নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আধুনিকতার ইন্টারনেট যমানায় আজকের দিনে তরুণ-তরুণীর মুখে সবচেয়ে বিষ্ময়কর প্রশ্নগুলোর মধ্যে একটি হচ্ছে-
তোমার ফেসবুক আইডি নাই ?
যারা এমন প্রশ্ন করে তাদের কাছে ফেসবুক আইডি না থাকা মানে অন্যায়, যেন বা পাপবোধের শামিল।
এসব তরুণ-তরুণী যাদের ফেসবুক আইডি নাই তাদের ভাবে- অসামাজিক, অদ্ভুত, বোকা, সেকেলে, আনস্মার্ট ইত্যাদি এবং আরও অনেক কিছু।
কিন্তু বাস্তবতা হচ্ছে- অতিরিক্ত ফেসবুক আসক্তি যে তাকে দিন দিন অসামাজিক, কর্মহীন, দায়িত্বহীন, সময় জ্ঞানহীন ও কান্ডজ্ঞানহীন করে তুলছে সে আদও তা বুঝতে পারেনা। এবং এর ক্ষতিকর দিকগুলো তাকে বলা হলে সে মুখ বাকা করে পাল্টা যুক্তি দেয় এর উপকার ও ভাল দিকগুলো উল্লেখ করে।
ইদানিং তো কেউ কেউ আবার তাঁর মৃত্যুর পর কে এই সাধের আইডি পরিচালনা করবে তা নিয়েও বেশ চিন্তিত। এখন তাকে যদি বলা হয়-
তোমার কি কোন কোরআন শরিফ আছে ? উত্তর হবে না।
তুমি কি আরবী পড়তে পার ? উত্তর হবে (অধিকাংশের) না।
তোমার সংগ্রহে কি কোন হাদীস শরিফ আছে ? উত্তর হবে না।
ধর্ম-কর্ম পালন করতে যতটুকু জানা প্রয়োজন ততটুকুও তাদের জানা নেই। কিন্তু এই ব্যাপারে তারা মোটেও চিন্তিত নয়।
কারণ ওরা জেনে গেছে-যে যত আধুনিক সে তত ধর্মহীণ। ধর্মহীণতাই এখন ফ্যাশন। শাসন করবে কে ? বাবা-মা! তারাইতো ধর্ম পালন করেননা।
বাবা-মাও নিশ্চিতে থাকে। ছেলে-মেয়েতো খারাপ কিছু করছে না। শুধু নেট আর ফেসবুক নিয়ে সময় কাটায়।যাক বাহিরের গেঞ্জাম থেকে তো বাঁচা গেল, ঘরে থাকে আশে পাশে থাকে, ছেলে নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। এই আত্মতৃপ্তিতে ভোগে।
পুরাতন বন্ধুকে ফোন দেই।অনেক দিন হর। রিং হয় একবার, দুইবার। রিসিভ করে বলে-কে?
বলতো কে?
কন্ঠ চেনা চেনা লাগছে? কিন্তু বুঝতে পারছিনা কে?
আমি মাইদুল সরকার। তোমার বন্ধু। এত তারাতারি ভুলে গেলে /
না, না ভুলিনি। আসলে মোবাইল চুরি হওয়ার পর আর তোমার সাথে যোগাযোগ করতে পারিনি।
তোমাকে ফেসবুকে কত খুঁজেছি? পাইনি।
পাবে কি করে ফেসবুকেতো আমি নেই।
অ-তাইতো পাইনা। সবাই ফেসবুক চালায়, তুমি কি কর ?
আমি সামু চালাই।
মানে
মানে ব্লগে লেখালেখি করি।
তাই নাকি?
ভাই আমরাতো আর লিখতে পারবনা। তাই ফেসবুকে পড়ে থাকি।
থাক পড়ে থাক । ফেসবুক যে মধু তোমরাই জান।
ফোন রেখে দেই।
এভাবে অনেকেই যখন বলে ফেববুকে নেই কেন ?
