নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রাস্তার মানুষের কথা (হালায় বেশি কথা কয়)

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭


হালায় বেশি কথা কয়:

১।
রাস্তা-ঘাট দিয়ে মানুষ জণ হেটে, রিক্সায়, সাইকেলে, অটোতে, ভ্যানে, গাড়িতে করে যার যার গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু এ রাস্তায়ই সে যে কত কথা বলে, কত ভঙ্গি করে তা সে নিজেও জানেনা। জানলে অবাক হয়ে যেত।

বাসার সামনে রাস্তার পাশে ৫/৬ জন তরুণ গল্প-গুজব করছে। তাদের অদূর দাড়িয়ে এক যুবক ফোনে কথা বলছে-

বাসা ভাড়া বাড়াইছে। হেয় কইল, আর আমি দিয়া দিলাম। দেশটা মগের মুল্লুক অইয়া গেছে গা। বাড়ি ওয়ালার পাছাদা ভইরা দেমু টেহা।

আমারে চিনেনা। হালায় মাল খায় আর মাগী লইয়া ঘুইড়া বেড়ায় আর বছর না যাইতেই বাড়ি ভাড়া বাড়ায়া দেয়। এই বার ক্যাচাল করলে ওর

একদিন কি আমার একদিন। ফাও খাইয়া জিহ্বা সোয়া-হাত বড় অইয়া গেছেগা। টেকা কামাইতে বহুত কষ্ট। টেকা মাগনা গাঙ্গেদা ভাইয়া

আইয়েনা। এইবার ওর কথা হুইনা যদি মাথায় রক্ত উঠে তয়, হের নামে মামলা কইরা জেলের ভাত না খাওয়াইলে আমার নাম আক্কাস না।

কামের অভাব নাই। রাহি এইবার।

যুবক ফোন কেটে দিয়ে হন হন করে হেটে চলে সামনের দিকে। আর তরুণের দল বলে উঠে- হালায় পাগল একটা, হালায় বেশি কথা কয়।


২।
শেষ বিকালে বসে আছি বারান্দায়। সন্ধ্যার কাছা কাছি সময়ে একটা কৌশর পেরুনো ছেলে প্রায়ই মোবাইলে তার বন্ধুদের সাথে কথা বলে ।

তার ভাব ভঙ্গি, কথা বলার ধরণ দেখে হেসে কুটি কুটি হই।

একদিন সে বলছে- দোস্ত আমি হইলাম গিয়া একটা পাগল। নাইলে তুই এত অপমান করার পরেও আমি তোরে ফোন দেই।

এই দুনিয়াত আর কেউ এমন করব।

হালা তুই বেঈমান। আমারে তর বন্ধু ভাবসনা। আমারে তুই পাত্তা দেসনা। সবই বুঝি। বুঝলি তারপরও মনেরে মানাইতে পারিনা। তোগ

লগে কথা না কইালে পেটের ভাত হজম হয়না।

তুই বলে প্রেম করস। কই কোন দিন আমারেতো তোর প্রেমিকার নামটাও বলস নাই। আমি মগা। হেরলাইগাইতো আমার সব গোপন কথা

গড় গড় কইরা তোর লগে কইয়া দেই। প্রত্যেকদিন কথা কইতে কইতে মোবাইলের টেকা শেষ হয় তারপরও তুই ভুলেও একবার ফোন

দেসনা। আসলে আমার কপালই ভালা না। কেউ আমারে দেখতারেনা।

কথা শেষ করে সেই ছেলে আবার আরেক জনকে ফোন দেয়। হেসে কুটি কুটি হয়। লোকজন পাশ ফিরে তাকায় আর কটাক্ষ করে আস্তে আস্তে

বলে- কোথা থেকে যে এসব পাগল আসে শহরে, কিসব বলে মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আহলাদ দেখলে মরে যাই!


৩।

তিন বান্ধবি রাস্তা দিয়ে যাচ্ছে। ফিস ফিস করে একজন বলছে ঐ ফার্মেসীর নতুন পোলাতে দেখতে দারুন সুন্দর।

২য় জন- প্রেম করবি নাকি ? ওর সোন্দর দিয়া তোর কাম কি ?

৩য় জন- আমারতো মাঝে মাঝে মনে হয় ধইরা আইনা ইয়ে......................................

১ম জন- যা তুই একটা খারাপ। এসব কথা মেয়েরা আবর বলে নাকি ?

৩য় জন- এ্যা, ন্যাকা। কিছ্ছু বোঝেনা। খালি ছেলেরাই এসব কথা বলবে আর আমরা আঙ্গুল চুষবো। না।

২য় জন- কত জণকেই তো ঘুরালি, কয় জনরে কিস্ করছস ক-দেহি হাছা কইরা।

৩য় জন- ঘুরানো সহজ, কিস এত সহজ না। কিস করতে আইলে আন্ডা ছেঁইচা দিমু। চিনেনা আমারে ?

১ম জন- জানিস ফার্মেসীর নতুন পোলাটাও আমাগো দিকে চোরা চোখে চায়।

৩য় জন- নতুন মাল, সরাসরি চাইতে একটু সময় লাগবো। এখন চোরা চোখে চাইয়া আশ মিটায়। আর বাথরুমে যাইয়া ইচ্ছেমত................

২য় জন- ইস্ আস্তে লোকে শুনলে খারাপ মাইয়া কইবো।

১ম জন- ছেলে হইলেই ভাল যা মন চায় কওন যায়, যেখানে মন চায় যাওন যায়। আমর আমগো শুধু সব কিছু চুপে চুপে করণ লাগে।

তাদের কথা শুনে আমিও মনে মনে বললাম মেয়েগুলো বেশি কথা বলে।






ছবিঃ ইন্টারনেট থেকে প্রাপ্ত।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এগুলো সত্য কাহিনী? :-&

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম টা আংশিক সত্য, ২য় টা পুরাই সত্য, ৩য় টা (সত্য ও কল্পনার মিশেল)।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আফনেও মেয়াবাই বেশি কথা কন!!:)

সম্ভবত বাংলালিংক সিম চালান নাকি???;)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: না ভাইজান মোবাইলে বেশি কথা বলা আমার অভ্যাস না, ভালও লাগেনা।

হ্যা ঠিকই ধরেছেন আমার সিম বাংলালিংকের।

মন্তব্য পাঠে মজা পাইলাম।

ধন্যবাদ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৩য় টা পুরাই আজগুবি লাগছে। কাল্পনিক মনে হচ্ছে। অবশ্য মেয়েদের ব্যাপারে আমি কিছু জানি না।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আজগুবি মনে হলেও সত্য যে, কিছু ছেলে যেমন যৌনতা নিয়ে কথা ছাড়া অন্য বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় তেমনি কিছু মেয়ে একান্তে মেয়েদের সাথে যেসব রসালো আলাপ করে তা শুনলে আপনে আকাশ থেকে পড়বেন।

ভাল থাকুন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

মো: নিজাম গাজী বলেছেন: হালায় বেশি কথা কয়:

এতো এক্কালে বরিশাইল্লা ভাষা। দারুন লেহা। শুভকাৃনা লেখক।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি মনে এখন সুস্থ্য আছেন।

ভাল থাকুন সবসময় এটাই কামনা।

প্রসংশার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.