নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের অদ্ভুত যত নাম-(০১-পর্ব)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

ফেসবুকে আমরা হরহামেশাই দেখি অনেক সুন্দর সুন্দর নাম। কিছু নাম আবাড় বড়ই অদ্ভুত। কিছু নাম কাব্যিক। কিছু নাম সাধারণ।
তেমনি সামু ব্লগেও অনেক সুন্দর নামের পাশাপাশি কিছু অদ্ভুত নাম রয়েছে।রয়েছে সাধারণ ও প্রকৃত কিছু নামও। সিনিয়র- জুনিয়র, ভাল-
মন্দ, আলোচনা-সমালোচনা বাদ দিয়ে শুধু নামের কারণেই আজ কিছু অদ্ভুত নাম প্রকাশ করলাম। নামগুলো আমার কাছে অদ্ভুত মনে হয়েছে
কিন্তু অন্যকারো কাছে যদি তা মনে না হয় তবে কোন তর্ক নয়। যাদের নাম প্রকাশিত হল তাদের-হেয় বা ছোক করা কিংবা আলোচিত/
সমালোচিত করার কোন উদ্দেশ্য নেই।

নামে কি যায় আসে ? অথবা একটি সুন্দর নাম একটি ফুলের চেয়েও সুন্দর।

১।
বেয়াদব কাক।
২।
ইতিহাসের পাতিহাঁস।
৩।
খাজা বাবা।
৪।
বোকা পুরুষ।
৫।
ওমেরার খালা।
৬।
মাধবের জন্য....থাল।
৭।
গ্য।গটেম্প।
৮।
আমি মুরগী।
৯।
কমজান্তা দার্শনিক।
১০।
গ্রামের ছোট ব্লগার।
১১।
হত ভাগ্য।
১২।
ৎঁৎঁৎঁ

মন্তব্য ৯৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আমি মনে করি একটি সুন্দর নাম একটি সুন্দর মনেরও পরিচায়ক।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য

ভাল থাকুন সোহেল ভাই।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: গ্রামের ছোট ব্লগার ততটা অদ্ভূত নয়।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ততটা না হলেও কিছুটা অদ্ভুত।

ধন্যবাদ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

পবন সরকার বলেছেন: আজগুবি নামের ব্লগাররা আজগুবি মন্তব্য করে। স্বনামে যারা আছেন তারা উল্টাপাল্টা মন্তব্য করে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাইযে উল্টা পাল্টা মন্তব্য করেন এমন নয়। তবে কেউ কেউ তা করে থাকেন।

ধন্যবাদ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৬ নং কি এখনো বেঁচে আছে?? =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: জানিনা।

তবে ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধবকে নাস্তানুবাদ করার জন্যই এই নামটির জন্ম হয়েছে, তা যথেষ্ট সমালোচিত হয়েছে।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

সাইন বোর্ড বলেছেন: নামে ভিন্নতা কিছু অাসতেই পারে তবে নেগেটিভ কিছু মিন করলে সেটা ব্লগারের উপরেই বর্তায় ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে কেউ যেকোন নাম ধারণ করতেই পারেন ব্লগ বা ফেসবুকে। লেখার প্রথমেই বলেছি কাউকে কোন উদ্দেশ্যে করে পোস্ট দেওয়া হয়নি। শুধু অদ্ভুত কিছু নাম প্রকাশ করার ইচ্ছে হল তাই করলাম।

আপনার নামটা বাদ পড়ে গেছে।

ধন্যবাদ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি এ নিয়ে পোস্ট দেব ভাবছিলাম!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কাজটাই আমি করে ফেলেছি।

দুঃখ করবেন দাদা।

ভাল থাকুন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

মরুসিংহ বলেছেন: মোস্ট পপুলার 'কাউয়ার জাত' মিসিং।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় পর্বে অন্তর্ভুক্ত করা হবে।

মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

শাহিন-৯৯ বলেছেন: নাম!!!!!!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ আইডিকেই নাম বলেছি আরকি। যেহেতু এখানে যে যে-নাম নিয়ে আইডি ওপেন করবেন সে সে-নামেই পরিচত হবেন।

তাই নাম বলাটা কি ভুল ?

