নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আর্মির মেয়ে

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭



ঘটনাটা ফরিদা কখনোই ভুলতে পারিনি। আর কোন দিন ভুলতে পারবে বলেও মনে হয়না।যে বার বাসার সামনের বিল্ডিয়ের পিছনের শিমুল গাছটি রক্তিম ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল, যে বার সবচেয়ে বেশি গাছটিতে ফুল ধরেছিল, সেবারই ঘটনাটা ঘটেছিল।

খোলাহাটি ক্যান্টনমেন্ট-এর বাসায় প্রথম প্রথম ভাল লাগতোনা ফরিদার। কেমন যেন খোলা যায়গার মধ্যেই হঠাৎ করে যেন সব বিল্ডিং, স্কুল, কলেজ, হাসপাতাল আরও অন্য সবকিছু গজিয়ে উঠেছে। আর একারণেই এর নাম খোলাহাটি হয়েছে । এমটাই ফরিদা ভাবতো এবং বিশ্বাস করত।

বান্ধবী বলতে পাশের বাসার জুলি আর অন্য বাসার শারমিন। তবে জুলির সাথেই বেশি ভাব। আর স্কুলে গ্রাম থেকে যেসব মেয়ে তাদেরকে সে পাত্তাই দেয়না। মেয়েদের মধ্যে ওর রোল নং-ই ১০ এর মধ্যে আর জুলির ২০ এর মধ্যে। ভাল ছাত্রী হিসাবে ফরিদার নাম আছে। সে কারণে অহংকারও কম নয়।

ক্লাসের সব মেয়ের মধ্যে সে সবার লম্বা। জুলি সবচেয়ে সুন্দরী আর আঙ্গুরীর চুল সবচেয়ে ঘন, কাল ও দীঘল। মেয়েদের ক্যাপ্টিন ও সে।
সব ভাই বোনদের মধ্যে ছোট হওয়ায় বাবা-মা আদরও করে বেশি।

একদিন বিকেলে সে জুলিকে বলছে- জানিস ক্লাসে দু'একটা ছেলে আমাকে অফার করতে চায়। এমনকি তোকেও ? জুলিও অবাক হয়ে বলল-ওমা তাই নাকি !

কোন ছেলেগুলো ? নাম জানিস ?

অনুমান করেছি, তবে তোকে এখন বলব না। বললেও তুই বিশ্বাস করবি না।

কেউ জানলে আমাদের মান-সম্মান সব শেষ হয়ে যাবেরে ফরিদা। তুই এটা কি শুনিয়েছিস আমাকে, ভাল লাগছেনা।

দূর বোকা মেয়ে। এত ভাবনা কিসের। আমি আর্মির মেয়ে। দেখে নিব কি হয়। সবকটা মিচকে শয়তানকে উচিৎ শিক্ষা দিব।

কিছুদিন পর স্কুলে হ্যান্ড বল প্রতিযোগিতা শুরু হল। ৭ম শ্রেণির ছাত্রীদের প্রতিপক্ষ ৯বম শ্রেণির ছাত্রীরা। ফরিাদা ৭ম শ্রেণির লিডার। সে
নিজে গোলরক্ষক। জুলি ও রুনিকে রাখল আক্রমনাত্মক খেলার সহ অধিনায়ক হিসাবে। তার পরামর্শ ও লিডারশীপে দল পর পর দু,বার জয়ী হল। সে এই মর্মে দীক্ষা নিল আর্মির মেয়ে কখনো হেরে যেতে পারেনা। তার সফলভাবে গোল ঠেকিয়ে দেওয়া দেখে দর্শক হাততালি দিতে লাগলো ঘন ঘন। অবশেষে তার অদম্য সাহসীকতায় দল ফাইনালে উঠল।

ফাইনালের দিন সে ও তার দলের সদস্যরা যেন এক একজন অগ্নিকন্যা। সালমান শাহ ইস্টালে মাথায় কাল কাপড় বেধে অতন্ত্র প্রহরীর মত সে গোল পোস্টে দাড়িয়ে রইল।
টান টান উত্তেজনায় খেলার ১মার্ধের শেষ মূহুর্তে প্রতিপক্ষের ৩টি গোল ঠেকিয়ে দিয়ে সে তখন সবার আসরের মধ্যে মনি। শেষমেষ ফরিদার দল ২ গোলে জয়ী হলো।

ম্যান অফ দ্যা ম্যাচ হলো -ফরিদা পারভীন।

ফুরফুরে মেজাজে ক'দিন কাটাল ফরিদা, জুলিরা। কিছুদিন পর আবার যথারিতী ক্লাস চলতে লাগলো। সেই ছেলেগুলো আরও বেশি অস্থির হয়ে উঠেছে প্রেম নিবেদনে এই তথ্য যথাসময়ে ফরিদার কানে আসল।

মনে মনে সে পরিকল্পনা করছে কি ভাবে কি করা যায়। এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে চরম শিক্ষা হয়। আর মেয়েদের যেন বিরক্ত না করতে পারে।

