নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

**আলোচিত হওয়ার জন্য**

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

বর্তমান যুগে সবচেয়ে আলোচিত ও সমালিত হওয়ার সহজ উপায় হচ্ছে-ইসলাম ধর্মকে নিয়ে নোংরা, অশ্লীল কথাবার্তা বলা, লেখা ও পোস্ট দেওয়া এবং মহানবী (সাঃ) এর নামে উল্টা-পাল্টা লিখে ব্যঙ্গ চিত্র প্রকাশ করা।

এরকম কর্মকান্ডে জড়িয়ে বিতর্কের শীর্ষে রয়েছেন-তসলিমা নাসরীন, হুমায়ুন আযাদ, শামসুর রাহমান, সালমান রুসদীসহ জানা অজানা দেশ বিদেশের আরও অনেকে। আলোচিত হওয়ার জন্য নগ্ন হওয়া থেকে খুন করা- কি না করছে মানুষ।

যে সব মুসলিম এধরনের কর্মকান্ডে উৎসাহ দেন, সারা দেন, সহযোগিতা করেন, নিজ উদ্যোগে করেন তাদের একবার ভাবা উচিৎ পার্থিব জীবন শেষ হয়ে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। পার্থিব জীবনের পরেই শুরু হবে অনন্ত জীবন। সে জীবনে- এ জীবনের কৃতকর্মের জন্যই, হয় সুখের অনন্ত শান্তি ভোগ নয়তো দুঃখের অনন্ত বসতিতে বসবাস।

সুতরাং পথ বেছে নাও-

অল্প কিছু সুখ রং ঢং এর জন্য অনন্ত কষ্টের শাস্তি ভোগ করবে

নাকি কিছু দুঃখ ভোগের পর-অনাদিকাল স্বর্গীয় সুখে রবে।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া কতো জনকে বলবেন । ইসলাম বিরধীদের সাথে তর্কে করতে গেলে আমাদের পাগল হতে হবে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাইকেতো আর বলা সম্ভব নয় কলি আপু। তাই আমরা যার যার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করি।

যদি কেউ সচেতন না হয় তবে সে তার ফল ভোগ করবে।

ধন্যবাদ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

আইশা কবির বলেছেন: ইসলাম ধর্মের মাঝেই আছে সকল সমস্যার সমাধান, যে ইসলামকে ভালোবাসে সে কখনই এমন কথা বলবে না! মানুষ মরনশীল তাই পরকালকে বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করতে হবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

অনুপ্রানিত করার জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: যারা পরকালের কথা ভাবে না তারাই এমনটা করে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি মানুষ না ভেবে যে কত কিছু করে তার শেষ নেই।

ধন্যবাদ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এসব কখনো থামবে না।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও আমাদের সচেতন হতে হবে। থামানোর চেষ্টা করতে হবে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

নূর-ই-হাফসা বলেছেন: কারো ধর্ম নিয়ে আঘাত করার অধিকার কারোরই নেই ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন।

ধন্যবাদ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: হাস্যকর পোষ্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু এটা সিরিয়াস একটা পোস্ট।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ১০০%

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

নতুন নকিব বলেছেন:



সুতরাং পথ বেছে নাও-

সেটাই কথা। কারও কাছে এই কথাটি হাস্যকর ঠেকলেও অনেকের কাছে এটাই জীবনের লক্ষ্য স্থির করার, সিদ্ধান্ত নেয়ার পাথেয়।

চরম সত্য তুলে ধরেছেন। ক্ষনস্থায়ী জীবনের পরে অনন্ত জীবনের প্রস্তুতি পর্ব এখান থেকেই শুরু। এই সত্যটুকু বোঝার শুধু অপেক্ষা।

ধন্যবাদ, সরকার।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবচেয়ে সুন্দর মতামত ব্যক্ত করায় সাধুবাদ ও ধন্যবাদ।