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

বেয়াদপ কাক বলেছেন: লিস্টে আমি প্রথম। অন্তত এখানে প্রথম হয়েছি!! হা হা। তবে আমার নামকরনের ব্যাখ্যা আছে আমার আছে। পোস্টটি ভাল লেগেছে।ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিস্টে যেহেতু আপনি ১ম হইাছেন সেহেতু আপনি আপনার নামকরণের ব্যাখ্যা দিন, আমরা সবাই জানি নাকরণের ছোট্ট ইতিহাসখানি।

ভাল লেগেছে বলে ভাললাগলো ধন্যবাদ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৬ নং ভালই জ্বালাতন করছে ব্লগে। তবে, মাধব কে তো এখন আর দেখা যায় না।
লিস্টে চাঁদ্গাজী থাকলে ভাল হত।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: চাঁদতো বাস্তবেও মানুষের নাম থাকে তো সে হিসাবে চাঁদগাজী অদ্ভুত নাম মনে হয়নি।

আরও দু'একটি অদ্ভুত নাম দিন।

ধন্যবাদ অয়ন ভাইজান।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

মানিজার বলেছেন: :> :-P

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: মজা পাইছেন মনে হইতাছে।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: কাউয়া নকিব, টারজান০০০৭ নামগুলো কেন এলো না?

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম পর্বেই যদি সব নাম এসে যায় তবে ২য় পর্বের কি হইবে ?

ধন্যবাদ নয়ন ভাই।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

নতুন নকিব বলেছেন:



'নিক' বিশ্লেষন! বাহ! সরকার তো দেখি ভাল উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ। মোস্ট ইমপোর্টেন্ট ফ্যাক্ট।

প্রতিটি নাম অবশ্যই অর্থপূর্ন এবং সৌন্দর্য্যখচিত হওয়া উচিত। নামের প্রভাব মানুষ তার কথা-কাজে বহন করে। অজ্ঞাতে হলেও।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নামের প্রভাব অবশ্যই ব্যক্তির উপর পড়ে।

আপনার কথা ও যুক্তির সাথে সহমত।

ধন্যবাদ নকিব ভাই।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

নতুন নকিব বলেছেন:



অশিক্ষিত কিছু গন্ড মূর্খ না জানলেও 'নকিব' শব্দের অর্থ বাকিদের জানার কথা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কারো যদি জানা না থাকে তবে দোষের কিছু নয়। কিছু কিছু নামের অর্থ খুবই সহজ। কিন্তু অপমান বা ছোট করার জন্য নামের সাথে কছিু জুড়ে দেওয়া খুবই খারাপ।

ভাল থাকবেন জনাব।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগের বাম প্যানেল তাকাইলে এখন কিছু অদ্ভুত নাম দেখতে পাবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাতো অবশ্যই।

ফ্রি পরামর্শ।

ধন্যবাদ।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



টারজান এখানে এলে, নির্ঘাত কেউ কেউ পেছনের দরজা দিয়ে পালানোর সময় পাবে না!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেন? বনের রাজা টারজান কি ব্লগের রাজা হয়ে সবাইকে দাপিয়ে বেড়াবে নাকি ?

হা হা হা........................................................

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

নতুন নকিব বলেছেন:



'নকিব' শব্দটি কি অদ্ভূত কোন চিহ্ন বহন করে?

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অদ্ভুত চিহ্ন বলতে কি বুযাচ্ছেন-ঢোল, তবলা এই জাতীয় কিছু ?

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

অনিক_আহমেদ বলেছেন: ৭ নম্বরের আ-কার বোধ হয় দাড়ি হয়ে গিয়েছে। মুরগি সাহেবকে নিয়ে তো কিছুদিন আগে ভালোই ক্যাচাল হয়ে গেল। সবচেয়ে মজার নাম হচ্ছে শেষেরটা। :) :D

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৭ নং এর নাম ও বানানটা মনে হয় এরকমই দেখেছিলাম গতকাল।

সবচেয়ে অদ্ভুত শেষেরটা আবার মজারও।

ধন্যবাদ অনিক_আহমেদ ভাই।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,দার্শনিক কুঁড়ের বাদশার নাম কই গেল ? :( :( :P

