নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

*** আন্টি আমাদের চেয়েও আধুনিক***

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

গত সপ্তাহের ঘটনা। আমার ভাইয়ের বউ তাড়িঘড়ি করি তার রুম তালা দিয়ে জরুরী কাজে বাহিরে গিয়েছে। কাজ শেষে ফিরে এসে দেখে ভ্যানিটি ব্যাগে চাবি নেই। আমরা বললাম চাবি কি হারিয়ে ফেলেছ নাকি নিতে মনে নেই।

সে একটু ভেবে নিয়ে বলল-চাবি মনে হয় রুমেই ভুলে রেখে গেছি। এখন উপায় ?

তালা ভাঙ্গার সিদ্ধান্ত হল।

শীল দিয়ে তালাতে কিছুক্ষণ আঘাত করার পর শীল ভেঙ্গে গেল। মহা বিরক্তির মধ্য পড়লাম। রাত বাড়ছে। চাবিওয়ালাও পাওয়া মুশকিল হবে।
অনেক দূরে যেতে হবে চাবিওয়ালা খুঁজতে। এবার রড দিয়ে জোরে জোরে বাড়ি দেওয়া হচ্ছে। আমি নামাজ পড়তে চলে গেলাম। আওয়াজ শুনে বাড়ীওয়ালী এসে হাজির।

কি হয়েছে ? এত আওয়াজ হচ্ছে কেন ?

আন্টি ভুলে চাবি রেখে তালা দিয়ে ফেলেছে। তাই তালা ভাঙ্গার চেষ্টা চলছে।

আন্টি বলল-একটু দাড়াও। আমার স্টকে অনেক চাবি আছে। দেখি ট্রাই করে খুলে কিনা।

আন্টি অনেকগুলো নতুন-পুরাতন চাবি নিয়ে বিসমিল্লাহ্ বলে তালাতে চাবি ঢুকিয়ে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোন কাজ হলনা। এরপর ওনার মোবাইলে নেটে সার্চ দিলেন- সহজে তালা ভাঙ্গার উপায়।

আমরা হাসতে লাগলাম। আর বলতে লাগলাম আরে আন্টিতো দেখছি আমাদের চেয়েও আধুনিক। কথা শুনে উনি একটু লজ্জা পেলেন।

কেয়ারটেকারকে দিয়ে ওনার পরিচিত একজন মিস্ত্রিকে খবর পাঠালেন। কেয়ার টেকার ও সেই মিস্ত্রি দীর্ঘক্ষণ চেষ্টা করে তবে তালা ভাংতে সক্ষম হল।

আমরাও হাফ ছেড়ে বাঁচলাম।

দিন দিন মানুষ অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

শায়মা বলেছেন: সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইন্টারনেট আমাদের বন্ধু।

যেমন আমি দেশী বিদেশী যে কোনো রান্নাই রেঁধে ফেলি......

ছবি আঁকা পুনরায় ঝালাই করে নিতে এই ইন্টারনেটের অবদান আমার কাছে ৯০% ছিলো



এমন হাজারও উদাহরন আছে.....

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা সঠিকভাবে ব্যবহার করলে ইন্টারনেট বন্ধু আর না করলে ক্ষতির কারণ।

আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: হুম এখন সব সমস্যার সমাধান মোবাইল এ

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: মোবাইল এখন অনেক কাজের এবং অকাজেরও।

ধন্যবাদ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ভালকাজে অনলাইনে সাহয্য নিলে সমস্যা নাই কিন্তু আজকাল আমরা অনেকেই অতিমাত্রায় অনলাইন নির্ভর হয়ে যাচ্ছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহসত। প্রথমে নিজস্ব জ্ঞান বুদ্ধিতে কাজ করতে হবে তারপর অনলাইনের সাহায্য নেওয়া যেতে পারে।

মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





পুতিন বলছেনঃ ভ্যানিটি ব্যাগ হবে। ভেণ্টি নয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক করে দিয়েছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সব ধরনের কোর্স আজ নেটে।আন্টিরাও আজ বাদ পড়েনি।অনেক কিছুই শিখে যাচ্ছে অনলাইনে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই অনলাইনের ভালটাই গ্রহণ করুক। এটাই চাওয়া।

অনেক অনেক ধন্যবাদ কাফি ভাই।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তালা ভাঙা সত্যি অনেক বিরক্তিকর,
আমি একবার চাবি হারিয়ে রড়কাটা ব্লেড দিয়ে কেটেছিলাম। কাটাও অনেক কষ্টের ও সময়ের ব্যাপার

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই তাই। অনেকে অনেকভাবে তালা ভাঙ্গার চেষ্টা করে।


পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

মো: রোমান মোল্লা বলেছেন: সুন্দর

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অত্যাধিক প্রযুক্তিনির্ভর হওয়ায় মানুষ কমন সেন্সও হারিয়ে ফেলছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই নয় কেউ কেউ এরকম করছে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ তূর্য্য ভায়া।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

