নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক প্রীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ?

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭



বর্তমান বিশ্বে ফেসবুক অন্যতম এক যোগাযোগ মাধ্যম। ইদানিং এর গুনগ্রাহীরা একে ভিভিন্ন নাম ও উপাধী দিতে বেশ পটু হয়ে উঠেছেন।
ফেসবুক-কে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেবু, মুখ বই, ফান বুক ইত্যাদি আরো কত নামে যে ডাকা হচ্ছে তার কোন শেষ নেই।

সবকিছুরই ভাল মন্দ দু'টো দিক থাকে। ফেসবুকের ভাল দিকগুলোকে পাশ কাটিয়ে খারাপ দিকগুলো দিনকে দিন প্রকট হয়ে উঠছে।

সেকারণে অনেকে এর ব্যবহার সীমিত বা ব্যবহার ছেড়ে দিচ্ছেন।

আজ সকালে অফিসে আসার পথে এক মার্কেটের নীচে জটলা দেখে উঁকি দিয়ে দেখলাম - ০৪টি পথ শিশুকে খামের সাথে মোটা রশি দিয়ে শক্ত করে বেধে রেখে মোবাইলে ছবি তোলা হচ্ছে।

দেখেই বোঝা যাচ্ছে শিশুগুলোকে সদ্য ঘুম থেকে জাগিয়ে তুলে বেধে ফেলা হয়েছে। তাদের অনাহারী ও মলিন মুখ ও চোখ সেই কথাই বলছে।

আমরা ক'জন জানতে চাইলাম কেন এদের এভাবে বাধা হলো?

তরুণ ০২ জন ছেলে উত্তরে বলল- তারা মার্কেটের সামনে অপো ক্যামেরা ফোনের বিশাল বিজ্ঞাপন টানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার আগেই এই শিশুগুলো কোথাও কোথাও তা নষ্ট করে ফেলেছে কোথাবা স্ত্রু, তার উঠিয়ে ফেলেছে।

তাই তাদের ছবি ফেসবুকে দিয়ে কর্তৃপক্ষকে জানাবে যে এরাই যত নষ্টের মূল।

আমাদের প্রতিবাদে প্রথমে শিশুগুলোকে বাধন থেকে মুক্ত করা হল। তারপর ফেসবুকে এধরণের ছবি না দেওয়ার জন্য প্রবল আপত্তি উঠাতে তারা বলল- ফেসবুকে ছবি দিবেনা।

শিশুগুলোকে না মারতে পেরে সেই তরুণদ্বয়ের হাত-পা নিষ পিষ করছিল। ইতিমধ্যে পুলিশ চলে আসাতে সবাই শিশুদের ছেড়ে দিয়ে কর্তৃপক্ষকে শুধু ছবিটা দেখাতে বলা হলে মামলা এখানেই ডিসমিস হয়।

এমন ঘটনাতো অহরহ ঘটে চলেছে- কুপিয়ে মানুষ মেরে ফেলছে কিন্তু সাহায্য না করে ভিডিও করে ফেকবুকে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে।

কোথাও গাড়ি দুর্ঘটনায পড়লে আগে ভিডিও ও ফেসবুকে তথ্য প্রদান তারপর উদ্ধার কাজ।


ফেসবুক কি আমাদের মূল্যবোধকে ধসিয়ে দিয়ে দিন দিন অসামাজিক করে তুলছে ?

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

নাহিদ০৯ বলেছেন: প্রায় আড়াই মাস হতে চললো ফেসবুক ব্যবহার করা বাদ দিয়েছি। প্রথম কয়েকমাস ফেসবুক এ্যাপ রিমোভ করে রাখতাম। খুব বেশি দরকার পড়লে মোবাইল ইউসি বা পিসি তে লগিন করে ব্যবহার করতাম। যতটা সমস্যা হওয়ার কথা ছিলো ততটা না হচ্ছে না দেখে আড়াই মাস আগে পুরোটাই ডিএ্যাকটিভ করে দিয়েছি।

