নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

তুমি-আমি

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭



তুমি
সুখের পাখি
আমি
দুঃখের রাত
মরন কালে তোমার সনে
বন্ধু হবে মোলাকাত।।

তুমি
চাঁদের আলো
আমি
আঁধার কাল
আমার বুকের গহীন বনে
জ্বাল কেবল আগুন জ্বাল।।

তুমি
নিথুয়া পাথার
আমি
লিলুয়া বাতাস
এ প্রেমের স্বাক্ষী রবে
তারা ভরা রাতের আকাশ।।

তুমি
সমুদ্র জল
আমি
সোনালী চিল
বেদনার তিক্ত স্রোত বইছে
বুকের ভিতরটা কষ্টে নীল।।


তুমি
মরুর মরিচীকা
আমি
আলেয়ার আলো
এই জন্মে হলনা মিলন
দূর থেকে বাসিলাম ভাল।।

ছবি : নেট-দুনিয়া।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

মোস্তফা সোহেল বলেছেন: দূর থেকে ভালবেসে কি মনে শান্তি পাওয়া যায়?
স্পর্শ আর সান্নিধ্য না পেলে মনকে বোঝানো বড়ই কঠিন!

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্য ভাল লাগলো সোহেল ভাই।

সময় কেমন যাচ্ছে ?

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি
লিলুয়া বাতাস
এ প্রেমের স্বাক্ষী রবে
তারা ভরা রাতের আকাশ।।



কবিতা ভালো হয়েছে+++

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুকরিয়া।

এই কবিতাটা আমারও পছন্দের একটি কবিতা।

নগর জীবন কেমন যাচ্ছে কবি ?

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: তুমি
সমুদ্র জল
আমি
সোনালী চিল
বেদনার তিক্ত স্রোত বইছে
বুকের ভিতরটা কষ্টে নীল।।


বাহ খুব ভালো হয়েছে ।
শুভকামনা ।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর করে বলেছেন-

বাহ খুব ভালো হয়েছে ।

আপনার জন্যও শুভ কামনা রইল নীলপরি আপু।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১

ময়না বঙ্গাল বলেছেন: ফিরোজা আকাশের জাফরানী জ্যোছনায়
মন ভরে না
কি যেন চাই গো কি যেন চাই ।

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন কি চায় প্রেম, ভালবাসা না অন্য কছিু।

ধন্যবাদ কাব্যিক মন্তব্যের জন্য।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবির কি কষ্ট :(

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধু কি কবির কষ্ট ? কবিতো কবিতায় সাধারণ মানুষের কষ্ট-কথাও তুলে ধরেছেন।

ধন্যবাদ।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই,
মুগ্ধ হয়েছি কবিতার কথামালায়।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্যে আমাকেও মুগ্ধ করলেন কবি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.