নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আহারে! জীবন

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮



মানুষের জীবন একটাই। জন্মও একবারই। একবার জন্ম নেওয়া মানুষটি মরে গেলে পৃথিবীতে সে আর কোনদিন ফিরে আসেনা। তার সাথে

পৃথিবীর সব বন্ধন শেষ হয়ে যায়। অন্য এক জগতে সে তখন অনন্তকালের বাসিন্দা হয়ে যায়। বেঁচে থাকার এক জীবনে মানুষ কত স্বপ্ন দেখে।

কত কিছু ভাবে। কত কিছুইনা হতে চায়। জীবনের চাওয়া-পাওয়া নিয়ে কত হিসাব করে। না পাওয়ার বেদনায় হা হা কার করে উঠে বুক।

জীবনকে যে মানুষ কত ভালবাসে তা মৃত্যু সামনে এলে বুঝা যায়। জীবন বাঁচানোর জন্য মানুষ কি না করে। গতকাল যখন মানব জমিনে-

রোহিঙ্গা বালক নবী হোসেনের কাহিনি পড়ছিলাম বুকের ভিতর তোলপাড় চলছিল। আহারে! জীবন আহারে!

জীবনের বাস্তবতায় যখন সেই কিশোর দেখল- মৃত্যু ও মানুষ রূপী দানব কত ভংঙ্কর, কত নির্মম। কত দ্রুত আর সহজেই জীবন শেষ হয়ে

যায়, লাশ হয়ে পড়ে থাকে এখানে ওখানে। তখন বাঁচার জন্য নবী হোসেনর পরিবার পালিয়ে সীমান্তে আসে শত বাঁধা পেড়িয়ে কিন্তু মৃত্যু তাদের

তাড়া করে ফেরে প্রতিনিয়ত। সীমান্তে এসে যখন এপাড়ে আসার কোন নৌকা পায়না, ৩/৪ দিন ধরে খোলা আকাশের নীচে অনাহারে/অর্ধাহারে

থাকার পর একটা হলুদ গ্যালনে করে সমুদ্রে ভেসে পরিবার থেকে বিদায় নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় কিশোর নবী হোসেন।

পিছনে পরিবার পরিজন, প্রিয়মুখ, জন্মভূমি আর সামনে সমুদ্রের ঢেউ মৃত্যুর আতংঙ্ক।

শেষ মষে জীবন নিয়ে ১৩ বছরের নবী হোসেন ৪০,০০০ হাজার পবিরারহীন রোহিঙ্গা শিশুদের সাথে যোগ দিয়ে বেঁচে থাকার নতুন স্বপ্ন

দেখে। দেশ ত্যাগের সময় তার দেশ তাকে একটা হলুদ গ্যালন ছাড়া আর কিছুই দিতে পারিনি যা এই আধুনিক সভ্যতার যুগে লজ্জা ও
কলঙ্কের।

তাইতো ভাবতে হয়-আহারে জীবন! আহারে!

ছবি : নেট দুনিয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: প্রতিটি রোহিঙ্গাদের জীবনেই একেকটি করুন গল্প আছে বর্তমানে।
তাদের জীবনে সুদিন কবে আসবে তা উপরওয়ালাই বলতে পারবেন।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই। আল্লাহ্ ছাড়া তাদের আর কোন ভরশা নেই। তাদের এই দু:খ গাঁথা শেষ হোক এখন এটাই চাওয়া।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:


উৎসাহিত করার জন্য শীতের সকালে ফুটে থাকা নীল গোলাপ শুভেচ্ছ জানবেন।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

নীলপরি বলেছেন: সাতসকালে গোলাপ পেয়ে খুব ভালো লাগলো ।ধন্যবাদ ও আপনাকেও শুভেচ্ছা ।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ কামনা রইল।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই।
নবী হোসেনের জন্য শুভকামনা

রোহিঙ্গাদের কপাল ভালো বাংলাদেশ কাছাকাছি থাকায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভ সকাল

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

নীল পদ্মের শুভেচ্ছা রইল।

সুন্দর বলেছেন।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

লেখাগুলো কেন যেন লাইন ভেঙ্গে ভেঙ্গে অন্যরকম হয়ে গেছে মনে হয়। সম্ভব হলে এডিট করে দিলে ভাল হত।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

শিশির ভেজা শিউলী ফুলের সুভাস নিন।

সুন্দর বলেছেন কবি। দু'বার এডিট করলাম কিন্তু ঠিক হচ্ছেনা তাই বাদ দিলাম যা আছে তাই থাক।

ধন্যবাদ।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

ভুয়া মফিজ বলেছেন: আপনার জীবন-ভাবনা ভালো লাগলো, সেই সাথে মনটাও খারাপ হয়ে গেল। সাধারন মানুষের জীবনের মুল্য আসলে খুবই যৎসামান্য, রোহিংগাদের তো তাও নাই! মহান আল্লাহ ওদের হেফাজত করুন!!

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবচেয়ে সুন্দর মতামত প্রদানের জন্য ফুলেল শুভেচ্ছা।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রেরণা হয়ে থাকবেন জনাব।

ভালোবাসায় ভরে থাকুক জীবনের দিনগুলো।


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.