই মনে করছু তুমিও সেই। আমি হাসলাম, অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম।তারাও হাসলো মুচকি হাসি।
সৈয়দপুর কোয়াটারের পাশে এক মাঠে একজন কিশোর একদিন ঘাস কাটছে। খেলা বাদ দিয়ে আমি তার ঘাস কাটা দেখছি পেছন দিকে দাড়িয়ে। ছেলেটি একসময় আমাকে দেখে বলল-তোরে আমাদের বাড়ি নিয়ে যাব।
কেন ?
ঠিক তোর মত আমাদের বাড়িতে একটা ছেলে আছে।
মিথ্যে কথা।
মিথ্যে না সত্যি আমার সাথে গেলেই বুঝবি।
না গেলে সেই ছেলেকে এনে তোর মা-বাবার কাছে দিয়ে যাব, আর তোকে আমাদের বাড়ির সেই ছেলের বাপ-মার কাছে দিয়ে আসবো। কেউ বুঝতেও পারবেনা। হা হা হা।
না না দরকার নেই, আমি তখন দৌড়ে বাসায় চলে গিয়েছিলাম। ছোট ছিলাম বলে ভয়টা অনেক দিন ছিল।
রাস্তা দিয়ে যাচ্ছি ? এক ছেলে ডাক দিয়ে বলল-ভাই কেমন আছেন ?
ভাল আছি।
আপনি কমেন আছেন ?
ভাল
আকাশের কি খবর, অনেক দিন দেখিনা।
কোন আকাশ ?
আরে আপনার চাচতো ভাই
এ নামে আমার কোন চাচতো ভাই নাই।
থতমতো খেয়ে ছেলেটি বলল-আপনে শফিক ভাই না ?
না ? আমি অমুক, বাড়ি কুমিল্লা।
অ হ, ভাই মাপ করেন, সত্যি ভুল হইছে, একই রকম দেখতে..............
ঠিক আছে।
তারপর যে যার পথে চলে গেলাম।
এরকম আরো ঘটনা জড়িয়ে আছে জীবনে। হঠাৎ হঠাৎ মনে হলে খুব হাসি পায়। মনে হয় আবার ফিরে যাই সেই সব দিনে। নিশ্চয় পাঠক আপনাদের জীবনেও কম বেশি এরকম ঘটনা ঘটেছে। তাই নয় কি ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভুল না হলেইতো ভাল। স্বাগতম আমার ব্লগ বাড়িতে। ভাল থাকবেন।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
গোয়েন্দা শিকু বলেছেন: হা হা হা এমন মজা আমিও প্রায় পেয়ে থাকি,
তবে আপনার মত নয়,
আমার ইমিডিয়েট বড় ভাই, ২ বছরের বড় আমার থেকে,
ম্যাক্সিমাম পরিচিতজন ওকে ভেবে আমায় অনেক কিছু বলে ফেলে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ অভিজ্ঞতা আপনার। ধন্যবাদ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আমারও এমন হয়েছে দু তিন বার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সেই অভিজ্ঞতার কথা মাঝে মাঝে মনে করবেন, তবে আনন্দ পাবেন। ভাল থাকুন কবি।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
ওমেরা বলেছেন: ভাল মজার তো, আমার কখনো এমন হয়নি ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: হলে ভাল হতো আপু। একটা অন্য রকম অনুভূতি পেতেন। ভাল থাকুন নিরন্তর।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেয়ারকৃত মেমরি ভালো লেগেছে।
এরকম অগণিত মেমরি আমার জমা আছে। সময় পেলে এক এক করে লিখব।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার স্মৃতিগুলো জানার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ এবং ধন্যবাদ।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: আমার যা বলার ছিল ; উপরে দেখি সবাই তা বলে গেছেন ।।
(আপনার বাড়ী কী উত্তরবঙ্গের দিকে )
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কিছু বলার জায়গা রাখলনা কেউ! আমার বাড়ি ঢাকার খুব কাছে, কুমিল্লার শেষ প্রান্তে।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
শুভ্র বিকেল বলেছেন: ঠিক এমন ঘটনার সাক্ষ্যি আমি নিজে কম বেশি ছিলাম বটে তবে বেশ মজাদার আমিও এমন বিব্রত অবস্থার স্বীকার হয়েছি। আমিও বেশ কয়েকজনকে এমন করে বলে থমকে দাড়িয়েছি। যা হোক শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ মজার ঘটনা, স্মৃতিতে অম্লান থাকবে। কেমন আছেন, প্রবাসে ইদ কমেন কাটল ?
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
আখেনাটেন বলেছেন: প্রকৃতির লীলাখেলা।
অামাকেও পড়তে হয়েছে এমন কিছু ঘটনায়।
ভালো লাগল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে স্বাগতম। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সুখে থাকুন সারা জীবন।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো অভিজ্ঞতা শেয়ার করেছেন, এরকম অনেক হয়ে থাকে।
আপনি ভাগ্যবান।
শুভকামনা জানবেন সবসময়
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্যের জন্য অবশ্যই ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
স্বল্প বাঁধন বলেছেন: আমি কিন্তু ভুল করিনা। হা হা হা হা।।।।।।।।।।