আটলান্টিক বলেছেন: একবার ময়মনসিংহ এর এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম শুক্রবারে।তো জুম্মার নামায পড়ার জন্য আমার বন্ধুরা মসজিদ খুজতে লাগলো কিন্তু আধাঘণ্টা খুজেও একটা মসজিদ পায়না।ওইদিকে নামাযের টাইম হয়ে এসেছে।আমি তখন গুগল ম্যাপ ব্যবহার করে দুমিনিটে নয়টা মসজিদ বের করে ফেললাম।ব্যাস নামায-টামায পড়ে আবার ঘুরাঘুরি শুরু।আল্লাহ ও খুশি আমরাও খুশি।ইন্টারনেট ভালো না কে বললো?ইউটিউব না থাকলে আমি বিলুপ্ত হয়ে যেতাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইন্টারনেট ভাল ও মন্দ দুটারই জায়গা। যে যেটা বেছে নেয়।

ঘটনা শেয়ারের জন্য ধন্যবাদ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

মনিরা সুলতানা বলেছেন: হাতের মুঠোয় সব ।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিজি লাইফ ইজি করে দিয়েছে নেট। অফিস থেকে শুরু করে পড়া-লেখার খবড় সব এখন হাতের মুঠোয়।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

Sujon Mahmud বলেছেন: ইন্টারনেটে দুটো দিক আছে। যে যেটা পছন্দ করে :) :(

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

আবু তালেব শেখ বলেছেন: হাতের মুঠোয় বিশ্ব

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে কোন তথ্য সার্চ দিয়েই জানা যাচ্ছে।

ধন্যবাদ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

জাহিদ অনিক বলেছেন:

আপনি ঠিক কোনটাতে মজা পেয়েছেন ?
আন্টির মোবাইলে তালা ভাঙার সহজ উপায় খোজা দেখে নাকি তার স্টকের চাবি দিয়ে তালা খুলতে ব্যর্থ হওয়ার?

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আন্টির মোবাইলে তালা ভাঙ্গার সহজ উপায় দেখে মজা পেয়েছি।

আপনার কাছে কোনটি মজার মনে হয়েছে?

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ভালো একটা পোষ্ট দিয়েছেন।
অনলাইন একটা সমস্যা হয়ে দাড়িয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনলাইনে সমস্যাও আছে আবার সমাধানও আছে।

ধন্যবাদ।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আখেনাটেন বলেছেন: আসলেই তো স্মার্ট অান্টি। প্রোমট সি্দ্ধান্ত নিতেও দক্ষ মনে হচ্ছে। বু্দ্ধিমতী মহিলা।

যাক সমাধান শেষ-মেষ হয়েছে। ভীষণ টেনশনে ছিলাম। :)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমাধান না হলে কি আর উপায় আছে ?


ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

তাসবীর হক বলেছেন: হাহা।উনার বুদ্ধি তো ভালোই!চাবি না হারানোর সহজ উপায় সার্চ দিয়ে দেখি...কি আসে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম আমার ব্লগে।

সত্যি উনি বুদ্ধিমতী রমনী।

আপনি সার্চ দিয়ে কি পেলেন জানাবেন।

ধন্যবাদ।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে কী তাই? আমারতো মনে হয় আমরা অন্যর উপর নির্ভরশীল হয়ে পড়ছি অনলাইনতো একটা মাধ্যম মাত্র।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই দিন দিন পরনির্ভর হয়ে যাচ্ছি আমরা।

যুগটাই বদলে গেছে। নাকি মানুষ সব বদলে গেছে যমানা ঠিকই আছে ?

ধন্যবাদ ভাইয়া।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন ধরনের একটা ডিজিটাল ঘড়িতে এলার্ম দেয়ার জন্য অপশান খুঁজে পাচ্ছিল না রুম পার্টনার। আমি ইউটিউব-এ গিয়ে সমাধান খুঁজে পেলাম...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক কিছুই সহজে সমাধান পাওয়া যায় অনলাইনে।

ছোট্ট ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একদম অপ্রাত্যাশিত কাজ করেছিল আন্টি। :)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ যুগের আন্টি যে...........................

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬

কলাবাগান১ বলেছেন: অনলাইনে পরীক্ষা নেই ...ছাত্র/ছাত্রীরা বাসায়/হলে/ বসে/বাসে বা ট্রেনে ভ্রমনের সময়ও সরাসরি পরীক্ষা দিতে পারে...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: লাইফ এখন কত ইজি। সুন্দর বলেছেন।


ধন্যবাদ।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

অর্ধ চন্দ্র বলেছেন: তাহলে তো পূর্বে আপনি ভালো করে আন্টিকে খেয়ালই করেন নাই B-)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি খুব আমলদার মহিলা সেটা আমার জানা ছিল কিন্তু সেই সাথে আপ টু ডেটও তা জানা ছিলনা।


ধন্যবাদ।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ এখন কিছু জানতে হলে গুগলে যায়, পন্ডিতের কাছে যায়না।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: গুগলই এখন সেরা পন্ডিত।

হা. হা. হা...............................


ধন্যবাদ।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কি মন্তব্য করব তাই ভাবছি !! প্রযুক্তির কল্যান ও অকল্যান দুটি দিক আছে।এখন যে যেভাবে নেয়। B:-)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ভাল, মন্দ দু'ই তোমার হাতে। এখন সেটা তুমি বেছে নাও । ব্যাপারটা এরকই।


ধন্যবাদ।

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

নূর-ই-হাফসা বলেছেন: এই ধরনের আন্টিদের অনেক ভালো লাগে । কি সুন্দর যুগের সাথে খাপ খাইয়ে নিয়েছে ।
আপনার কাহিনী টা শেয়ার করার জন্য ধন্যবাদ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে শিশির ভেজা শিউলী ফুলের শুভেচ্ছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.