প্রথম প্রথম মনে হতো হয়তো আনসোশ্যাল হয়ে পড়বো। হয়তো সময় কাটবে না খুব বেশি। হয়তো সবার থেকে ডিপসকানেক্টেড হয়ে যাবো। কিন্তু এসব হয়তো’র কিছুই হয়নি। শারীরিক কোন উন্নতি হয়েছে কি না জানিনা, তবে মানসিক স্বাস্থে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করেছি। বিশেষ করে আশে পাশের মানুষের সাথে সামাজিকতা রক্ষার ক্ষেত্র টা আরো বেশি বৃদ্ধি পেয়েছে।

আর ব্যস্ততা, আছি ব্লগ, উইকিপিডিয়া, ছবি তোলা এবং গুগল ম্যাপিং নিয়ে। খুব বেশি সময় পেলে কোরা, টুইটার কিংবা লিষ্টেড আরো কিছু সাইট এ সারাদিন ব্যস্ত থাকতে পারি। ধন্যবাদ বিষয় টা তুলে ধরার জন্য। আবেগপ্রবন হয়ে অনেকটাই লিখে ফেললাম মন্তব্যে।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথমেই ধন্যবা ভাইয়া আপনাকে।

সুন্দর করে নিজের কথাগুলো তুলে ধরেছেন।

আমিও ফেববুক আর ব্যবহার করিনা। কারণ সময় নষ্টের অন্যতম হাতিয়ার এই ফেসবুক।

যতটুকু সময় পাই ব্লগে বা সৃজনশীল কোন কাজে ব্যয় করার চেষ্টা করি।

শুভকামনা জানবেন।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ফেসবুকে মনে হয় কাজের থেকে অকাজই বেশি হয়।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্যবহারকারীর উপর নির্ভর করে ভাল কিংবা খারাপ।

ধন্যবাদ। শুভ সকাল।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

ধ্রুবক আলো বলেছেন: এই ফেসবুক প্রীতি আমাদের ডুবাইছে। আমাকেও। সারাদিন আমি বেশিরভাগ সময় ফেবুতেই থাকি।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সারাদিন ফেসবুকে থাকলে ব্লগে কখন থাকেন?

আমার মনে হয় ফেসবুক থেকে ব্লগ উত্তম।

ধন্যবাদ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

আমাদের জীবন চলিয়া গেল, ফেসবুক চালিয়া চালিয়া !! :) ফেসবুক এসে পোলাপান,আর খাতা-কলম নিয়ে কোন কবিতা গান লেখে না। বাজে সময় নষ্ট করা ছাড় আর কিছু না ।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেসবুকেও অনেক ভালকিছু আছে।

কিন্তু সময়ের আবর্তে আমরা খারাপ দিকটাকেই বেশি করে গ্রহণ করছি।

একালের ছেলে-মেয়ারা যে পরিমাণ সময় ফেসবুকে নষ্ট করে তা যদি অন্যকাজে ব্যয় করতো তার ফলাফল অবশ্যই চমৎকার হইত।

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেসবুক প্রীতি অনেকের কাছে মাদকাসক্তির মতো। বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে। সারাদিন মোবাইল ফোনের বোতাম টিপে টিপে এরা বাস্তবের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউটোপিয়ান লাভ, আবোল তাবোল চ্যাট, লাইক, শেয়ার ইত্যাদির মধ্যে কী আছে আমি বুঝি না। আর স্যান্ডেলের তলা পরিস্কার করা থেকে শুরু করে বাথরুমে গোসল করা পর্যন্ত হাজার রকমের ছবি পোস্ট দিয়ে এরা কী আনন্দ পায়, সেটাও বুঝি না। অহেতুক নিজের সহ পরিবারের সদস্যদের ছবি আপলোড করে কী হয়? ক'টা লোক দেখে এসব ছবি? এরা এসব করে, আর জাকারবার্গ মাল কামায়। মজা মারে ফজা ভাই, বেকুবদের ঘুম কামাই।

সকল ফেসবুকারের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না। নিশ্চয় কেউ কেউ ফেসবুককে গঠনমূলক কাজে লাগায়। তবে তাদের সংখ্যা নেহাতই কম।

ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথমেই স্বাগতম আমার ব্লগ বাড়িতে।

এরা এসব করে, আর জাকারবার্গ মাল কামায়। মজা মারে ফজা ভাই, বেকুবদের ঘুম কামাই- আপনার একথাগুলো খুবই বাস্তব সম্মত।

এত এত ছবি ফেসবুকে কেন আপলোড করে কে জানে ?

