নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

**সর্প প্রতিশোধ**

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫


সুযোগ বুঝে যে কোন প্রাণী তার উপর অত্যাচারের প্রতিশোধ নিতে তৎপর থাকে। সে বছর উত্তর বঙ্গে খুব কুয়াশা পড়েছিল শীতকাল আগমনের সাথে সাথে। আমরা ক'জন বন্ধু স্কুলে যাবার আগে কিছুটা সময় খেলা-ধুলা করছিলাম।

হঠাৎ একটা কাঁটাওয়ালা ছোট গাছে দেখি একটি মাঝারি আকৃতির সাপ শুয়ে আছে যেন রোদ পোহাচ্ছে। প্রথমে আমরা কেউ কিছু বললামনা। ভেবেছি আমাদের আওয়াজ পেলে এমনি চলে যাবে।

কিন্তু আমাদের কথা, হাসি, শব্দ, আওয়াজ পেয়েও ভয়ে সাপটি পালিয়ে গেলনা। কান্ড দেখে একজন বলল-ওরে বাবা এর তো দেখি সাহস কমনা। চল একে মেরে ফেলি। যেমন কথা তেমন কাজ। আমরা ইটের টুকরা ও মাটির ঢেলা দিয়ে সাপটিকে লক্ষ করে ডিল ছুরতে লাগলাম।
সাপটি জিহ্বা বের করে গাছ থেকে নীচে নেমে গেল। এভাবে মারা যাবেনা দেখে সাহসী দু'জন কোথা থেকে লাঠি নিয়ে এসে বাড়ি দিতে লাগলো।কিন্তু আমাদের সব উৎসাহ উদ্দিপনায় পানি ডেলে সাপটি ভোজবাজির মত উধাও হয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজেও তার হদিস পাওয়া গেল না।

তখন একজন বলল- আমরা যে সাপটাকে মেরে ফেলতে পারলামনা, সাপটা এবার আমাদের ক্ষতি করে প্রতিশোধ নিবে দেখিস !

আরেকজ বলল-যা এসব মিছে কথা। ও- আমাদের চিনবে কি করে?

অন্যজন বলল- কেন সিনেমায় দেখিসনি, আহত সাপেরা বাসায় গিয়ে কামড়িয়ে প্রতিশোধ নেয়।

আমি বললাম-ওটা ছবিতে দেথায়, ওটাতো বাস্তব নয়।

সর্বশেষজন বলল-আমাদের সাবধানে থাকতে হবে। নতুবা আমাদের বিপদ হবে।

সেদিন যার যার মত বাসায় চলে গিয়েছি। স্কুল করেছি , বিকালে খেলেছি। সন্ধ্যায় পড়তে বসেছি। একটু পরেই শোরগোল শোনাগেল। বাসা থেকে নীচে নেমে দেখি একজন আর্মি আংকেল একটা সাপ মেরেছে। সাপটা রানাদের বিল্ডিং-এ ঢুকার চেষ্টা করছিল।

আমরা সবাই বলাবলি করতে লাগলাম-আরে এটাতো সেই সাপ। সেটা আমরা মারতে পারিনি। কি ভংকর। সাপটা প্রতিশোধ নিতে এসেছে। প্রথমে রানাকে তারপর একে একে সবাইকে দংশন করতো। তারপর থেকে আমাদের ছোট্ট মনে গেথে গেছে আহত সাপেরা প্রতিশোধ নেয়। যাক বড় বাঁচা বেঁচে গেছি।

ভাবছি ঘটনাটা নিয়ে ছোট গল্প লিখব।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

মোস্তফা সোহেল বলেছেন: গল্পটা লিখেই ফেলুন মাইদুল ভাই।
ছোট থাকতে আমরাও ভাবতাম সাপেরা প্রতিশোধ নিতে আসে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ সোহেল ভাই।

