নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

***রোহিঙ্গা শব্দটি গালির পর্যায়ে নেমে এসেছে***

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩


ভাবতে অবাক লাগে একটি জাতি কিভবে এমন ম্রিয়মান হয়ে অতীত ঐতিহ্য, সংস্কৃতি, ভূমি, দেশ হারিয়ে অস্তিত্ব বিপন্নের পখে এগিয়ে যায়। রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা কবে নাগাদ বাস্তব সমাধান হবে তা বলা মুশকিল।

কিন্তু চরম বাস্তবতা হচ্ছে এই-'রোহিঙ্গা শব্দটি গালির পর্যায়ে নেমে এসেছে'।

১।
দু'জন ফকির সবসময় একত্রে সুর করে ভিক্ষা করে। প্রায় তাদের দেখি।দেশে রোহিঙ্গা আসায় তাদের ভিক্ষাবৃত্তি তেমন জমছেনা। সবাই রোহিঙ্গাদের দিকে নজর দিয়েছে। সেটাই ক্ষোভ হয়ে দেখা দিয়েছে। সেদিন অফিস থেকে বাসায় ফিরার পথে তাদের দেখতে পেলাম।
কিন্তু তাদের মুখে আজ অন্য বুলি-
'রোহিঙ্গা আইছে
বইঙ্গার ভাত মারছে
ও ভাই কইরা যান কিছু দান
রইলনা বইঙ্গার কোন মান।

২।
গত মাসে রাঙ্গামাটি যাওয়ার সময় বর্ডার গার্ডের চেক পোস্ট পেরুনোর সময় বাসের ছেলে-পুলেরা হঠাৎ রোহিঙ্গা, রোহিঙ্গা শব্দে মুখরিত করে তুলল। আমরা কিছুটা বিব্রত হলাম সাথে বর্ডার গার্ডের সদস্যরাও।


৩।
গতকাল ফুটপাতের দোকানে জায়গা দখল করতে গিয়ে এক দোকানী আরেক দোকানীর সাথে ঝগড়া লাগে। একজন আরেকজনকে রোহিঙ্গা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে। মনে হচ্ছে রোহিঙ্গা শব্দটি তারা গালি হিসাবে ব্যবহার করে বেশ মজা পাচ্ছে।

৪।
ইদানিং পথে ঘাটে হরহামেশা মতের মিল না হলেই একজন আরেকজনকে অবলীলায় রোহিঙ্গা বলছে।

পরিস্থিতি দেখে মনে হচ্ছে-রোহিঙ্গা শব্দটি সত্যিই গালির পর্যায়ে নেমে এসেছে'।


ছবিসূত্র : পুড়ে যাওয়া বসতিতে একটি ছোট্ট মেয়ে কোলে একটি বাচ্চা।জেপিজি ইমেজ http//www.aljazeera.com

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

অলিউর রহমান খান বলেছেন: সঠিক কথা বলেছেন। রোহিঙ্গা শব্দটি এখন গালি হিসাবে
ব্যবহৃত হচ্ছে। তাদের কেউ মানুষ মনে করে না।
সমাজের আবর্জনার মূল্য আছে কিন্তু এ মানুষ গুলোর নেই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা জাতীর কতটা অবমূল্যায়ন হলে এমনটি হওয়া সম্ভব তা রোহিঙ্গাদের না দেখলে বিশ্বাস হবেনা।

কিন্তু আমরা বাংলাদেশীরা তাদেরকে মানুষের মর্যাদা দিয়ে এদেশে শরনার্থী হিসাবে আশ্রয় দিয়েছি। তাদের পাশে দাড়িয়েছি।

ধন্যবাদ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টি সত্যি দুঃখজনক।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই দুঃখের কিন্তু করার তেমন কিছু নেই।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: বিশ্বে সবখানেই মুসলমানরা মার খাচ্ছে। মায়ানমার, ফিলিস্তিন, কুর্দিস্তান। আল্লাহরও এটাই ইচ্ছা সম্ভবত।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজেদের কর্ম ফলের জন্যতো আর আল্লাহ-কে দোষারপ করা যায়না। মুসলমানের ঐক্যের ভাঙ্গনই এই পরিণতি ডেকে এনেছে।

ধন্যবাদ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

মোঃ ইমরান আখন্দ বলেছেন: জি হ্যাঁ, অত্যন্ত দুঃখের সাথে আমি এলেখার সমর্থন করছি। আরো অলিউর রহমান খান সাহেবের সাথে একমত পোষন করছি। এই বাঙ্গালী জাতী কবে সভ্যতার সঠিক সঙ্গা জানবে আর সেই মতে নিজেদের পরিচয় দেবে আজ আমার কাছে এটাই বড় প্রশ্ন। যদি পারেন দয়া করে এর উত্তর দিন।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা দেশে সমাজে বিভিন্ন শেণের মানুষের বসবাস। যারা রোহিঙ্গা শব্দটি এভাবে গালি হিসাবে নিয়েছে তারা হয়তো সভ্যতা নিয়ে মাথা ঘামায়না। তাদের সংখ্যাও কম।

সুতরাং এই কম সংখ্যক লোককে বিচার করে তো পুরো বাঙ্গালী জাতিকে বুঝা যাবেনা। আমরা বাঙ্গালীরা আছি বলেই এতগুলো রোহিঙ্গা মুসলিম জনগন বেঁচে আছেন। আমাদের দেশের মত এমন উদার অন্যকোন দেশতো হতে পারেনি (অত্যন্ত রোহিঙ্গাদের ক্ষেত্রে)।

পুরোপুরি তথাকথিত সভ্য হতে আমাদের আরও অনেক সময় লাগবে।

ধন্যবাদ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

Ridwan Raihan বলেছেন: বিষয়টি ঘোলাটে

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: রোহিঙ্গা শব্দটি বাঙালিরা ইদানিং গালি হিসাবে ব্যবহার করছে-এটা না বুঝারতো কিছু নেই।

ধন্যবাদ।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

কুকরা বলেছেন: এরা মুসলমান না, এরা রোহিংগা।
এইজন্যই আমাদের আজকে এই অবস্থা।

আমরা রোহিংগাদের গালি দেই, আর সারা দুনিয়ার লোক আমাদেরকে গালি দেয়।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্যাপারটা অনেকটা এরকমই।

ধন্যবাদ।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

কুকরা বলেছেন: জালেমরে গালি দেয় না, কিন্তু মজলুমরে গালি দেয়।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: চোখ থাকতে অন্ধ আর কি ?