নিজের সৌন্দর্য দেখাতে গিয়ে গোপনীয়তাও রক্ষা করে না অনেকে। নগ্ন ছবি পর্যন্ত দিয়ে দেয়। এদরে এই কান্ড দেখে মনে হয় খোদ ফেসবুকই লজ্জা পায়।

ধন্যবাদ গুনীজন।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

নিয়াজ সুমন বলেছেন: আমরা –
যান্ত্রিকতায় যত ডুবছি
মানবিকতা তত হারাচ্ছি!!
সবার শুভ বুদ্ধির উদয় হোক। সুন্দর পোস্ট প্রিয়!!

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি বলেছেন।

আপনার মন্তব্যটিও সুন্দর।

ধন্যবাদ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি এখন আর মোবাইলে ডাটা কিনি না। ল্যাপটপ ওপেন করলে ফেবুতে ঢুকে বের হয়ে আসি।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন মানসিকতার উপর নির্ভর করবে আপনি কতটুকু সময় ফেসবুকে ব্যয় করবেন।

সবকিছুরই একটা সীমা থাকা উটিৎ।

যতন প্রযুক্তির কোনকিছু আসক্তির মত হয়ে যাবে তখন তা খারাপের দিকে নিয়ে যাবে।

ভাল থাকুন সবাইকে ভাল রাখুন।

ধন্যবাদ।

৮| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

নীহার দত্ত বলেছেন:


ফেসবুক হচ্ছে একটা চ্যাটের সাইট

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধুই কি চ্যাট আরো অনেককিছুই আছে নয়তো তরুণ প্রজন্ম হুমড়ি খেয়ে পড়ত ফেসবুকে।

ধন্যবাদ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

প্রথমকথা বলেছেন: নাহিন ০ নাইন এবং মোস্তফা সোহেল ভাইয়ের সাথে একমত হতে পারিনি বলে দুঃখিত, ভাইদ্বয় ক্ষমা করবেন। নাহিন ভাই ফেসবুকে বন্ধু নিতে বুঝে সুঝে নিতে হয়; তা হলে কোন সমস্যা হওয়ার সম্ভবনা নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা সব সময় শীর্ষে থাকবে। খারাপ দিক যে নেই তা আমি বলছিনা তবে এত খারাপ নয়।

"ফেসবুকে মনে হয় কাজের থেকে অকাজই বেশি হয়"। তা ঠিক নয়; কাজের কাজো হয়। তা ব্যবহার কারীর উপর নির্ভর।
ধন্যবাদ ভাল থাকবেন।






০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাল কিংবা খারাপ ব্যবহারকারীর উপর নির্ভর করে।

কিন্তু তারপরেও কথা থেকে যায়। একটা মেয়ের ছবি দেখলে সেখানে ভাল কমেন্টের সাথে অশ্লীল কমেন্টও থাকে যার কোন প্রয়োজনীয়তা নেই। মেয়েরা এখানেও অনিরাপদ।

আর কিছু কিছু মেয়ে/মহিলা আছে - আজ ৭/৮ আইটেম দিয়ে দুপুরের খাবার খেলাম সাথে রকমারি খাবারের ছবি। বিকালে এতগুলো আইটিম দিয়ে নাস্তা করলাম লিখে পোস্ট দেয়। এতে কার কি উপকার হয় আমি বুঝিনা।

