নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আমরা গান গাইছিলাম-
পুরনো গোলাপের ঘ্রাণের মত স্মৃতিরা জেগে উঠছিল
কুয়াশা ঊর্ণজালে জড়িয়ে যাচ্ছিল
দিনমনির আলো নিভে আসছিল।
আমরা গান গাইছিলাম-
সন্ধ্যার আঁধারের আগে বিহঙ্গরা নীড়ে ফিরছিল
নদীর জল ঝিলমিল করছিল
ভাললাগার অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল।
আমরা গান গাইছিলাম-
এক প্রেমিক তাঁর প্রিয়াকে বকুলতলে প্রেম নিবেদন করছিল
আমাদের হৃদয়ে প্রেম ঘটিত পুরনো ব্যাথা জাগছিল
হাজার বছরের পুরনো রাত নামছিল।
আমরা গান গাইছিলাম-
প্রিয় কোন লেখকের মৃত্যুর কথা মনে আসছিল
একটা জনসভা ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছিল
নতুন দিনের ভোর এগিয়ে আসছিল।
ইংরেজী ভার্সন
Music and Memory Bridge Ties
We were singing-
Smells like old rose scent were waking up
The fog was rolling in the throats
Daylight light was coming out.
We were singing-
Before the dawn of the night the birds were returning to the nest
River water was fluttering
The feeling of feeling touched.
We were singing-
A boyfriend was giving love to his beloved under the Bakul tree
The old pain caused by love in our hearts was awakening
Thousands of years old were in the night.
We were singing-
remember the death of a beloved writer
A public meeting was slowly breaking down
The dawn of new day was coming forward.
ছবি-গুগল অনুসন্ধান।
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুকরিয়া।
ভাল আছি। আপনি ভাল তো ?
অনুবাদসহ ভাললাগার জন্য ধন্যবাদ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
জাহিদ অনিক বলেছেন:
তা গেয়ে শুনাবেন না !
আমি তো বাংলা ইংরেজী একটারও সুর জানি না ! সুর জানলে, দুই একবার আগে শোনা থাকলে না হয় মনে মনে গেয়ে নিতে পারতাম !
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজের মত করে গেয়ে নিন কিংবা আবৃত্তি করুন যত খুশি ততবার করুন।
ধন্যবাদ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো দুটোই।
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: মন খুলে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
এইতো চলছে ভাই, আমি ভাল আছি !!!
২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল থাকুন । প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।
৫| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কবিতা দিয়েছেন ভাই, ভালো লাগলো।
গানটি কি ছিল জানতে মন চাইছে
২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে গান গাইতে গাইতে মানুষের মনে ও চোখে বিভিন্ন কিছু ভেসে উঠে কবিতায় সেটাই প্রকাশ করতে চেয়েছি।
মতামতের জন্য ধন্যবাদ।
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বেস অনন্দ পেলাম পড়ে। খুব ভালো।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: মন খুলে প্রশংসা করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।
৭| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব সুন্দর!
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
আপনিও সুন্দর এবং ভাল থাকবেন।
৮| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
মনিরা সুলতানা বলেছেন: বেশ আবহমান কাল ধরে চলে আসা গল্প ।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু অসাধারণ একটা মন্তব্য করার জন্য।
ভাল থাকুন নিরন্তর।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: অনুবাদ সহ কবিতা ভাল লেগেছে,কবি।
(ভালো আছেন নিশ্চয়।)