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নামটা একবার মনে হল দেই আবার মনে হল না পরের পর্বে দিব।

যাক আশায় থাকেন।

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবচেয়ে অদ্ভুত লাগে কিছু ব্লগার নিক নেম ব্লগে রেজিস্ট্রেশন করার সময় নামের বানানে আ-কার, এ-কার, হ্রস্ব ই-কার, হ্রস্ব উ-কার ইত্যাদি উল্টোপাল্টা হওয়ায় সেই নাম আর ঠিক করতে না পারা। দেখতে খুবই খারাপ আর হাস্যকর মনে হয়। কর্তৃপক্ষ তাদেরকে একটা সুযোগ দিলে মনে হয় নামগুলো আর দৃষ্টিকটু লাগত না।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই ভুল বানানের নামগুলো সঠিক করার কর্তৃপক্ষ একটা সুযোগ দিলে খুব ভাল হয়।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

নতুন নকিব বলেছেন:



ব্লগারদের অদ্ভুত যত নাম-(০১-পর্ব)

-অদ্ভুতের কী ব্যাখ্যা দেয়া যায় এখানে? উচ্চারন করা কঠিন, কিংবা অর্থহীন, অথবা দেখতে অসুন্দর ইত্যাদি বুঝাতে চেয়েছি। আচ্ছা, আপনার এই পোস্ট শিরোনামে ব্যবহৃত 'অদ্ভুত' কথাটি দিয়ে আপনি কী বুঝাতে চেয়েছেন? ঢোল তবলার কথা কেন এল, বোধগম্য নই। আপনি কি 'অদ্ভুত চিহ্ন' বলতে ঢোল তবলা বুঝাতে চান?

যাই হোক, যেকথাটি জানতে চেয়েছিলাম, নামের বিশ্লেষনেই যেহেতু আপনার এই পোস্ট, সেহেতু আপনার বিচারে 'নকিব' শব্দটির ভেতরে ওরকম কোন অদ্ভুত গুনাগুন আছে কি না, যাতে করে এই নামটি অদ্ভুত নামের তালিকায় নেয়া যায়।

ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নকিব ভাই- অদ্ভুত বলতে আমি যেটা বুঝাতে চেয়েছি তা হল- আনকমন নাম যা সাধারণত মানুষের নাম হিসাবে ব্যবহৃত হয়না। অদ্ভুত জিনিসটাও একেক জনের নিকট একেক রকম। যেমন- আপনার নিকটি আমার কাছে অনেক সুন্দর ও স্বাভাবিক মনে হয় কিন্তু অন্য আরেক জনের কাছে কোন রহস্যজনক কারণে অদ্ভুত মনেও হতে পারে।

উচ্চারন করা কঠিন, কিংবা অর্থহীন, অথবা দেখতে অসুন্দর ইত্যাদি কারনেও নাম অদ্ভুত হতে পারে।

১৭ নং মন্তব্যে অদ্ভুত চিহ্ন বলতে আনকমন কোন চিহ্নের কথা আপনি বুঝাতে চেয়েছেন তা আমি জানিনা। উদাহরণ হিসাবে ঢোল,তবলা....ইত্যাদির নাম উল্লেখ করিছি। চিহ্ন বলতে কোন ধরনের প্রতীক বুঝাতে চাইছেন তা উদাহরন দিলে বুঝতে পারব।

ধন্যবাদ।

২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

বেয়াদপ কাক বলেছেন: যেভাবেই হোক, পাখি হিসেবে কাক কেমন যেন উপেক্ষিত। তা সে ভালো কিছু করুক বা না করুক। ময়লা, আবর্জনার আসে পাশে ঘুরাঘুরির কারনেই হয়ত, উচ্ছিষ্ট এর এক প্রতীক হয়ে গেছে। তার কন্ঠ ও যেমন কর্কশ, যতই মাধুর্য্যময় কিছু প্রকাশ করতে চাক না কেন, সবার কাছে বিরক্তির ই কারন সে। অনাদর আর অবহেলায় ভদ্রতা ভুলে গিয়ে হয়েছে বেয়াদব। হয়ত হতে চেয়েছে উপেক্ষিতর সর্বসেরা উদাহরন। এই কাক কেই ভালবেসে ফেলেছি, তাই ধারন করেছি। এই হোল ব্যাখ্যা আমার।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নামকরনের ইতিহাস জানতে পেরে ভাল লাগলো।