বরং ক্ষুধার্ত অসহায় শিশুদের মুখে খাবার তুলে দিয়ে সেই ছবি পোষ্ট করলে দেখাদেখি অন্যরাও সাহায্যের হাত বাড়াবে।
ব্যক্তি ও সমাজ উভয়ে লাভবান হবে।

কিন্তু শুধু নিজেকে জাহির করতেই ফেসবুক যারা ব্যবহার করেন তাদের প্রতি আমার কোন সহমর্মিতা নেই।

১০| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

তারেক ফাহিম বলেছেন: আমিও ফেবু নামক সামাজিক ব্যাধিকে রীতিমত এড়িয়ে চলি।

সময় নিয়ে ঘুরে আসার অনুরোধ করছি।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম টাইম কিলার মাধ্যমকে এড়িয়ে চলাই ভাল।

মাঝে মাঝে ডু মারতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী।

মতামতের জন্য সাধুবাদ জানাচ্ছি।

১১| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

ওমেরা বলেছেন: সব কিছুরই ভাল মন্দ দুটো দিকই আছে, যে যেটা গ্রহন করে। ফেসবুকে অনেক ভাল কিছুও হচ্ছে তবে মানুষ খারাপ ও হচ্ছে।কারন মানুষ ভালর চেয়ে খারাপটা বেশী গ্রহন করে ।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন আপু

ধন্যবাদ আপনাকে।

ভাল থাকুন, পরিবার পরিজনকে ভাল রাখুন।

১২| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: এটাই ঠিক সব কিছু ই ভালোমন্দ দুইদিক আছে ;
ব্যাবহারের উপর ও অনেককিছু নির্ভর করে ।

আপনার লেখা ভালো হয়েছে ; যা বলতে চেয়েছেন লেখায় অবশ্যই ব্যাপারটা আলোচনার দাবী রাখে এবং এলারমিং ।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত।

প্রশংসার জন্য ধন্যবাদ আপু।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: কেউ আমাকে অপমান করলেই আমি পাহাড়ের কথা ভাবি । কেবলই মনে হয়- আমি একদিন সব ক্ষুদ্রতা ত্যাগ করে পাহাড়ে চলে যাবো । যখন যাবো তখন আর কোনো অপমানই আমার গায়ে লেগে থাকবে না ।

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আজকের মানবজমিনের-০৭ পৃঃ দেখুন-

"ফাঁশির সেলফি দিয়ে যুবকের আত্মহত্যা "

ফেসবুক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ?

১৪| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সংস্কৃতিতে ফেইসবুক মোটামুটি সমস্যার সৃস্টি করে চলেছে; যারা জানে না, কি প্রকাশ করা সম্ভব, কি প্রকাশ করা ঠিক নয়, ফেসবুক তাদের হাতেও চলে গেছে।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাংলাদেশের সংস্কৃতিতে ফেইসবুক মোটামুটি সমস্যার সৃস্টি করে চলেছে; যারা জানে না, কি প্রকাশ করা সম্ভব, কি প্রকাশ করা ঠিক নয়, ফেসবুক তাদের হাতেও চলে গেছে-

