নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সেই পূর্ণিমা রাতের পর
তুমি চলে গেছ চিরতরে প্রেমাষ্পদ আমায় ছেড়ে
সেই পূর্ণিমা রাতের পর
বন্ধন শেষে থেমে আসে প্রাণের স্পন্ধন
সেই পূর্ণিমা রাতের পর
পৃথিবীতে প্রতিটা ভোর ঘোরলাগা অদ্ভুত
সেই পূর্ণিমা রাতের পর
ঘুমহীন চোখে খোলা আকাশ নীল শীতল যন্ত্রনা
সেই পূর্ণিমা রাতের পর
দুশমন দুনিয়ায় ভালোবাসা আর ভালোবাসা নেই
সেই পূর্ণিমা রাতের পর
শুয়পোকা থেকে প্রজাপতি অত:পর মৃত্যু
সেই পূর্ণিমা রাতের পর
চেনা পথ ধরে অচেনা আঁধারে ছেয়ে গেছে চরাচর
সেই পূর্ণিমা রাতের পর
স্বার্থের ছড়ানো ফাঁদ মরেছে বেঁচে থাকার সাধ
সেই পূর্ণিমা রাতের পর
আর কোন স্বপ্ন সত্যি হয়নি কখনো
সেই পূর্ণিমা রাতের পর
প্রণয়ী প্রাণে ধ্বংসের জলোচ্ছ্বাস মূহু: মূহু: ঝড়
সেই পূর্ণিমা রাতের পর
হৃদয় ছেড়ে জোসনা, জোনাকী, পূর্ণিমার নির্বাসন।
ছবিঃ ইন্টারনেট জগৎ থেকে সংগৃহীত।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: লাইক ও কমেন্টের জন্য শীতের সকালের শিশির ভেজা নীল পদ্মের শুভেচ্ছা।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
প্রামানিক বলেছেন: পূর্ণিমা রাতের চমৎকার কবিতা। ধন্যবাদ
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা আপনার ভাল লেগেছে জেনে খুশি লাগছে।
আপনাকেও ধন্যবাদ প্রামানিকদা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
নিয়াজ সুমন বলেছেন:
কবিতা সুন্দর তবে পূর্ণিমা রাত লাইনটা একধিকবার হওয়াতে একটু বেমানান মনে হচ্ছে প্রিয়…
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাই একটা স্টাল কবিতার।
নিশ্চয় বুঝতে পেরেছেন প্রিয় সহব্লগার।
আসন্ন শীতের ওম জড়ানো উস্নতার পরশ রইল।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: পূর্ণিমা রাতগুলো একটু বেশি রোমান্টিক হয়
কবিতা ভালো হয়েছে+++
শুভ কামনা।।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: পূর্ণিমা রাতগুলো আপনার বেশি বেশি রোমান্টিকতায় কাটুক।
ধন্যবাদ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন একটি কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ আপনার মন্তব্য।
ভাল থাকুন।
ধন্যবাদ।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্যারা,দাড়ী, কমা দিলে আরো সুখ পাঠ্য হত।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু আমি কবিতাটাকে এভাবেই রাখতে চেয়েছি তাই প্রকাশটাও এরকমই হল-প্যারা, দাড়ী, কমা ছাড়া।
ধন্যবাদ যুক্তিযুক্ত মতামতের জন্য।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২০
নাগরিক কবি বলেছেন: সেই পূর্ণিমা রাতের পর আর কি জোছনা বিলাস হয়েছিলো কবি?
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়েছিল বৈকি। নাগরিক জীবনে জোছনা খুঁজেই পাওয়া যায়না। সোডিয়াম বাতির আলোয় জোছনা বুঝা যায়না।
তাই গ্রামে গেলে উপভোগ করি।
কখনো কখনো গ্রামে গভীর রাতে একাকী উঠানে বসে জোছনার অপার্থিব মায়াময় আলো দেছি।
ঠিক তখন বুকের ভিতর কি যে হয় তা বলে বুঝানো মুশকিল।
ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা,
অন্ধকার ভেদ করে জেগে উঠুক ঝলমলে আলোময় সূর্য