কাক বষিয়ক একটি সুন্দর পোস্ট দিন যা হবে শিক্ষনীয়।

ভাল থাকবেন ভাই।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

নতুন নকিব বলেছেন:



আপনার নিকটি আমার কাছে অনেক সুন্দর ও স্বাভাবিক মনে হয় কিন্তু অন্য আরেক জনের কাছে কোন রহস্যজনক কারণে অদ্ভুত মনেও হতে পারে।

-মতভেদ থাকতেই পারে। তবে, আপনার এই মতামতটুকু, মানে 'নকিব' নিকটি যে আপনার কাছে সুন্দর ও স্বাভাবিক মনে হয়, এই কথাটি ১২ নং মন্তব্যের উত্তরের সাথে কোনভাবে যদি যুক্ত হয়েছে দেখতে পেতাম, তাহলে মনে হয় এত কথার আদৌ প্রয়োজন হত না। তিনি অদ্ভুত নিকের লিস্টে 'নকিব'টাও রাখার প্রস্তাব করলেন, আর আপনি বিনা বাক্য ব্যয়ে তার কথায় সায় দিয়ে '১ম পর্বেই যদি সব নাম এসে যায় তবে ২য় পর্বের কি হইবে ?' বলে একমত হলেন, দেখেই এই কথাগুলোর অবতারনা।

যাই হোক, আপনি হয়তো এতটা গভীরভাবে ভেবে উত্তর দেন নি। অনেক কথা বলেছি। কষ্ট নিবেন না, আশা করি। ভাল থাকবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১২ নম্বর মন্তব্যে আপনাকে মিন করেছে সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো কাউয়া নকিবও একটি আলাদা কোন ব্লগারের নীক। কারণ প্রতিক্ষনই নতুন নতুন নিকের জন্ম হচ্ছে।

১২ মন্তব্যের উত্তর লিখার সময় একপলক মনে হয়েছিল আপনাকে বুঝাচ্ছেনাতো আবার। তারপর ভাবলাম মনে হয় নতুন নাম বুঝাতে ব্যবহার করেছে।

কে যে কাকে কখন কি বলে বুঝা বড় দায়।

কষ্ট নেবেননা।

শুভ কামনা।

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

নতুন নকিব বলেছেন:



বেয়াদপ কাক,
আপনার ব্যাখ্যা ভাল লাগল। ধন্যবাদ।

অনাদর আর অবহেলায় ভদ্রতা ভুলে গিয়ে হয়েছে বেয়াদব।

-ভালই বলেছেন। কিন্তু আপনার নিকটি দেখেই কেউ যদি আপনার কাছে ভিড়তেই সাহসী না হন, তাহলে সেটা কেমন হবে? এমনিতেই কাক, তাও আবার বেয়াদব! বুঝুন, অবস্থা! ডাবল স্টান্ডার যাকে বলে! আমিতো ভয়ে ভয়ে এড়িয়ে চলতাম এত দিন। এখন না হয় ভয় কিছুটা দূর হল!

ধন্যবাদ আবারও।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুন্দর করে যুক্তি উপস্থাপন ভাল লাগলো। এখন থেকে মাঝে মাঝে কাকের বাসায় হানা দেবেন।

ধন্যবাদ।

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

নতুন নকিব বলেছেন:



হয়তো লক্ষ্য করে থাকবেন, ১২ নং মন্তব্যকারী ঘোলা পানি পানে অভ্যস্ত। পরিষ্কার কোন কিছু তার পেটে সয় না। সত্যের বিপরীতে প্রত্যেক স্থানে তার উচ্চকিত কন্ঠ। হাজারো রোহিঙ্গার লাশের ওপর দাড়িয়ে নির্ঘাত মিয়ানমারের বর্বর সামরিক জান্তার পক্ষে এই লোকের চিতবাত। লক্ষ্য করলে হয়তো এখানেও তার- 'ভুল সব রোহিঙ্গাদের। ভুল যেহেতু তারা করেছে, মারও তারা খাবে' -টাইপের উদ্ভট যুক্তি পাওয়া যাবে! আবার অবৈধ, জারজ, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাঈলীদের পক্ষে হয়তো দেখবেন ইনি অকাতর সাপোর্টার! সউদির নষ্ট 'বিন' দের সাথে গলা বুক মিলিয়ে, ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করে হয়তো এরা বেশ মজা পান!

