নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা সবাই ব্লগ ও লেখালেখি নিয়ে স্বপ্ন শেয়ার করি

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯



ব্লগার ভাই ও বোনেরা, আমরা একেকজন একেক উদ্দেশ্য নিয়ে বা স্বপ্ন নিয়ে ব্লগে এসেছি, ব্লগিং করছি, লেখালেখি করছি।

এই জগৎ-সংসার যেমন এমনি এমনি সৃষ্টি হয়নি তার পিছনে যেমন উদ্দেশ্য রয়েছে ঠিক তেমনি আমাদের ব্লগিং বা লেখালেখিরও কোন না কোন উদ্দেশ্য রয়েছে।

আপনি কেন লিখছেন ?

আপনি কেন ব্লগিং করছেন ?

আসুন আজ আমরা আমাদের স্বপ্নে কথা লেখক, পাঠক ও সহ-ব্লগারদের সাথে শেয়ার করি।


আমি স্বপ্ন দেখি একদিন আমার লেখা-পাঠ্য পুস্তকে স্থান পাবে।

আর ব্লগে সারা জীবন লেখার আশা রাখি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় মাইদুল ভাই, আশা করি ভাল আছেন?
আপনি কেন লিখছেন ? লিখতে ভাল লাগে তাই লিখি।তবে লেখালেখির ইচ্ছেটা অনেক আগে থেকেই মরে গেছে।
লেখালেখি নিয়ে আমার অনেক স্মৃতি তা বলতে গেলে অনেক সময় লাগবে তাই আর বলা হচ্ছে না।

আপনি কেন ব্লগিং করছেন ? পত্রিকায় লেখা-লেখির সূত্রেই ব্লগের মাধ্যমে পরিচয়।আট-নয় বছর সামুর সাথে পরিচিত।তাই সামুর প্রতি একটা আলাদা টান হয়ে গেছে।আর এই ব্লগে অনেক ভাল লেখক আছেন তাদের প্রতিও একটা টান অনুভব করি।এজন্যই এখন ব্লগে আসি।
লেখালেখি নিয়ে আমার তেমন কোন স্বপ্ন নেই।তবে যদি কোন দিন পারি নিজের দুটি বই প্রকাশ করব,একটি উপন্যাস আরেকটি কবিতার বই।
সামু যতদিন আছে সামুর সাথে আমৃত্যু থাকার ইচ্ছে আছে।
অনেক ভাল থাকুন।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মূল্যবান মতামত পেয়ে আনন্দিত হলাম।

লেখা-লেখির ইচ্ছে কেন মরে গেল ভাই ?

ইচ্ছেই যদি মরে যায় তবেতো আমরা আপনার কাছ থেকে ভাল লেখা পাবনা।

ধন্যবাদ ও শুভকামনা।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

ওমেরা বলেছেন: আল্লাহ আপনার স্বপ্ন পূরন করুন.

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিন।

কিন্তু আপু আপনার স্বপ্নের কথাতো বললেননা ?

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

ওমেরা বলেছেন: আমার লিখালিখি নিয়ে তেমন কোন স্বপ্ন নেই, ব্লগ আমার কাছে একটা মিনি বাংলাদেশ তাই এখানে আসি দেশ সম্পর্কে কিছু জানতে ।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর বলেছেন।

কিন্তু মনের কোনে অবচেতনে ঠিকই স্বপ্ন লুকিয়ে রয়েছে।

সুন্দর থাকুন।

ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর স্বপ্ন আশা জানিয়েছেন ভাই, আপনার স্বপ্ন সাধ পুরা হোক কামানা স্রষ্টায়।

আমার তেমন কোন স্বপ্ন নাই, তবে ব্লগে আপনাদের সাথে এভাবে যেন চলে যেতে পারি সে আশা রাখি।

আপনার পোষ্টে ভালো লাগা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যা হোক আপনার ব্লগ নিয়ে মনের কথা জানতে পেরে ভাললাগলো।

আশা করি ব্লগে এভাবেই সফলতার সাথে এগিয়ে যাবেন।

ধন্যবাদ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামু ব্লগ আমাকে পাব্লিশড লিখক বানিয়েছে, আগামীতে এ ধারা অব্যাহত রাখতে চাই।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এ ধারা অব্যাহত থাকুক এ কামনা করি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

মানিজার বলেছেন: ভাল কুশ্চেন, কিন্তু আমরা যারা লিখালিখি করি না, তাগর বেলায় কি হইব ।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: গাইতে গাইতে গায়েন আর লিখতে লিখতে লেখক।

আপনিও এভাবে একদিন লেখক হয়ে যাবেন।

ধন্যবাদ ও শুভকামনা।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


১৯৮০ সাল থেকে শুরু করে, গত ৩৭ বছরে বিশ্ব বদলে গেছে; সায়েন্স ও টেকনোলোজীর নতুন নতুন আবিস্কার, স্হিতিশীল অর্থনীতি, ইউরোপ ও আমেরিকার সহযোগীতা, বিশ্বে হিউমেন ইনডেক্সকে উপরে নিয়ে গেছে; ইউরোপ ও আমেরিকায় রাজনৈতিক পদক্ষেপগুলো মানুষের জীবনের মানকে উপরের দিকে নিয়ে গেছে।