আমি বলি ব্লগে আছি। ফেসবুকে থাকার কোন মানে নেই।
অনেকে যখন বলে-"সামহয়ার ইন ব্লগ" নতুন নাম শুনলাম।
বলে দেই-তোমার কাছে নতুন মনে হতে পারে। ব্লগ কিন্তু অনেক আগের।
উত্তরটা হয়-অ-অ।
তখন খুব হাসি পায়।
ছবি : ফেসবুক ইমেজ(এডিট করা), গুগল থেকে নেওয়া।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই সোহেল ভাই অনেকেরতো এক বেলা ভাত না খেলেও চলে কিন্তু ফেসবুক ছাড়া চলেনা।
কি অদ্ভুত এই দুনিয়া।
ধন্যবাদ।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফেবু চালিয়ে কোন মজা পাওয়া যায় না।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সেদিন একজন বলতেছিল ফেসবুকের মজা ২ বছর আগেই শেষ হয়ে গেছে।
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০
ভুয়া মফিজ বলেছেন: অনেকের কাছেই ফেসবুক এখন স্ট্যাটাস সিম্বল, স্মার্ট-আনস্মার্ট এর মাপকাঠি। ব্লগে আসবে তো পড়তে, তবে আজকালকার জেনারেশান পড়তে তেমন পছন্দ করে না।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেসবুকে সবচেয়ে বেশি ও বাজে স্ট্যাটাস হচ্ছে-"সেলফির ছবি দিয়ে বন্ধুরা আমাকে কেমন দেখাচ্ছে।"
মন্তব্যে সহমত।
ধন্যবাদ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
ডা: মেহেদী হাসান বলেছেন: তোমার ফেসবুক আইডি নেই??
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি এখন আর ফেসবুক আইডি নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
নাহিদ০৯ বলেছেন: প্রায় ৩ মাস পার হতে চললো ফেসবুক থেকে বিদায় নিয়েছি। ফেসবুকে থাকাকালীন সময়ে এটা ছাড়া চলার চিন্তাই করতে পারতাম না, প্রথম প্রথম কিছুদিন সাধারন কিছু সমস্যা মনে হলেও এখন প্রায় পুরোপুরি ফেসবুক মুক্ত জীবন যাপন করছি।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর বলেছেন।
ফেসবুক মুক্ত জীবনই আসল জীবন।
ভাল থাকুন।
শুভ কামনা।
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
জাহিদ অনিক বলেছেন:
ফেসবুক থাকা বা না থাকা কোন বড় বিষয় না। অনেকেই নানা প্রকার আপডেট পেতে ফেসবুক ব্যবহার করেন।
শুধুমাত্র চ্যাট করার জন্যই ফেসবুক ব্যবহার করেন বা সময় কাটাতে এমন না ।
ফেসবুকের ভাল মন্দ সব দিকই আছে; অনেকেই ফেসবুকে ব্যবহার করে মার্কেটিং করে আয় করছেন।
তবে, ফেসবুক নেই এর সাথে কোরান শরীফ আছে কি নেই, আরবি পড়তে পারে কি পারে না এটা ঠিক কম্পারেটিভ নয়।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি বলেছি কেউ কেউ সাধের আইডিটা তার মরনের পর কে চালাবে সে চিন্তায় চিন্তিত থাকে।
তাদের উচিৎ মরনের চিন্তা করে কুরআন, হাদিস নিয়ে ভাবা, ফেসবুক নিয়ে নয়।
ফেসবুক যে যার মত করেতো ব্যবহার করবেই। আমিতো এর একটা সাইড নিয়ে কথা বলেছি মাত্র।
ধন্যবাদ।
৭| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: ফেসবুকের সুবিধা অসুবিধা দুটোই আছে!!
