নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

পথের সন্ধান

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪



এই সব অন্ধকার দিন-রাত্রির সাথে সন্ধি করি
যাত্রীরা দুর্যোগের কবলে ছুটছে কোন পথ ধরি
জানেনাকো পথহারা পথিকেরা পথের হদিছ
শোনেনি তারা কতদিন দোয়েলের শীষ।
দর্লভ সাগর-ঈগল বেলা শেষে নীড়ে ফিরে
আরোহীরা হতাশ তরী কেন ভিরেনা তীরে ?
কতদিন কেটে গেল নোনা জলে ভেসে
বিপদ নিয়েছে পিছু কি ভয়াল সর্বনেশে।
আঙিনার বেলিফুল কত ভোরে প্রহর গুনে
মোদের ভয় কাটেনাতো গেথে থাকে মনে
একি দুর্বার মরন এবার কি ভীষণ তরঙ্গ
অভিমানে কেঁদে মরে বার বার আশা ভঙ্গ।
কুয়াশার ভাজ কেটে কত দূর যেতে হবে
আমরা ক্লান্ত প্রাণ পথ কেন ফুরায়না তবে
কান্ডারী দয়া কর এবারের মত কর পাড়
আর ভুলে রবনা জেগেছি কেটে আঁধার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে!!!:)

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা মোটামুটি লাগল।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: Thanks.

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ্মন্দ নয়।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: Thanks for comment.

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি ভাবে ভালো লাগলো।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মতামত জানলুম।

ভাল লাগলো।

ধন্যবাদ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রশংসার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.