বাস্তবে দেখতে চাইলে তার সাম্প্রতিক অরুচিকর কমেন্টসগুলোতে একবার চোখ বুলিয়ে আসুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তি ছড়িয়ে বেড়ানোর দায়িত্ব নিয়েছেন এই ব্যক্তি। আমরা যারা ইসলামি বিষয়াদি নিয়ে টুকটাক লেখি, আমাদের প্রতি তার স্বভাবজাত ক্ষোভ। এই সীমাহীন ক্ষোভ থেকেই আমার নামটি তিনি এখানে প্রস্তাব করেছেন। অদ্ভুত বিবেচনায় অবশ্যই নয়।

সংঘবদ্ধ গোষ্ঠীর কিছু লোক হয়তো এমন রয়েছেন যারা মুসলিম নন কিন্তু সামুতে মুসলিম নিক ব্যবহার করে বিভ্রান্তি এবং অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার, অপপ্রচার এবং ধর্মীয় উস্কানিমূলক পোস্ট এবং মন্তব্য দিয়ে বেড়ান। এই নিকটিও পর্যবেক্ষনে রাখা দরকার। তাদের সমগোত্রীয় অথবা মাল্টি কি না, তা স্পেসিফাই করার জন্য।

ধন্যবাদ আবারও।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ যদি শুধু ধর্ম/ইসলাম/মুসলিমদের নিয়ে বিদ্বেশ ছাড়ায় তবে তাকে বা সেই নিককে পর্যবেক্ষণে রাখার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল।

ধন্যবাদ।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: এত অল্প নাম কেন ?? যাক নামে বৈচিত্র্য আছে বেশ :#) , অবশ্য এফ বি আইডিগুলোতে আরও আরও বৈচিত্র্য :)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেবু ব্যবহারকারী যেহেতু বেশি তাই নামও বেশি এবং বৈচিত্রময়।

সবগুলো নামতো আর মনে নেই তাই লিস্ট ছোট।

ধন্যবাদ আপু।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

হাতুড়ে লেখক বলেছেন: ১২ নং টা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে। ওটার উচ্চারণ কেমন হতে পারে ভেবে ক্লান্তি লাগছে। B-)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই ১২ নং এর নিক বড়ই অদ্ভুত।

ধন্যবাদ।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কাব্যিক নাম দেখলে ভাল লাগে

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমস্ত প্রকার সুন্দরের প্রতিই মানুষের আকর্ষণ রয়েছে।

ভাল থাকুন।

২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

নতুন নকিব বলেছেন:



ইনি, মানে এই মহান লেখক, মানে জাহাঙ্গীর কবীর নয়নের ব্লগীয় খতিয়ান দেখুন,

পোস্ট করেছি: ১১টি
মন্তব্য করেছি: ৮২টি
মন্তব্য পেয়েছি: ১২টি
ব্লগ লিখেছি: ৪ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ২ জন

তার মানে, উনি পোস্ট প্রসব করেছেন ১১ খান। মন্তব্য কামিয়েছেন ১২ খান। বিশাল ব্যাপার! এলাহি কান্ড! যার পোস্টে মাছি বসে না, তিনি না কি আবার..! সুবহানাল্লাহ! এই যোগ্যতা নিয়ে উনি এসেছেন, ইসলাম আর মুসলমানদের নিয়ে মজা করতে! বাহ! বিনোদন বটে! আমাদের যদি এত মহান, বিশাল, অস্বাভাবিক, অসাধারন, অতুলনীয়, অভাবনীয়, অচিন্ত্যনীয়, অকল্পনীয়, অপরিসীম, অগাধ যোগ্যতা আর জ্ঞান থাকতো, এত দিনে আমরা মনে হয়, মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছে যেতাম!!!!!!!!!