আমি এগুলো নিয়ে আলোচনা করে, বাংগালীদের এসব বিষয়ে ধারণা দিতে চাচ্ছি

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা চাঁদগাজী ভাই আপনার প্রতিটা লেখায় বর্ণিত বিষয়গুলো ফুটে উঠছে।

আপনার লেখার মাধ্যমে মানুষ জানুক, বুঝুক, উপকৃত হোক এইতো চাই।

শুভকামনা জানবেন।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

তারেক ফাহিম বলেছেন: ব্লগে জানতে আসি,
ব্লগার ভালোবাসি।



০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখালেখি নিয়ে পরিকল্পনা তো জানালেন না।

সুন্দর মন্তব্য করেছেন।

ধন্যবাদ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

কাইয়ুম বাঙালি বলেছেন: আমি ব্লগে লিখিনা। তবে ব্লগের প্রত্যেকটা লেখা আমি পড়ি। আমি এমন কিছু বিষয় জানা যায় যা বই পুস্তক খোজেও পাওয়া কঠিন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত ব্লগে আসা। ব্লগ পড়ে মস্তিস্ক পরিষ্কার করা। বাংলাদেশের কোটি কোটি মানুষ ফেসবুকের মত বাজে যায়গায় অনেক সময় নষ্ট করে। তারা অপরিচ্ছন্ন মস্তিস্ক ও অপরিচ্ছন্ন চিন্তা ভাবনা নিয়ে জীবন যাপন করছে।
যেমন ধরুন রোহিঙ্গাদের কথাই বলি, কিছু দিন আগে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সমালোচনার শেষ ছিলোনা।

অনেকে ফেসবুকে রোহিঙ্গা নিয়ে এমন পোস্ট দিয়েছে,,,

আল্লাহ যেনো রোহিঙ্গা মুসলিমদের দুঃখ দূর করে দেন। সবাই কমেন্টে লিখুন আমিন।


বিভিন্ন অনলাইন নিউজ সাইট এরকম ভোঠ নিয়েছে,,,

রোহিঙ্গা নিয়ে অমুক নেতার বক্তব্য আপনি সমর্থন করেন কি?

কিন্তু এগুলো আসলে সমাধান নয়।
রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের কর্তব্য কি, বাংলাদেশের সরকারের কর্তব্য কি তা নিয়ে যুক্তিযুক্ত কথা বলেছে ব্লগ।
আমি ব্লগের মাধ্যমে বাংলাদেশকে চিনতে পারি।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি কথাই বলেছেন আপনি।

এমন কিছু বিষয় আ্ছে যা ব্লগ ছাড়া আর কোথাও পাওয়া যায়না।

ব্লগ নিয়ে আপনার চিন্তা-ভাবনাকে সম্মান জানাই।

ভাল থাকুন ।

ধন্যবাদ।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

গেম চেঞ্জার বলেছেন: ব্লগ নিয়ে এ ধরনের ভাবনায় সবার অংশগ্রহণ করা উচিত। এভোয়েড করা বাংগালিত্বে মিশে গেছে!!

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই যে অংশগ্রহণ করবেনা সে আর বলতে।

তবে সবার মতামত পেলে অনেক কিছু জানা ও বুঝা যেত।

মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

জাহিদ অনিক বলেছেন:


আমি স্বপ্ন দেখি একদিন আমার লেখা-পাঠ্য পুস্তকে স্থান পাবে।
বাহ ! সুদূর প্রসারী ভাবনা। সফল হোন।

আমার এত ইচ্ছে নেই, পাঠ্যপুস্তকে লেখা যেতে হলে মারাত্মক ভাল লিখতে হয়। আমি অত ভাল লেখক কবি হতে পারব না, সে মাই জেনে গেছি। আমি ব্লগে লিখি কারন লিখতে ভাল লাগে, সবার সাথে মতামত শেয়ার করতে ভাল লাগে। একাকীত্ব দূর হয়। প্রেরণা পাই। এই যা !