আসলেই ছোট কালের বিভিন্ন ঘটনা আমাদের মনে দাগ কেটে যায়।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো।
তবে আপনার এই রকম সাপের ঘটনা আমাকে আমার জীবনের একটি বাস্তাব ঘটনা মনে করিয়ে দিলেন। সেটা ছিলো ২০০৯ সালের ঘটনা। ছোট্টবেলার ঘটনা, আজো চোখে চোখে ভাসে সেই দৃশ্যগুলো কী করুন ঘনটা। আমি । তবে সত্যিটা হলো সাপে প্রতিশোধ নেয়, ওরা খুব ভয়ংকর। ওদের কেউ কিছু বললে তার প্রতিশোধ নিবেই।
আমি একদিন আমার ঘটনাটি লিখবো আগে আপনারটা পড়ি তারপর।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ঘটনাটা পড়ার অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ আপু।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: লিখে ফেলুন।

আমি সাপ খুব ভয় পাই।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকেই ভয় পায়।


ধন্যবাদ রাজীব ভাই।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছোটসময় অনেক শুনেছি সাপের এরকম প্রতিশোধ নেয়ার কথা। বিশ্বাসও করেছি, এখনো করি।
আমাকে একবার সাপে কামড়েছিল, তাই এর বিষের জ্বালাও বুঝি অনেকটা।
আপনারা সময়মতো টের পেয়ে বেঁচে গেছেন, সেজন্য শুকরিয়া।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করার জন্য এবং পাঠ ও মন্তব্যে শুকরিয়া।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

নতুন নকিব বলেছেন:



সরকার সাহেব, ভাল লাগলো উপস্থাপনা।

সাপ নিয়ে অনেক স্মৃতি রয়েছে আমাদেরও।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: নকিব ভাই,

সাপ নিয়ে আপনার স্মৃতি/ঘটনা জানার ইচ্ছে রইল।

একদিন সময় করে পোস্ট করুন আমরা সবাই পড়ে আনন্দিত হই।

ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


ভাবছেন, এরপরেও ছোট গল্প লেখা হবে? এখনকার পোষ্ট কি গল্প নয়?

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই পোষ্টতো সত্যি ঘটনাটার উপস্থাপন।

আর ছোট গল্প হবে-বাস্তব ঘটনার সাথে কিছুটা কল্পার মিশেলে।


ধন্যবাদ। সারা বছর ভাল কাটুক।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সাপ নিয়ে এমন অনেক কিছু আগেও শুনেছি।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাপ নিয়ে গল্প, কাহিনী, বাস্তব ঘটনার শেষ নেই।


ধন্যবাদ। শুভকামনা। নতুন বছরটা ভাল যাক।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাপের প্রতিশোধ সিনেমায় দেখেছি। বাস্তবে বাঘ প্রতিশোধ পরায়ন হয়ে থাকে।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ কেউ বলে সাপও নাকি বাস্তবে প্রতিশোধ নেয়। সিনেমায়তো অহরহ দেখা যায়।

ধন্যবাদ গিয়াস ভাই।

ভাল থাকুন।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম হলে আসলেই মনে হয় প্রতিশোধ!!!

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: জানিনা সত্যিটা কি ? সাপটি প্রতিশোধ নিতে এসেছিল নাকি এমনি এসেছিল সেটা বুঝা বড় দায়।


ধন্যবাদ । বছরটা সুন্দর কাটুক।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

আটলান্টিক বলেছেন: ভাইয়া আসলেই কি প্রতিশোধ নিতে এসেছিল?শুনেতো আমার ভয় করছে

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাপের মনের কথা কি করে বলব। অবস্থা দেখে তাই মনে হচ্ছিল-প্রতিশোধ নিতে এসেছিল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

মরুচারী বেদুঈন বলেছেন: সাপ জিহ্বা দিয়ে শুনতে পারে!

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা। সেটা জানা আছে।

ধন্যবাদ।

ভাল থাকবেন।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া আমার গল্পটি ব্লগে দিয়েছি সাপের গল্পটি। পড়ে দেখে কি ভয়ংকর।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। অবশ্যই পড়ব।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

কামরুননাহার কলি বলেছেন: গল্প বললে ভুল হবে আসলে ওটা একটি সত্যি ঘটনা।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম। সত্যি ঘটনা হলেতো আর কথাই নেই।

জানানোর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.