নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

পাখিদের বিচিত্র তথ্য

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮


পাখি দেখে মন ভরে যায় এমন অপরূপ হাজারো পাখি আছে আমাদের প্রিয় এই পৃথিবীতে।
পাখিদের নিয়ে অজানা কিছু তথ্য জেনে নওয়া যাক।

১। পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পাখি ১৫০ মিলিয়ন বছর পূর্বে বাস করতো। যার নাম আরকিওপ্টেরিক্স।

২। ঘুঘু, টিয়া , ময়না ও লাভবার্ড এর মত পাখিদের পোষ মানানো যায়।

৩। পাখিদের একজোড়া জটিল ও দক্ষ ফুসফুস থাকে।

৪। সারা বিশ্বের সর্বত্র ১০ হাজার প্রজাতির পাখি ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা এদের ৩০ টি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন।



৫। কিছু পাখি যেমন-কাক, বাবুই, চড়ুই খুবই স্মার্ট। এরা নিজেরাই নিজেদের বাসা তৈরি করতে পারে।

৬। বিশ্রামে থাকলে ৪০০ বার আর যখন উড়ে তখন ১০০০ বারের বেশি পাখির হৃদপিন্ড স্পন্দিত হয়।

৭। বেশির ভাগ পুরুষ পাখির পালক চাকচিক্যময় হয়। তারা নাচে ও গান গায় স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্য।

৮। দেশান্তরিত হওয়ার সময় অনেক পাখি বিরতি ছাড়াই হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে।



৯। সবচেয়ে ক্ষুদ্র পাখি হামিং বার্ড।

১০।কিছু পাখি আছে যারা উড়তে পারেনা যেমন-অস্ট্রিচ, পেঙ্গুইন ও ডোডো।

১১।পাখির সবচেয়ে পরিচিত প্রজাতি হচ্ছে মুরগী।

১২। তোতা, ময়না এরা নির্দিষ্ট কিছু কথা বা শব্দ বলতে পারে।


১৩।বাজপাখি ২০০ মাইল বেগে ছোঁ মারতে পারে।

১৪।পৃথিবীর একমাত্র বিষাক্ত পাখি হচ্ছে পাপুয়া নিউ গিনির হুডেড পিটুহই। এদের পালক ও ত্বকে বিষ থাকে।

১৫। হামিংবার্ডের ডিমের আকার মটর দানার মত। সবচেয়ে বড় পাখি অস্ট্রিচের ডিম তরমুজের সমান।

১৬। পেঁচা তাদের মাথা ৩৬০ ডিগ্রী পর্যন্ত ঘুরাতে পারলেও চোখ ঘুরাতে পারেনা।


১৭। কিউই পাখি গন্ধ শুঁকে শিকার করে।

১৮। মুরগীর কিছু প্রজাতি রঙিন ডিম পাড়ে।



ছবি-গুগল
তথ্য-দৈনিক পূর্বকোণ (৩০/১০/১৭ইং তারিখের আফসানা সুমীর পাখিদের বিচিত্র তথ্য প্রতিবেদন থেকে সংগৃহীত)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্যের জন্য ও পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ কামনা জানবেন রাজীব ভাই।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

আবু তালেব শেখ বলেছেন: পোষ মানে শালিক, কথাও বলে। সেটাতো উল্লেখ করলেন না

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখার সময় ভুলে গেছি শালিকের কথা।

মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ শেখ সাহেব।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

কলাবাগান১ বলেছেন: মানুষের XX chromosomes হলে মেয়ে আর XY chromosomes হলে ছেলে হয়। কিন্তু পাখীতে উল্টা, XX chromosomes হল ছেলে আর XY chromosomes হল মেয়ে।

যদিও XX, XY chromosomes না বলে পাখীর chromosomes কে বলা হয় ZZ এবং ZW

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ নতুন তথ্য জানা হল।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পাখিগুলোর ছবির নিচে নাম দিলে ওগুলো কোন পাখী বুঝতে সুবিধা হতো।

অনেক অজানা তথ্য জানানোর জন্যে ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্যের জন্য আপনকেও ধন্যবাদ সত্যপথিক।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

মৌমুমু বলেছেন: সুন্দর পোষ্ট ভাইয়া। ফুল, পাখি আর প্রকৃতি এই ব্যাপারগুলো সত্যি অনেক ভালো লাগে।
আশা করি ভালো আছেন। শুভকামনা রইল।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাল আছি।

আপনি কেমন আছেন ?

অনেকদিন পর আপনার মন্তব্য ও ব্লগ উপস্থিতি ভাল লাগছে।

৭| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

পোষ্ট খুব সুন্দর হয়েছে কিন্তু ছবিগুলো ছোট হয়েছে। আরো ছবি দিতে পারতেন ।



শুভ কামনা রইল ভাই।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: উদ্দেশ্য পাখিদের তথ্য জানানো তাই ছবি বাড়িয়ে পোষ্ট ভারি করিনি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.