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বপ্ন দেখতে দোষ কি অনিক ভা্ই।

এমনও তো হতে পারে একদিন আপনার লেখা কোন গল্প বা কবিতা পাঠ্যপুস্তকে আমাদের ছেলে মেয়েরা পড়বে।

ভাগ্য আর চেষ্টা আমাদের অনেক দূরে নিয়ে যেতে পারে অত্যন্ত এটাতো আশা করতে পারি।

ব্লগ নিয়ে আপনার মতামত জানতে পেরে ভাল লাগলো।

ভাল থাকুন সবসময়।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: আমার কোন স্বপ্ন নেই ব্লগ নিয়ে।। আমি শুধুমাত্র আসি মনের খোরাকের জন্য।। ভাল লাগে মনের ভাবনাগুলি জাানতে এবং জানাতে।।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এভাবে যদি সবাই জানতে ও জানাতে ব্লগে আসে তবে আমাদের জানার পরিধি অনেক বেড়ে যাবে।

সুন্দর মন্তব্যের জন্য অবশ্যই ধন্যবাদ।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৮

উম্মে সায়মা বলেছেন: সবার স্বপ্নের কথা জানতে এলাম B-) আপনার স্বপ্নের কথা জেনে ভালো লাগল। স্বপ্ন পূরণ হোক এই কামনা রইল।
আমার লিখতে ভালো লাগে তাই লিখি। আর ব্লগিং করতেও ভালো লাগে তাই করি। সবার সাথে নিজের কিছু ভাবনা শেয়ার করা হয় আর অন্য অনেকেরটা জানা হয়। মোটকথা উপভোগ করি, কিছুটা সময় ভালো কাটে। এর বেশি কোন স্বপ্ন নেই!

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মুখে ফুল-চন্দন পড়ুক।

আপনার ব্লগ নিয়ে ভাবনা ভাল লাগলো।

ভাল থাকুন সায়মা আপু।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা সময় লেখক হওয়ার স্বপ্ন দেখতাম। লিখতামও অনেক কিশোর পত্রিকায়। একটা কিশোর ম্যাগাজিনও বের করেছিলাম। আমি ছোটদের পত্রিকা নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। তবে হঠাৎ বিদেশ যাত্রার কারণে সেই পত্রিকা বন্ধ ও লেখালেখিও বন্ধ হয়ে যায়। এখন লেখালেখির চেয়ে ব্লগিংটাই বেশী হয়...

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেশে আসলে আবার নতুন উদ্যমে শুরু করবেন।

লেখা-লেখি চালিয়ে যান।

ব্লগে আছেন বলেই তো আপনার লেখা পড়তে পারছি।

প্রবাসে ভাল থাকুন।

ধন্যবাদ।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার সাথে মনের কথা শেয়ার করতে ভাল লাগে । আর ছাইফাস লেখাগুলো কেবল নিজে ভাল থাকার জন্যই লেখা
ধন্যবাদ মাইদুল ভাইয়া ভাল থাকুন স্বপ্ন পূরণ হোক

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মুখে ফুল-চন্দন পড়ুক।

মনের কথা জানানোর জন্য ধন্যবাদ আপু।

চলুক ব্লগিং।

ভাল থাকুন সবসময়।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন স্বপ্ন নেই। এক ঘুমে রাত কাবার। =p~

টিভি দেখে সময় নষ্ট করার বিকল্প হিসেবে ব্লগে গুঁতোগুঁতি করি।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এভাবেই লিখতে লিখতে একদিন লেখক হবেন।

তখন নতুন নতুন স্বপ্ন গজাবে, ডাল-পালা মেলবে আর কত কি ..............................

ভাল থাকবেন।

ধন্যবাদ।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: ব্লগিং করতাম শখে। এখনও তাই করি মাঝেমাঝে।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: চলুক ব্লগিং।

বেশি বেশি লেখা-লেখি করুন।

ভাল থাকুন। ধন্যবাদ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি ব্লগ থেকে নানা বিষয় জানতে ও শিখতে আসি।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন।

ধন্যবাদ।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে অনেক বৈচিত্রময় মানুষ আর লেখা থাকে। অনেকের সাথে পরিচিত হওয়া যায়। লেখালেখি করার সুযোগ। মানুষের মতামত জানার সুযোগ ইত্যাদি ইত্যাদি। এজন্য ব্লগে আইডি খুলা।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে সঠিক বলেছেন।

ব্লগিং করতে করতে একদিন লেখকে পরিণত হবেন এই কামনা করি।

ধন্যবাদ।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার চোট্ট একটি স্বপ্ন, সামু পরিবারের সবার যেন ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার স্বপ্ন পূরণ হোক।

ভাল থাকেন, সুখে থাকেন।

ধন্যবাদ।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাঝে মাঝে ভয় হয় সামু না আবার বিলীন হয়ে যায়। :(

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভয় নেই। সহজে সামু বিলীন হবেন।

যতদিন সামু আছে, ততদিন আমরা আছি।

ধন্যবাদ।

২২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমি কেনো লিখছি জানিনা।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অদ্ভুত কথা।

আপনি না জানলে কে জানবে বলুন।

আপনার মন বা অবচেতন মন নিশ্চয় জানে কেন লিখছেন।

ধন্যবাদ।

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

পার্থ তালুকদার বলেছেন: লিখতে ভাল লাগে তাই লিখি।

এই ভাললাগা থেকে দুইটি বই পাবলিশ হয়েছে । আগামিতে আরো কাজ করার ইচ্ছা আছে।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: জেনে ভাল লাগলো তালুকদার সাহেব।

আপনার ইচ্ছে পূলন হোক।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.