সাথে একটি নীল গোলাপ উপহার-

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

আবু তালেব শেখ বলেছেন: স্বতু সাঁই এব্যপারে ব্লগে নাম্বার ওয়ান। তার পোস্ট গুলো ইসলাম বিদ্বেষী

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রতিটি ধর্ম মানুষকে ভালো জিনিষটা শেখায়; অথচ নাস্তিকরা ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিলে তারা শান্তি লাগে না। তারা দু-তিনটা বিজ্ঞানের ও ইতিহাসের বই পড়ে বলে দেয় 'দেয়ার ইজ নো গড'। কিছু জানুক আর না জনুক, নিজের মহাজ্ঞানী ভাবে, এই হল নাস্তিকদের অবস্থা। X((

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষ দিন দিন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে।

সুন্দর বলেছেন।

ভাল থাকুন।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২

শাহিন-৯৯ বলেছেন: @ভাই শাহরিয়ার কবীর এখানে ডজন খানিক আছে এই ধাঁচের পন্ডিত।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে স্বাগতম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মহীন মানুষের সংখ্যা অল্প; এরা কোন অপকর্মে জড়ায় না, এদের দ্বারা সমাজের কোন ক্ষতিও হয় না।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: একজন মানুষের যদি ধর্মই না থাকে তবে সে যা ইচ্ছে তা করতে পারে। কারণ তখন পাপবোধ নেই, বিধি-নিষেধ নেই, কোন কিছু মানার গরজ নেই।

অতএব যত অপকর্মই কর কোন সমস্যা না। আর এধরনের ভাবনা থেকেই শুরু হয় যাবতীয় অপকর্ম।

ধন্যবাদ।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: সাবধান মুসলমান!!!
ইহুদী-খ্রিস্টানরা তোমাদের ঈমান নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। তোমাদের ঈমান নষ্ট হলে তাদের দেশের অর্থনীতি, প্রযুক্তির আরও উন্নয়ন হবে, তারা একেবারে উদ্ধার হয়ে যাবে। এ কাজের জন্য তারা কাফের জ্বীনদের সাথেও গোপনে আঁতাত করেছে। এখনই নিজের ঈমান সামলাও।

এই ছবিতে একাধারে মুসলমানদের ও বিশ্বের অন্যান্য জাতির উন্নতির চিত্র দেখানো হয়েছে। আলোচিত হতে মাথা খাটাতে হয়। ঘরে বসে আল্লাহু আল্লাহ জিকির করে আর মাদ্রাসায় হাদীস পড়ে আলোচিত হওয়া আদৌ সম্ভব না।
আর ইসলামবিদ্বেষের জন্য কেউ আলোচিত হয় না, সত্য কথা বললে কিছু লোকের গা জ্বলে এই যা। পারলে কিছু মানবকল্যাণে করুন, খামোকা পরকালের দোহাই দেয়াটাই আপনাদের ধর্মের একমাত্র সম্বল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মুসলিম ছাড়া অণ্যারা পৃথিবীর জীবনকেই সব মনে করে তাই তারা যত পরিশ্রম করি দুনিয়া কামানোর জন্য ।

এর মুল্য রয়েছে পরকালে অবিশ্বাস।

আর মুসলিমদের/মুসলমানদের পৃথিবীতে আসার উদ্দেশ্যই আখেরাত অর্জন করা। তাই তারা দ্বীন ও দুনিয়া দুটিই অর্জন করে।

মুসলিম মনিষীদের অবদান ইতিহাসে কম নয়। তাই বলেতো দ্বারা দ্বীন ভুলে যায়নি। দুনিয়া ও আখেরাত দুটিই অর্জন করেছেন।

আল্লাহর যিকির ও মাদ্রাসা পড়া নিয়ে কটাক্ষ একজন মুসলমানের করা উচিৎ নয়।

ধর্ম কখনো মানবকল্যানে বাধা নয়।

কিন্তু কিছু লোকের ধর্ম-কর্মের নাম শুনলেই গা জ্বালা করে। ওরা চায় নামে মুসলিম থেকে বিধর্মীদের মত জীবন যাপন করতে।

আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.