কাদিয়ানীদের নিয়ে পোস্ট দেয়ায়, তাদের আসল চেহারা ব্লগবাসীদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ায় নাঈমুর রহমান আকাশ এখন নির্বাক। এখন আর তার চ্যালেঞ্জ, অভিশাপ, গালিগালাজ এবং অযাচিত উচ্চ-বাচ্চ এখানে দৃষ্টিগোচর হয় না।

এই ভদ্রলোকেরও দেখছি- উৎস সন্ধানে নামতে হবে। তবে, আমরা কারও উৎসের অনুসন্ধানে নামলে তা ইনশাআল্লাহ বের করেই আনি। কারও প্রতি আমাদের এক বিন্দু বিদ্ধেষ নেই। তিনি যে ধর্মেরই হোন, অথবা কোন ধর্মেরই না হোন, কিন্তু, কেউ যদি গায়ে পরে খোঁচাতে আসেন, ধর্মীয় বিষয়াদি নিয়ে ক্রমাগত উস্কানি দিতে থাকেন, আমরা তাদের কর্মকান্ডের অবমূল্যায়ন করতে পারি না। জবাবটা অন্তত: দিই। এবং সেটা কড়াভাবেই।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২৩ নং মন্তব্যের পরই ওনার ব্লগ বাড়িতে ঘুরে এসেছি। আপনার কথা সত্যি। সবই ইসলাম, হুজুর, ধর্মকে ছোট করে উদ্দেশ্যপ্রনদিতভাবে লেখা।

আরও সচেতন হতে হবে আমাদের।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

নূর-ই-হাফসা বলেছেন: সব নাম গুলো ই তো ভালো লাগলো। :D :)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অদ্ভুত হলে যে ভাল লাগবেনা তা নয়। ১২ নং এরটিও কি ভাল লাগলো ?

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

নতুন নকিব বলেছেন:



কেউ যদি শুধু ধর্ম/ইসলাম/মুসলিমদের নিয়ে বিদ্বেষ ছড়ায় তবে তাকে বা সেই নিককে পর্যবেক্ষণে রাখার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল।

-সম্মানিত ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করায় অভিনন্দন। তাদের প্রতি আমাদেরও একই নিবেদন। ভদ্রলোক ব্লগে বিভক্তি সৃষ্টির পায়তারা করছেন। যথেষ্ট বিরক্তি উৎপাদন করে চলেছেন তিনি।

২৩ নং মন্তব্যের পরই ওনার ব্লগ বাড়িতে ঘুরে এসেছি। আপনার কথা সত্যি। সবই ইসলাম, হুজুর, ধর্মকে ছোট করে উদ্দেশ্যপ্রনদিতভাবে লেখা।

আরও সচেতন হতে হবে আমাদের।


-ভদ্রলোকের ব্লগে দেখে অাসায় কৃতজ্ঞতা। না দেখলে তো সত্য অনুধাবন করা মুশকিল। আশা করি, প্রত্যেকেই এই ভদ্রলোককে চিনতে পারবেন।

ভাল থাকুন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ কামনা জানবেন ও ভাল থাকবেন।

৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুতে শেয়াল নামে একজন ব্লগার আছেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ নতুন একটা অদ্ভুত নাম পাওয়া গেল।

৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: ৎঁৎঁৎঁ -- সামুর একজন ভালো কবি।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওনার লিখা পড়েছি ভাল লাগে। কিন্তু নিকটা বড়ই অন্যরকম।

ধন্যবাদ।

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

চানাচুর বলেছেন: আমি নাই কেন লিস্টে?:(

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপু দুঃথ করবেননা ভবিষ্যতে আপনার টামটাও লিস্টে আসবে।

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

চানাচুর বলেছেন: ১২ নং এর টা সবচেয়ে ইউনিক নিক।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: সবাই দেখি ১২ নাম্বার নিকের ব্যপারে বলেছে ! আমার বক্তব্যও এক! :)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবচেয়ে আশ্চার্য নিক তাই ১২ নংটা সবাড় নজর কেড়েছে।