ভাল থাকুন।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও শুনেছি রিক্সাওয়ালারা একে অপরকে রোহিংগা বলে গালি দিচ্ছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি অদ্ভুত আমরা তাই। বুকেও টেনে নিচ্ছি আবার গালিও দিচ্ছি।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

চানাচুর বলেছেন: অনলাইনেও কয়েক জায়গায় দেখেছি "রোহিঙ্গা" মজার গালি হিসেবে কেউ কেউ ব্যবহার করছে!

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুবই দুঃক জনক ।

পঠন ও মতামতে কৃতজ্ঞতা।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


রোহিংগারা শিক্ষাহীন হয়ে নিজেদের বেকুব বানায়েছে

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এরপরেও যদি তারা সচেতন না হয় তবে তাদের অস্তিত্বই থাকবেনা।

ধন্যবাদ।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাগ্যে দোষে ওরা আজ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে রোহিঙ্গা হয়ে গেছে একটা গালি। আজকাল অনেকে এই রোহিঙ্গা শব্দ বলে গালি দেয়। X((

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাই বুঝি নিয়তি।

মানুষের মূল্যবোধের উদয় হোক।


ধন্যবাদ।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শামচুল হক বলেছেন: বন্ধু বান্ধবরাও এখন কথায় কথায় রোহিঙ্গা বলে গালি দেয়।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ গালি ভাইরাসের মত ছড়িয়ে পড়ছে। কি আর করা বলুন ?

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রোহিঙ্গারা বাংলাদেশের আইন মেনে চলুক, তারা যেন মূলধারায় না মিশে। কারণ, তাদের অপকর্মেল কারণে তাদের ও আমাদের দু্ই পক্ষেরই ক্ষতি হয়...

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখা যাক সরকার কতটুকু সফল হয় তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে।


ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

সাইন বোর্ড বলেছেন: এত দিন তো একটা দলের নাম ধরে গালি দিতে শুনেছি, এটা নতুন সংযোজন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরান গালি আর কতদিন ভাললাগে। তাই বুদ্ধিমানরা এবার নতুন গালি ধরছে।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের এ দিকেও "রোহিঙ্গা" শব্দটা গালি হিসেবে ব্যবহার করতে দেখেছি অনেককেই।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: গালির জগতে নতুন সংযোজন। দু:খজনক।


ধন্যবাদ।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, আমিও কয়েক জায়গায় একে অপরকে হাসি ঠাট্টার ছলে রোহিঙ্গা বলতে শুনেছি।


তবে, এই রোহিঙ্গা আমাদের দেশের জন্য চরম ক্ষতি বয়ে আনবে এটা এখন অনেকটা স্পষ্ট। সাধারণ মানুষও এই ব্যাপারটা বুঝে গেছে অনেকটা।
আমাদের তাদের জায়গা দেয়াটা উচিৎ হয়নি, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ওদেরকে একটা নির্দিষ্ট বদ্ধ জায়গায়(নির্দিষ্ট এলাকা) স্থানান্তর করে কড়া পাহারার ব্যবস্থা করা উচিৎ বলে মনে হয় আমার কাছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: গালির জগতে নতুন সংযোজন। দু:খজনক। দেখা যাক সরকার কতটুকু কি করতে পারে।


ধন্যবাদ।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই বলেছেন মাইদুল ভাই। অথচ ওরা একটি জাতিগোষ্ঠি।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: দু:খজনক হলেও বাস্তবতা মেনে নেওয়া ছাড়া উপায় নাই।


ধন্যবাদ।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩২

নূর-ই-হাফসা বলেছেন: আমিও রাস্তায় শুনেছি আর অবাক হয়ে ভেবেছি রোহিঙ্গা কেন গালি হিসেবে ব‍্যবহৃত হচ্ছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কারণ আমরা অদ্ভুত, একই সাথে ভালবাসি ও ঘৃনা করি (ব্যাপারটি এরকমই মনে হচ্ছে)

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫২

জিল্লুর রহমান রিফাত বলেছেন: আমার এক বন্ধু,

আমাকে রোহিঙ্গার বাপ বলেছিল!!!

এরপর তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি।



বিষয়টা খুবই বেদনা দায়ক!!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: রোহিঙ্গা থেকে রোহিঙ্গার বাপ।

কি আর করা আপনিও হাসতে হাসতে বলে দিতেন-তুই রোহিঙ্গার দাদা।


হা হা হা........................................মজা করলাম।

সত্যিই দু:জনক।


ধন্যবাদ।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২

নতুন নকিব বলেছেন:



রীতিমত দু:খজনক। শিষ্টাচার বলে একটা কথা রয়েছে। আমাদের ভেতরে যদি তার কিছু মাত্র থাকতো!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাঙালি পারেনা এমন কাজ নেই।

ব্লগ দিবসের শুভেচ্ছা।


ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.