আর এখান থেকেই মোটামুটি সমস্যার শুরু যা দিন দিন ডাল পালা বিস্তার করেই চলছে।

ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মালয়েশিয়াতে বসে ফেসবুকে ফিরে পেয়েছি আমার কৈশোর আর তারুণ্য ভরা দিনগুলি, সাথে প্রিয় বাংলাদেশ!!সত্যি বলতে কি এই প্রবাস জীবনে ফেসবুক থেকে আমি অনেক কিছু পেয়েছি, আগে আমার প্রায়ই মন খারাপ হত, এখন তেমন হয়না, ফেসবুকে আসলেই মনে হয় আমি সবার কাছাকাছি আছি, এখানে আসলেই আমি আমার প্রিয় বাংলাদেশকে খুঁজে পাই। পাই বাংলাদেশের মাটির ঘ্রাণ।ফেসবুকে পুরনো বন্ধু ছাড়া ও আর ও নতুন অনেক বন্ধু পেয়েছি। যাদের অনেকেই ছোট , সমবয়সী, আবার কিছু আছে যারা বয়সে বড়। এদেরকে আমি কোনদিনই দেখিনি কিন্তু ফেসবুকের এই কাল অক্ষরে লেখা ওই নাম আর ছবিটাকেই মনে হয় যেন অনেক দিনের চেনা। বেশ কিছুদিন যদি কেঊ খবর না পায়, মেসেজ আসতে থাকে ভাই কি খবর?? খবর নেই কেন? ভাল আছেন তোঁ? বন্ধুদের এই যে ভালবাসা তা আমাকে অনেক সাহস আর শক্তি দেয়, মনে হয় আমি আর একা নেই, এই প্রবাসে থাকলে ও সবাই আমার সাথে আছে।এই ফেসবুকের মাধ্যমেই আমি খুঁজে পেয়েছি আমার অতি প্রিয় মুখগুলো যাদের সাথে আমি কাটিয়েছি আমার হাইস্কুল আর কলেজ জীবন।যাহউক , সারাদিন কর্ম ব্যস্ততার পর যখন ফেসবুকে বসি, বন্ধুদের খবর পায়, আমার প্রিয় দেশের খবর পায়, আমার প্রিয় মাতৃভূমি ছোট একটা শহর জয়পুরহাটের খবর পায়,তখন মনে হয় আমি যেন আমার প্রিয় সেই বাংলাদেশকেই খুজে পাই এই ফেসবুকে। আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে এই ফেসবুকই যেন এক টুকরা বাংলাদেশ

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন ভাই।

ফেস বুকের এরকম হাজারো ভাল দিক বা গুণ আছে।

কিন্তু খারাপ দিকও কম নয়। আমি শুধু ফেসবুকের আসক্তি নিয়ে একটা বাস্তব ঘটনার উদাহরন দিয়ছি। তাই বলে ফেসবুক যে খারাপ তা নয়।

আমাদের সবারই মনে রাখা উচিৎ প্রযু্ক্তির ভাল দিকগুলো গ্রহণ করা এবং মন্দ দিকগুলো বর্জন করা কর্তব্য।

প্রবাসে ভাল থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অকারণে ফেসবুক ব্যবহার করার বিপক্ষে আমি।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও শুধু শুধু সময় নষ্ট কারার বিপক্ষে।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: আরে ভাই কিছু দৃশ্য আপলোড করা হয় শুধু ফেবুর জন্যই :( অভিনেতা/অভিনেত্রীরা আগে থেকেই নির্দিষ্ট :-/

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি তাই। যেমন-কিছু মিথ্যা ঘটনা রটানো শুধু ফেবুর জন্যই।

ধন্যবাদ।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৩:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ফেসবুক ব্যবহার করি শুধু বন্ধুদের সাথে আপডেট থাকার জন্য। আর কিছু ভালো পেইজ আছে সেগুলো থেকে কিছু জানার চেষ্টা করা। নতুন প্রজন্মের মত ফেসবুকের ব্যবহার হয় না বললেই চলে...

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মত সবাই সচেতন থাকলে ফেসবুকের নাম ক্ষুন্ন হতনা।

ভাল থাকুন।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: এসময় ফেসবুকের পাগল ছিলাম প্রচুর।

মানুষে অাবেগ প্রকাশে মাধ্যম হয়ে দাড়িয়েছে। অাবার অনেকে ক্রাইম করছে। সচেতনতা দরকার।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অতিরিক্ত আবেগ প্রকাশই সর্বনাশের পথ দেখাচ্ছে।

অবশ্যই সচেতনা দরকার।

ধন্যবাদ।

২০| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আলোচনা করেছেন

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

আমানউল্লাহ রাইহান বলেছেন: এখন ফেসবুকে কিছু মানুষ ব্যক্তিচর্চা করে। এমন আরো অসামাজিক কারণে ফেসবুকের মান ক্ষুন্ন হচ্ছে

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ মতামত প্রকাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.