নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের অদ্ভুত যত নাম-(০২-পর্ব)

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

অনেকেই ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শখের বশে লিখে থাকেন। অনেকে লিখেন ভাললাগা/ ভালবাসা থেকে। অনেকের আবার নেশা হয়েগেছে । না লিখলে ভাললাগেনা।

সামু ব্লগের ব্লগাররা দিনে কমপক্ষে একবার ব্লগে ঢু না মারলে মনে হয় দিনটাই মাটি হয়ে গেল।

স্ব-নামে, বেনামে এখানে অনেই আছেন নিয়মিত/অনিয়মিতভাবে। অনেকের (নিক) নাম বেশ সুন্দর। আবার অনেকের (নিক) নাম বড় অদ্ভুত।কোননা কোন কারণতো আছে এসব নামের পিছনে।

১ম পর্বে অল্প কয়েকজনের নাম প্রকাশিত হয়েছিল। তাতেই বেশ সাড়া পেয়েছি।

আজ ২য় পর্বে বেশ কিছু নিক(নাম) প্রকাশ করা হল-

১।
কাউয়ার জাত
২।
সাইন বোর্ড
৩।
সড় সড় সড়
৪।
কুঁড়ের_বাদশা
৫।
টারজান০০০০৭
৬।
হাঙ্গামা
৭।
কেয়ারলেস হুইসপার
৮।
এলে বেলে
৯।
দূরের আকাশ এ কালো ছায়া
১০।
ভিন গ্রহের মানুষ
১১।
বাবু>বাবুয়া>বাবুই
১২।
ইস টু ফিড
১৩।
বাইনারী কাঠপেন্সিল
১৪।
পাগলা গরু
১৫।
ছাগল চৌধুরী
১৬।
মহিলা ছাগল
১৭।
বুড়া খাটাশ
১৮।
ফ্রিটক
১৯।
অদৃশ্য যোদ্ধা
২০।
দুঃখহীন পৃ্থিবী
২১।
অন্যদৃষ্টি
২২।
প্রশ্নবোধক (?)
২৩।
নেক্সাস
২৪।
তুফান মেল
২৫।
সিফটিপিন
২৬।
পথে-ঘাটে
২৭।
সোজা সাপটা
২৮।
বীরপুরুষ চট্টগ্রাম।
২৯।
হ স ব
৩০।
তটরেখা (১)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

পলাতক মুর্গ বলেছেন: এর থেকেও অদ্ভুত নাম আছে

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: থাকতে পারে। সামনের পর্বে আরও কিছু নাম আসবে।

ধন্যবাদ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

সাহসী সন্তান বলেছেন: Goat মানে যদি ছাগল হয়, তাইলে 'মহিলা ছাগল (১৬ নং)'-এর ইংরেজি কি Woman Goat হবে? ;)

একজন ব্লগার অথচ তার নামের মধ্যে অদ্ভুতুড়ে কোন ভাব থাকবে না, এটা তো ভাবাই যায় না। আপনি যে নাম গুলো উঠাইছেন এগুলো খুবই সাধারণ মানের। খুঁজলে এর থেকেও অদ্ভুত নাম এই ব্লগে পাওয়া যাবে।

আর এধরনের পোস্ট প্রকাশ করলে সেটা এক পোস্টেই শেষ করে ফেলা ভাল। এ ধরনের পোস্ট পর্ব আকারে প্রকাশ করলে সেটাতে মজা পাওয়া যায় না। আর ইন্টারেস্টও থাকে না!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে যেমন সে তেমন নিক নিবে এটাই স্বাভাবিক।

হ্যা খুঁজলে হয়তো আরও অদ্ভুত নাম পাওয়া যাবে। একসাথে সব নাম খুঁজে বের করা সম্ভব নয়।

তাই পর্ব আকারে দিচ্ছি।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

আমি চির-দুরন্ত বলেছেন: ভাই, ৎৎঘৎৎ এই নামটা বাদ গেলো, বারাক ওসামা বিন পুতিন এই নামটাও বাদ গেলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নামসহ বাকি নামগুলো আগামী পর্বে চলে আসবে।

ধন্যবাদ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নামগুলো লিংক আকারে দিলে চট করে প্রোফাইলগুলো দেখে নেওয়া যেত।


ধন্যবাদ ভাই মোঃ মাইদুল সরকার।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিংক দেওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই দেইনি।

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইজান।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

সামিয়া বলেছেন: হুম হুম হুম নাম গুলো অদ্ভুত

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু।

সুখ ও সুন্দরের সাথে হোক নিত্য বসবাস।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

অনিক_আহমেদ বলেছেন: আজ মনে হচ্ছে প্রাণীজগতের অনেকের নাম চলে এসেছে!

অবশ্য আমার ধারণা সব না হলেও কিছু কিছু নিক আমাদের কাছে অদ্ভুত মনে হলেও ব্লগার কিছুটা চিন্তা ভাবনা করেই সেটা রেখেছে। বাকিগুলো হয়ত ফাজলামি বা অন্যকোনো নাম না পেয়ে রাখা হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: যার যার নামের ব্যাখ্যা বা ইতিহাস সেই দিতে পারে। অন্য কেউ নয়।

আপনার মতামতও ঠিক আছে ।

ধন্যবাদ অনিক ভাই।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

নতুন নকিব বলেছেন:



চালিয়ে যান।

ভাল লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।

শুভ কামনা।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

গরল বলেছেন: বৈচিত্র আছে বলেইতো ব্লগ পড়তে এত মজা, আর সেজন্যই নামেও আত বৈচিত্র।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন।


ধন্যবাদ।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

ফ্রিটক বলেছেন: ও মা, এখানে দেখি আমার নামও রয়েছে।ভাই আসল নামে লেখতে ভয় পাই। কারন মন্ত্রী সাহেবতো ঘুষও হালাল করতে চাইছেন!এছাড়া বিভিন্ন ধারার কথাতো জানাই আছে।তাই আজব নামে লিখি,আজব দেশ আজব নামে লেখতে সমস্যা নেই

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেকোন নামে আপনি লিখতে পারেন ভাই। আপনার নিকটা একটু অন্যরকম তাই এখানে এসেছে।

নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।


ধন্যবাদ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই কেমন আছেন?
আজ আড্ডাঘরের দেড়বছর পূর্তি!
আজকের দিনটাতে আপনাকে আড্ডাঘরে আশা করছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অফিসে এসে কাজের ফাকে একবার ব্লগ-এ ঢুকে অন্যকাজ করছি আবার ঢু মারতেই দেখি আমার বাড়িতে আপনার পা পড়েছে।

আড্ডাঘরের দেড়বছর পূর্তিতে দাওয়াত দেওয়াতে আপনাকে আন্তরিক ধন্যবাদ।

দেখি মিষ্টি কিনতে যাচ্ছি । মিষ্টি নিয়ে আড্ডাঘরে হাহির হবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.