তবে এটা ডিপেন্ড করে ব্যবহারকারীর উদ্ধেশ্যের উপর!!
উদ্দেশ্য ভালো হলে ইটস ওকে!!!
উদ্দেশ্য খারাপ হলে..........
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: যথার্থ বলেছেন বিলি ভাই।
ধন্যবাদ।
৮| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
ওমেরা খালা বলেছেন: ওমেরা
ওমেরা খালার সাথে যোগাযোগ করতে চাইঃ
[email protected]
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মাল্টি নিক খুলে যোগাযোগ করতে বলছেন !
যোগাযোগ করলে আপনার লাভ কি ?
৯| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
সামিয়া বলেছেন: আর শুধু ফেইসবুক আইডি না থাকলেই যে সব ওকে তা কিন্তু নয়। সব কিছুর ভাল এবং মন্দ দুই দিকই আছে, সেটা ব্লগ এ ও হতে পারে, এখানে ও কিন্তু অনেকে আছে ব্লগ কে জীবন মরন সম্পত্তি ভাবে আর মাথা খারাপের মতন সারাদিন অনলাইনে থাকে, তখন কি তাদের পারসোনাল কাজ থেমে থাকেনায়া?
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেসবুকের মতই যদি ব্লগ আসক্তি হয়ে যায় তবে তাও খারাপ।
অনলাইন দুনিয়ায় আসক্তি হয়ে পড়লে তা চিন্তার বৈ কি ?
সবকিছুরই সীমার মাত্রা থাকা উচিৎ।
গঠনমূলক মন্তব্যের জন্য সাধুবাদ জানাচ্ছি।
১০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্য কথাগুলোই বলে গেছেন ভাই।
ফেসবুক ছাড়া আমার চলেই না...
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাসায় টিভি থাকলে যেমন না দেখে পারা যায়না।
তেমনি ফেবু আইডি থাকলে না চালিয়ে পারা পায়না।
কিন্তু টিভি বা ফেবু না থাকলে ঠিক দিন চলে যায়।
শুভ সকাল।
ধন্যবাদ।
১১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুক আর ব্লগ দুইটা আলাদা জিনিস। কাজও আলাদা। ফেসবুক না রাখা অনেকটা জাফর ইকবালের ঘরে টিভি না থাকার মত ব্যপার। তবে ফেসবুক রাখতে হবে। কারণ, ফেসবুকের কারণে বন্ধুরা হারিয়ে যাবে না...
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ কথা বলেছেন।
প্রযুক্তির ভাল দিকটা গ্রহণ করলেই মানুষের জন্য মঙ্গল।
শুভ কামনা জানবেন।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: আসল কথা হচ্ছে পরিমিতিবোধ। কোথায় লাইন টানতে হবে, তা জানা থাকতে হবে।
আমি ফেইসবুক এবং ব্লগ, উভয় জগত থেকেই অনেক কিছু জানতে পেরেছি, অনেক উপকৃত হয়েছি, অনেক সমৃদ্ধ হয়েছি।
আমি দুটোতেই অভ্যস্ত। দুটোর আবহ স্বতন্ত্র। দুটোর জনপ্রিয়তাও দু'রকমের।
ছুরি দিয়ে মানুষকে আঘাত করাও যায়, আবার সে আঘাত সারানোর জন্য শল্য চিকিৎসাও করানো যায়। কে কীজে সেটা ব্যবহার করলো, সেটাই বড় কথা।
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।
সুন্দর ও যথার্থ মন্তব্য।
ধন্যবাদ।
ভাল আছেন তো ?
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: আমার এক বন্ধু আমাকে ফেসবুকে বলল,কিরে তোকে আজকাল দেখায় যায় না? আমি বললাম, কোথাও আসি আর না আসি রোজ ফেসবুকে আসি।
ওই আর কি এখনকার পুলাপাইনের কথা ফেসবুক ছাড়া আমার চলেই না।