নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭




বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট।


বাংলাদেশ যে ডিজিটাল যুগে প্রবেশ করেছে এবং সবকিছুতে ডিজিটালাইজড ব্যবস্থার প্রচলন শুরু করে দিয়েছে তার প্রমান হচ্ছে দেশে চালু হওয়া একমাত্র ও প্রথম রোবট রেস্টুরেন্টটি।

রাজধানীর আসাদগেটের “ ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার” নামক রেস্টুরেন্ট-এ খাবারের অর্ডার ও ক্রেতাদের খাবার সরবরাহ করবে একটি রোবট। এ তথ্য পত্রিকার মাধ্যমে হয়তো অনেকেই জেনেছেন। যারা জানেননি তারা এখন ব্লগ বা ফেসবুক বা নেট দুনিয়ার কল্যানে জেনে যাবেন।

ভাবতে ভালই লাগে যে, মানুষের পরিবর্তে রোবট খাবারের অর্ডার নিয়ে খাবার দিচ্ছে। অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ।
যারা ঢাকা আছেন তারা হয়তো কৌতুহল মিটাতে একবার ঢু মারতে পারবেন আসাদগেট গিয়ে। কিন্তু আমরা যারা দূরে আছি তাদের সহজে মিটবে না এই অদ্ভুত ও আশ্চার্যের খেলা দেখার।

ঢাকা গেলে সময় করে দেখে আসতে ভুলবনা রোবটের পরিবেশনা। আহা! রোবট দিন দিন মানুষের জায়গা দখল করে নিচ্ছে।

অদূর ভবিষ্যতে রোবটই হবে মানুষের আসল প্রতিদ্বন্দী।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

আখেনাটেন বলেছেন: এই রোবটের কারণে প্রচুর মানুষ কর্মসংস্থান হারাবে অদূর ভবিষ্যতে।

ফলে একশ্রেণির মানুষ এদের উৎপাদনে কাজে লাগিয়ে প্রচুর অর্থবিত্তের মালিক হবে, পক্ষান্তরে আরেক দল নিজেদের টিকে থাকা নিয়ে সংগ্রাম করে যাবে।

অসাম্যের এই ধাক্কা কীভাবে মোকাবেলা করবে সরকারেরা তা গবেষণার বিষয়? ইতোমধ্যে ১% মানুষের হাতে ৫০% সম্পদ কুক্ষিগত হয়েছে। এটা বাড়তেই থাকবে। আর এই রোবট শ্রেণি এটাতে গতি সঞ্চার করবে।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ও যুক্তিযুক্ত মতামতের জন্য ধন্যবাদ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

রায়হান চৌঃ বলেছেন: জ্বী ভাই.....
বেকার না বাড়ানো হলে, ইয়াবা / ফ্যন্সিডিল কাদের কাছে বেচবো ? দলের খরচা তো আর কম না.... তাই না ?

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: হা.হা.হা...................ভাল লাগলো মন্তব্য।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

যে রোবটের ছবি দিয়েছেন, সে রকম মনে হয় না। প্যাপারে অন্য রকম দেখলাম!

তবে এটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদিও, এটি ট্রেন্ড হিসেবে চলে আসলে, অনেকে চাকরী হারাবে। খাবারের দামও বৃদ্ধি পাবে তুলনামূলক ভাবে। কারণ, রোবটের পিছনে যে বিরাট খরচ, তা তুলে নিয়ে আসতে চাইবে রেস্টুরেন্টগুলো। ফলে, খাবারের দামও বৃদ্ধি পাবে ঐসব জায়গায়।

মানুষ হয়তো আগের চেয়ে বেশি খরচ করবে বাইরের খাবারের পিছনে। তাতে কি হবে? পুরোনো রেস্টুরেন্টগুলো অনেক কাস্টমার হারাবে। মাঝারীগুলো হুমকির সম্মুখীন হবে।

লং রানে, দুই শ্রেণীর খাবারের দোকান থাকবে বেশি- বড় এবং ছোট।

এতে সুবিধা হচ্ছে, ঘরে খাওয়া মানুষের সংখ্যা বাড়বে। ছোট ছোট বিক্রেতারা লাভবান হবে। কারণ, ঘরে খাওয়া মানুষগুলোই তাঁদের মূল ক্রেতা।

আর, অসুবিধা হচ্ছে, মাঝারী মানের রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে ওখানে চাকরিজীবী মানুষদের আয় কমে যাবে।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: রোবট বুঝানোর জন্যই একটি রোবটের ছবি দিয়েছি।

আপনার যুক্তিগুলো খারাপ নয়।

একটা সময় অফিসে, হোটেলে রোবট পরিচালনাই হবে মানুষের পেশা।

অতএব চাকরি হারেনো নিয়ে আপাতত ভয় না পেলেও চলবে।

ধন্যবাদ সত্যপথিক।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

নিশাত১২৩ বলেছেন: ডিজিটাল বাংলাদেশ

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরোপুরি ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

ধন্যবাদ ও শুভকামনা।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

মানিজার বলেছেন: ভাবতে ভালই লাগে যে, মানুষের পরিবর্তে রোবট খাবারের অর্ডার নিয়ে খাবার দিচ্ছে। অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ।

ামার ভাবতে তু ডর লাগে । এইটা একটা বড় সংঘাতের বীজ বপনা করল ।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাবতে ভালই লাগে কিন্তু সংকাও থাকবে।

মানুষের প্রতিদ্বন্দি যে ভবিষ্যতে রোবটই হবে তাতে ভুল নেই।

অবশ্য রোবট পরিচালনাও তখন পেশা হিসাবে অন্যতম একটি পেশা হবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.