নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররাও দেখছি আমাদের মত মানুষ (রম্য)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

চাঁপাবাজ-নামক নিকটা ব্লগে বেশ পরিচিত একটি নাম। ব্লগার হিসেবেও বেশ জনপ্রিয়। তার প্রকৃত নাম সোহান।

সোহানের মত আরও কয়েকজন দিন-রাত খাটা খাটি করে সামনের ব্লগ দিবসটিও অনলাইনের পাশাপাশি বাস্তবেও পালন করার জন্য সিদ্ধান্ত নিল।

দেখতে দেখতে ব্লগ দিবস চলে এল। চাঁপাবাজ(সোহান) ব্লগ সম্পর্কিত স্লোগান সম্বলিত একটি সুন্দর টি-শার্ট পরে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য বাসা থেকে বের হল। রাস্তায় নামতেই লোকজন তার দিকে কেমন অদ্ভুতভাবে চেয়ে আছে। কেউ কেউ বলছে-এই দেখ, দেখ ব্লগার যাচ্ছে।

যেখান থেকে র‌্যালি বের হওয়ার কথা সেখানে গিয়ে দেখে কেউ নেই। সে একা। তাকে দেখে জটলা শুরু হল।

ভির জমে গেল। ভিরের মধ্যে থেকে একজন বলল- আরে ব্লগাররাও দেখছি আমাদের মত মানুষ ?

২য় জন- আমি ভেবেছিলাম এলিয়েন জাতীয় কিছু হবে !

৩য় জন- আমি শুনেছি এদের নাকি চোখে দেখা যায় না?

৪র্থ জন-আমি ভেবেছি এরা ভার্চুয়াল জগতেই থাকে বাস্তবে দেখা মেলে না।

৫ম জন- আমি ভাই একে একটু ছুঁয়ে দেখি।

৬ষ্ঠ জন- একটা ছবি তুলি রাখি বাসায় দেখাব।

৭ম জন-চল চল এখান থেকে চলে যাই। এর উপর আবার কে মাহলে পড়ে? পুলিশি ঝামেলা হবে।

৮ম জন-ওরা ধর্মের বিপক্ষে লিখে। ওদেরকে মার দেওয়া উচিৎ।

৯ম জন-একটা সেলফি তুলি? ফেসবুকে দেব।

১০ম জন-এই প্রথম ব্লগার দেখলাম। এখন থেকে আমিও ব্লগ লিখব।

এরকম হাজারো মন্তব্য শুনে দিশেহারা হয়ে একরকম পালিয়ে চাঁপাবাজ(সোহান) বাসায় ফিরে বিধ্বস্ত চেহারা নিয়ে। রাতে সে একটা জ্বালাময়ী পোস্ট দেয়। কোথায় আপনারা ? কোথায় আপনাদের টি-শার্ট, ব্যানার, ফেস্টুন ? এভাবে ব্লগ ও ব্লগারদের হেনস্তা করার মানে নেই।

তবুও ব্লগ দিবসে সবার মঙ্গল কামনা করি।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন ব্লগিং করলেও নিজেকে কেন জানি কখনই ব্লগার মনে হয় না।
ব্লগারদের নিয়ে আমাদের সমাজে কিছু নেতিবাচক মনোভাব আছে আস্তে আস্তে আশা করি সবাই ব্লগিং বিষয়টি বুঝবে।
আর এই দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে।
বাংলা ব্লগ দিবসে আপনাকে অনেক শুভেচ্ছা মাইদুল ভাই।
ভাল একটি বিষয় উপস্থাপন করেছেন।হ্যা ব্লগারাও মানুষ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিষয়টি রম্য আকারে তুলে ধরেছি। যাক আপনি বুঝতে পেরেছেন।

আপনার সাথে সহমত।

যিনি ব্লগ লিখবেন তিনি ব্লগার। আপনি পরিচয় দেন আর না দেন।

শুভেচ্ছা আপনাকেও।


ধন্যবাদ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পড়ে মজা পেলাম। বাসায় কেও জানে না আমি ব্লগিং করি! :P

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমরা যদি না জাতি মা কেমনে সকাল হবে।

জাগতে হবে। জাগাতে হবে।

জানতে হবে। জানাতে হবে।

পরিবার ও কাছের মানুষদের জানানোর মধ্যে দিয়েই শুরু হোক ব্লগিং সম্পর্কে নেতিবাচক ধারনা দূর করা।



ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,





রম্য হলেও অনেক আশাভঙ্গের হতাশা থেকে একটি লেখা ।
আপনার লেখাটি পড়ে আরও একটি বহুল প্রচলিত গল্প মনে পড়ে গেলো।
মেয়েটি চোর দেখতে এসেছে বাবার কাঁধে চড়ে । ভীড়ের ভেতরে লোকজন চোর পেটাচ্ছে । মেয়েটি বাবার কাছে বারবার জানতে চাইছে , চোর কই ? বাবা বলছে ঐতো যাকে পেটাচ্ছে সবাই সে-ই চোর । মেয়েটি অবাক হয়ে বললো," বাবা এতো দেখি মানুষ, চোর কই ? "

ব্লগারদের দুঃখ তাদের সবাই এলিয়েন, নাস্তিক এইটা ওইটা বলেছে কিন্তু বলেনি ব্লগাররাও - মানুষ ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগাররাও মানুষ এবং আর দশজন থেকেও ভাল মানুষ এটা ব্লগারদেরই প্রমাণ করতে হবে।

মানুষের ভুল ধারনা আমাদেরই দূর করতে হবে।


ধন্যবাদ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

চানাচুর বলেছেন: হাহাহা মজা লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক রম্য সার্থক হলো।

ধন্যবাদ আপু।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

চানাচুর বলেছেন: আমাদেরকে একটা সময় আম্মু আর খালারা বলত, খবরদার অনলাইনে কিছু লিখো না :P

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঐসময়টা ভয় মনে গেথে ছিল যদি সন্তানদের কিছু হয়। মা-খালারা এরকমই সহজ-সরল।

উপভোগ করুন ব্লগ দিবস।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: চারিদিকে মানবতার অভাব।শেষমেষ ব্লগারদের শুধু মানুষ হলে অবাক হবো না ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: চারদিকে মানবতা জেগে উঠুক।

ব্লগ দিবস উপভোগ করুন।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: পড়লাম।
ব্লগ দিবসের শুভেচ্ছা আপনাকে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছায় সিক্ত হলাম।

ব্লগ দিবস সুন্দরভাবে উপভোগ করুন।

ধন্যবাদ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগ দিবসে আমাদের অঙ্গীকার হোক ব্লগে আমাদের লেখা হবে শালীন ও সৃষ্টিশীল

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর অঙ্গীকার।

পাঠ ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.......ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ভাই।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।

আরও ভাল ভাল কবিতা লিখুন কবি।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

সাইন বোর্ড বলেছেন: পর্যবেক্ষণ ভাল ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ



শুভকামনা।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: হাহাহা..............
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো.....

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: রম্য পড়ে হাসছেন এটাই সার্থকতা।

ফুলেল শুভেচ্ছা আপনাকেও ।


ধন্যবাদ।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: :D :) B-) দারুন লাগলো ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন মন্তব্য।


ভাল থাকুন।


ধন্যবাদ।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার শুভেচ্ছায় সিক্ত হলাম।


ধন্যবাদ।


আপনাকেও ফুলেল শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.