নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
রক্ত নিশান, রক্ত নিশান বলে-
কে চলে গেল গনগনে রোদের আঁচে
পিচ ডালা পথে চিৎকার করে
কে চলে গেল রাত্রি দ্বি-প্রহরে ?
অন্ধকারে মশাল জ্বেলে
রেখে গেল ঘ্রাণ আর স্মৃতি আর জলছবি-
পায়ের ছাপ
দুমড়ানো-মোচরানো ফুল
ফোঁটা ফোঁটা রক্ত
ঘামের গন্ধ
মরা নদীর জল
পোড়া সিগারেট
ছেড়া প্রেম পত্র।
তখন যুদ্ধ চলছে, চারদিকে বিভীশিখা
স্বাধীনতার ডাক শত্রু হণনের আকুতি
যে চলে গেছে গনগনে রোদে
নিকষ কালো রাত্রি দ্বি-প্রহরে
সে ছিল যোদ্ধা ও প্রেমিক।
তার চেখে এক হয়ে গেছে প্রেমিকা আর দেশ
সে দেখতে চেয়েছিল এ যুদ্ধের শেষ।
মোঃ মাইদুল সরকার
১৬/০২/২০১৫ইং।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিজয়ের মাসে স্বাধীনতার কবিতা উপভোগ করুণ।
ধন্যবাদ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।
বিভীষিখার কোন অর্থ আছে নাকি বানান ভুল?
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: বানান ভুল।
ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো পথিক।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন, কবি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালই বলেছেন কবি
ধন্যবাদ।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা +।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত হলুম।
ব্লগ দিবসে শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ সুন্দর কবিতা।