সে দিন ক্লাসে একটা ছেলে পড়া-লেখার বিষয়ে কি যেন একটা প্রস্তাব দিল। সব ছেলেরা একমত। এখন মেয়েদের মতামত নেওয়া হবে।
রনি নামের ছেলেটিকে সব বুঝিয়ে দেওয়া হল-মেয়েদের কি কি বলতে হবে।

প্রস্তাব শুনে ফরিদা একবাক্যে না করে দিল। এতে ছেলেরা বেশ অপমানিত বোধ করল। নাটের গুরু লিমন এবার একটা চিঠি লিখল ফরিদাকে।

যার সারমর্ম হচ্ছে-এত দেমাগ ভাল নয়। সব কাজে না করতে নেই।

ব্যস আর যায় কোথায়। ফরিদা একটা ভাল উছিলা পেয়ে গেল। সে রাগে ফুলতে ফুলতে ক্লাস টিচারকে বলল-

স্যার লিমন আমাকে প্রেম পত্র দিয়েছে সাথে আরেকটা চিঠি। মেকি কান্নায় তার চোখ ভরে উঠল অশ্রুতে। স্যার ২টি চিঠি দেখতে চাইলেন।

ফরিদা একটি চিঠি দিল এবং বলল-প্রেম পত্র ছিড়ে ফেলেছে। একটা লিখিত কাগজের খুব ছোট ছোট অংশের কয়েকটা টুকরা স্যারকে দিয়ে বলল, এই সেই চিঠির অংশ।
অন্য মেয়েরাও তাতে সায় দিল। শুধু বিচার দিয়েই সে ক্ষান্ত নয় সে এ বিষয় তার বাবাকে ও আর্মি অফিসকে জানাবে।

স্যার বললেন- না বিচার এখানে হবে। তুমি আর কাউকে জানাবেন না। প্রথমে রনিকে জিজ্ঞাসা করা হলো। তারপর লিমনকে।

লিমন সব দায় স্বীকার করল। কিন্তু সে কোন প্রেম পত্র দেয়নি বলে জানালো। ০৩টি বেত একত্র করে লিমন ও রনিকে সবার সামনে বেদম মার দেওয়া হল। মারের চোটে রনি কান্না শুরু করে দিল।
লিমন বলল- স্যার রনির কোন দোষ নেই। যা শাস্তি আমাকে দেন।

একথা শুনে স্যার ক্ষেপে গিয়ে আরো জোড়ে জোড়ে লিমনকে প্রহার করল। সবাই ভয়ে স্তব্দ হয়ে গেল।

আর ফরিদা মনে মনে হাসছে আর বলছে-আমি আর্মির মেয়ে। এত সহজে কাউছে ছাড়ার পাত্রী নই।

এই ঘটনা ফরিদা আজও ভুলতে পারেনা । অনাগত দিনে ভুলতে পারবে কিনা জানেনা।








মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

নিয়াজ সুমন বলেছেন: আর্মির মেয়েরা বুঝি এমন হয়! জানতাম না তো-

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ কেউতো এমন হতেই পারে !

কি বলেন নিয়াজ ভাই ?

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

অপু মল্লিক বলেছেন: আর্মির মেয়ে ...বাপরে বাপ... :|

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত ভয় পাওয়ার কি আছে ?

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: গল্পটা সত্য ঘটনাও হতে পারে, কিংবা সত্যের সাথে সংশ্রবহীন স্রেফ শুধু গল্পই হতে পারে, অথবা সত্য কোন ঘটনার ছায়া অবলম্বনে আপন মনের মাধুরী মেশানো কোন কল্পনাও হতে পারে। তবে গল্প লেখার সময় খেয়াল রাখবেন, কোন পেশার প্রতি অবমাননাকর কোন ভাষা বা ইঙ্গিত যেন না থাকে।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন নিরন্তর।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গল্পটা মজা করে লেখলেও মোটেও মজার গল্প না, আমার কাছে এমনটাই মনে হল।

ফরিদার ভুলতে না পারার মাঝে নিশ্চয় অনেক অনুসূচনা, মানসিক চাপ, অজানা কষ্টের টিমটিম জ্বলা।
ফরিদার জন্য ছেলে দুটির সাথে কথা বলা জরুরী মনে করছি, এতে বিবেকের ধ্বংসন থেকে মিলবে মুক্তি।
জানিনা ঠিক বুঝতে পারলাম কিনা।

শুভকামনা

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন মতামত রেখে গেলেন ভাইজান।

কি করলে ফরিদা ভুলতে পারবে তা ফরিদাই ভাল জানে।

কারণ নারীর মন বুঝা বড় দায়।

ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

গল্প ভাল হয়েছে

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত হলুম।

ধন্যবাদ কবীর সাহেব।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইয়া মাবুদ! তিন বেত একসাথে!!!

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: তখনকার দিনে বেত ছাড়া কোন কথা নেই।

ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন:



গল্প ভাল হয়নি মাইদুল ভাই !!!!!!!!!!!

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর্মির মেয়ে তাহলে ফেল মেরেছে ?????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.