নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
যে কোন দেশ ও জাতির জন্য রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়। একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ কতটুকু ভাল হবে ও কতটুকু খারাপ হবে তা রাজনীতির উপরই অনেকাংশে নির্ভরশীল।
রাজনীতির প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে দেশ ও জাতির টিকে থাকা না থাকার প্রশ্নও চলে আসে একে ভিত্তি করে। সময়ের সাথে সাথে রাজনীতির ধারা, উপ-ধারা বদলে যায়, যাচ্ছে এবং যাবে এটাই স্বাভাবিক।
কিন্তু বর্তমানে আদের দেশে শুধু আমাদের দেশই কেন সারা পৃথিবীতে রাজনীতির নামে পেটনীতি ও টাকানীতির রমরমা ব্যবসা চলছে।
ক্ষমতায় এলে আমরা ভুলে যাই অতীত। ভুলে যাই আমারাও একদিন বিরোধী দল ছিলাম। বিরোধী দলের উপর দমন-নিপীড়ন চালানো এই ভুলে থাকাটাই একটা অস্ত্র।
তানা হলে এদেশে ক্ষমতার পালা বদল হলেই খুন, ধর্ষণ, রাহাজানী, গুম, লুটতরাজ, হত্যা, সংখ্যালঘুদের উপর অত্যাচার রাতারাতি আকাশছোঁয়া হয়ে যেতনা।
ভোটের ফলাফল যাই হোকনা কেন একদল অপর দলের উপর দোষ চাপানো সংস্কৃতিতে পরিণত হয়েছে।
মেঘা প্রকল্পগুো যাতে আলোর মুখ না দেখে যে বা যারাই বিরোধী দল থাকুক তারা সর্বাত্মক চেষ্টা করে। সরকারের কোন ভাল কাজই তখন তাদের চোখে ভাল লাগেনা।
বিরোধী দলকে শেষ করে দেওয়া বা তাদের মেরুদন্ড ভেঙ্গে দেওয়া নতুন এক ট্রান্ড।
জনগণকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে নেতা সেজে রাজনীতি করা ফ্যাসনে পরিনত হয়েছে।
দিন দিন নানাভাবে, নানা কারণে রাজনীতিকে আমরা হাস্যকর খেলায় পরিণত করছি।
দেশে এমন এক ৩য় শক্তি/দলের উত্থান প্রয়োজন যারা জনগণের মন জয় করে, ভোটের রাজনীতিতে জয়ী হয়ে ক্ষমতায় আসবে এবং প্রচলিত দলগুলোর ভুল-ভ্রান্তি দূর করে দেশকে সব দিক দিয়ে অনণ্য পর্যায়ে নিয়ে যাবে। সে দলের নেতা-কর্মীরা হবে সৎ, উদার, সাহসী, উদ্যমী, পরিশ্রমী ও জনগণের প্রকৃত সেবক।
হয়তো বাংলার মানুষ এমন সুন্দর দেশ ও রাজনৈতিক পরিবেশের আশা নিয়ে প্রতি রাতে ঘুমাতে যান এবং স্বপ্ন দেখেন- সোনার বাংলার।
ছবি-নেট থেকে নেওয়া।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুন্দর মতামত পেলাম।
ধন্যবাদ ও শুভকামনা।
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
ময়না বঙ্গাল বলেছেন: দেশে এমন এক ৩য় শক্তি/দলের উত্থান প্রয়োজন যারা জনগণের মন জয় করে, ভোটের রাজনীতিতে জয়ী হয়ে ক্ষমতায় আসবে এবং প্রচলিত দলগুলোর ভুল-ভ্রান্তি দূর করে দেশকে সব দিক দিয়ে অনণ্য পর্যায়ে নিয়ে যাবে। সে দলের নেতা-কর্মীরা হবে সৎ, উদার, সাহসী, উদ্যমী, পরিশ্রমী ও জনগণের প্রকৃত সেবক । আসুন আমরাই প্রথম এধরণের প্রচেষ্টার ফিকির করি । সামনে মত চিন্তা বিনিময়ে টাইম চাই ।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফিকির করা যেতে পারে।
মানুষের স্বপ্নই একসময় সত্যি হয়।
মূল্যবান মন্তব্যের জন্য শুভ কামনা জানবেন।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি একটি কঠিন সায়েন্স; সায়েন্স না জেনে সায়েন্টিফিক কিছু করা যায় না; আমরা মেকানিক্যাল সায়েন্সে দুর্বল হওয়াতে নিজেরা একটা সিএনজিও বানাতে পারিনি; আমরা সিভিল ইন্জিনিয়ারিং এ ভালো না হওয়াতে চীনারা পদ্মাসেতু বানাচ্ছে; আমরা রাজনীতি ভালো না হওয়ায়, এরশাদ এত বছর বাংলাদেশ পরিচালনায় অংশ নিচ্ছে, আমাদের মানুষ আরবে দাসত্ব করছে।
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামত ও পরামর্শ অবশ্যই প্রসংশনীয়।
আমাদের সকলের উচিৎ রাজনৈতিকভাবে সচেতন হওয়া।
ভালকে ভাল ও মন্দকে মন্দ বলে অবহিত করা।
ধন্যবাদ গুনীজন।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: দৃষ্টি আকর্ষণ করে খুবিই ভাল করেছেন জানা আপুকে আজকেই ই-মেইল পাঠিয়ে দেব।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এসব লেখার জন্য গুম হয়ে যাবেন না তো আবার!
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: রাজনীতি নিয়ে আমার সুন্দর মতামত ব্যক্ত করেছি, এর জন্য যদি গুম হয়ে যাই তবে কিছু বলার নেই, ফিরে এসে বলতে হবে কি হয়েছে, কেন হয়েছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: সত্য কথাই বলেছেন।