নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
শাহজাহান! শাহজাহান!
তুমি অমর প্রেমিক পুরুষ
প্রেমের ভূবনে,
যমুনার জল সম ভালবাসা
ধরেছিলে হৃদয় পটে
বিরহে অঝোরে কেঁদেছে প্রাণ
তাই গড়েছ মর্মের তাজ মমতাজ স্মরণে।
হায়! তোমারি মত এমন করে
কে ভালবাসিতে পেরেছে ভবে
রেখে গেছো, কালের কপোল তলে
অমর প্রেমের গাঁথা;
তুমি ভুলিতে দিলেনা তোমারে
মরনে রচিত হলো ভালবাসার ইতিহাস।
শাহজাহান! শাহজাহান!
তুমি অমর অম্লান
যুগে যুগে
তোমার বন্দনায় নিত্য মুখর
প্রেমের মায়াবী উদ্যান
তুমি ছিলে জগতে
অন্তহীন এক ভালবাসার প্রাণ।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি শাহজাহানকে শেষ জীবনে অনেক কষ্ট সইতে হয়েছে।
তার পুত্ররা সিংহাসন দখলের লড়াইয়ে নেমে অসভ্যতার দৃষ্টান্ত স্থাপন করেন।
২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
বার্ণিক বলেছেন: শাজাহান প্রেমিক আছিল কে কইছে!
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: যদি প্রেম, ভালবাসা না থাকে হৃদয়ে তবে তাজমহলের মত নিদর্শণ সৃষ্টি করা সম্ভব নয়।
ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন মাইদুল ভাই, প্রেমের আকাশে উজ্জল নক্ষত্রের দারুণ স্মরণ কাব্য। মুগ্ধতা রইল।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্যটিও কাব্যের মতই সুন্দর হয়েছে।
ভাল লাগলো। ধন্যবাদ।
ভাল থাকবেন কবি।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
শোনা যায় শাহজান-মমতাজ প্রেম কাহিনী একটি বিতর্কিত প্রেম-কাহিনী!!!
কবিতা সুন্দর+++
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: যদিও বিতর্কিত তবুওতো- অমর প্রেম কাহিনি।
শাহজাহান শিল্পের সম্রাট, প্রেমেরও।
ধন্যবাদ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহ! বাহ! দারুণ!
তোমার বন্ধনায় নিত্য মুখর -- এখানে বন্দনায় হওয়ার কথা না?
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল বলেছেন।
শুভ কামনা।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন। +
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্লাসে মুগ্ধতা রইল।
ভাল থাকবেন।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩
তারেক ফাহিম বলেছেন: প্রেমের সম্রাট শাহজাহান
শিল্পের সম্রাট শাহজাহান
বির্তকেও শাহজাহান
প্রেমের নক্ষত্র শাহজাহান
শেষের কষ্ট শাহজাহান
স্যারের প্রোফাইলে প্রথম দেখা কবিতা শাহজাহান
মন্তব্যে আসলাম রাখতে ছাত্রের মান।
সবমিলিয়ে কবিতাকে জানাই সম্মান।
কবিকে শুভকামনা, আর পাশে থাকার প্রস্তাব।
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা! স্যার বলে আর লজ্জা দিবেননা মশাই।
এত ভাল মন্তব্য করেছেন যে, কি বলে ধন্যবাদ দেব তাই বুঝতে পারছিনা।
সুন্দর এবং সুখে থাকুন।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: "তোমার বন্ধনায় নিত্য মুখর" - কথাটা বন্দনা হবে। সম্পাদনা করে নিলে ভাল হয়, কেননা প্রেম বন্দনার কবিতায় ভুল বানানে বন্ধনা কথাটি দৃষ্টিকটু।
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সংশোধন করে দিয়েছি।
ভুল ধরে দেওয়াতে ধন্যবাদ গুনী।
শুভ কামনা থাকলো।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
ছেলে আওরংগজেব শাহজাহানকে বন্দী করে রেখে অনেক মনোকস্ট দিয়েছে, মনে হয়!