ধন্যবাদ।

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

জাহিদ অনিক বলেছেন:

১২ নাম্বার একজন বিখ্যাত ব্লগার।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধু নিকের কারণেই ওনার নাম লিস্টে এসেছে। আমি অদ্ভুত নাম দেখলেই একবার ঢু মেরে আসি সেই ব্লগারের ব্লগ বাড়িতে।

ওনার লেখা অনেক ভাল।

দু'জনের জন্যই শুভ কামনা।

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্যতিক্রম (নামের বৈচিত্র) কিছু নিক দেখে ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে আমার ব্লগ বড়িতে অনেকদিন পর দেখে ভাল লাগলো।

ভাল থাকুন শাহাদাৎ ভাই।

৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: ১২নং নিকটি অদ্ভুৎ লাগলেও, এক সময়ের আলোচিত নিক।।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ ক্ষেত্রে, 'নিক' ব্লগার সম্পর্কে কিছুটা ধারনা দেয়

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামত গ্রহনযোগ্য।

ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২

মরুচারী বেদুঈন বলেছেন: ১২ নং কি বলব বুঝতে পারছি না! :( :(

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বুঝে আর কাজ নেই-একবার ওনার ব্লগ বাড়িতে ঘুরে আসুন।

ধন্যবাদ।

৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

কাউয়ার জাত বলেছেন:
আপনি অদ্ভুত নিকের কিছুই দেখেননি-
এই হলো

পাগলাগরুপাগলাগরু

এই হলো ছাগল চৌধুরীছাগল চৌধুরী। ব্লগিং বয়স ১১ বছর।

এই হলো গিয়া মহিলা ছাগল মহিলা ছাগল

এই হলো গিয়া বুড়া খাটাশবুড়া খাটাশ

সময়ের অভাবে আর দিলাম না। খুঁজে নিয়েন।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ধন্যবাদ কিছু অদ্ভুত নাম জানানোর জন্য।

আপনার নিকটাসহ এই নামগুলো পরবর্তীতে আসবে।

ধন্যবাদ।

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

নতুন বিচারক বলেছেন: আমারটা কই।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনারটা কখনো লিস্টে আসবেনা। কারণ বিচারক আবার কি রায় দেয় কে জানে।

হা.হা.হা...................................................................................................

ধন্যবাদ ভাইজান।

৪৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

কালীদাস বলেছেন: সারছে :-* দুয়েকটা নিক দেখে পারসোনাল কারণে বানানো মনে হল :|
৪২ নাম্বার কমেন্টে উল্লেখ করা নিকগুলোও ইন্টারেস্টিং :|

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন ভাই।

ধন্যবাদ।

৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

জুন বলেছেন: যখন প্রথম ব্লগে আসি তখন এমন ধরনের কিছু নাম দেখে সত্যি বিস্মিত হয়েছিলাম যে এমন নামও কারো হতে পারে !

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও বিস্মিত হই এমন নামে দেখে তাই এমন একটি পোস্টের আয়োজন।

ধন্যবাদ আপু মতামত ব্যক্ত করায়।

৪৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৮

অলিউর রহমান খান বলেছেন: জনাব আমি মনে করি ফেইসবুক হোক কিংবা ব্লগ সুন্দর, স্বচ্ছ একটা নাম দেয়া উচিত।
নাম চয়নের ক্ষেত্রে সুন্দর নামই চয়ন করা উওম বলে মনে করি।

নাম দেখে অনেক পোষ্ট পড়তেই ইচ্ছে করেনা।
একটি সুন্দর নাম রুচির সাথে জড়িত বলে আমি মনে করি।
নিজেস্ব মতামত দিলাম জনাব।
ধন্যবাদ আপনাকে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত।
অবশ্যই একটি সুন্দর নাম মানুষের মনে ইতিবাচক ধারনা সৃষ্টি করে।
ভাল থাকুন, সুন্দর থাকুন।

৪৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসতে কারো নেই মানা।
আপনাকে হলোনা তবু জানা।


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.