নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

### যে কাজগুলো আমরা এখন আর গুনাহ্ মনে করিনা ###

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

দিন দিন আমাদের ধর্মীয় মূল্যবোধ হ্রাস পাচ্ছে। আশঙ্কাজনক হারেই হ্রাস পাচ্ছে।বিভিন্ন কারণেই আমরা ধর্ম -কর্ম থেকে সরে যাচ্ছি। আধুনিকতার এ যুগে অনেক কিছুই যা গুনাহ্ বা পাপের কাজ সেগুলোকে গুনাহ্ মনে করছিনা।

১।
গনা গাওয়া, শোনা ও দেখা।
হামদ্ নাথ ব্যতীত বাদ্যযন্ত্রসহকারে গান গাওয়া, শোনা ও দেখা গুনাহের কাজ। কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম গান যে গুনাহের কাজ তা হয়তো জানেইনা।

২।
টিভি দেখা।
সারা বিশ্বের সবখানেই মানুষ এখন টিভি দেখে। কিন্তু নাটক, সিনেমা, বিজ্ঞাপন (যা বেগানা নারী-পুরুষের সমন্বয়ে একত্রে উপস্থিতি) উপভোগ গুনাহ্ ছাড়া আর কোন কিছু নয়। যদিও তা শিক্ষনীয় হয় তবুও গ্রহনযোগ্য নয় । কিন্তু টিভি দেখা এখন পান্তা ভাতের মত। গুনাহকে থোরাই কেয়ার করে।

৩।
বিড়ি সিগারেট/ ধূম পান করা।
মদ খাওয়াকে গুনাহ এর কাজ মনে করলেও বিড়ি সিগারেট/ধূম পান করাও যে গুনাহ তা আমরা এখন আর মনেই করিনা। যেখানে সেখানে ইচ্ছেমত ধূম পান করেই যাচ্ছে মানুষ।

৪।
খেলা ধুলা।
খেলা ধুলা শরীরের জন্য ব্যায়াম ও উপরকারী তা আমরা সবাই জানি। কিন্তু সব খেলা ইসলামে বৈধ নয় তা আমরা ক'জনে জানি।

৫।
ইচ্ছাকৃত বেগানা নারী-পুরুষ দেখা।
ইচ্ছে করে বারবার পথে, ঘাটে, হাটে, মাঠে, অফিস, আদালতে বেগানা নারী-পুরুষের দিকে তাকানো জায়েয নেই তা আমরা ক'তজনে জানি এবং মানি ?

৬।
গীবত/ পর নিন্দা করা।
পরনিন্দা করা আমাদের স্বভাবের সাথে মিশে গেছে। না করলে ভাল লাগেনা। কিন্তু এটাযে মারাত্মক গুনাহ্ তা আমরা মানতে চাইনা।

৭।
মিথ্যা বলা।
মিথ্যা বলা পাপ এটা আমরা জানি কিন্তু প্রতিদিন মিথ্যা না বলে ক'জন থাকতে পারি।

৮।
ছবি তোলা বা উঠানো।

এখন ছবি তোলা যে একটা গুনাহ এর কাজ তা শুনলে বর্তমান প্রজন্ম আকাশ থেকে পড়বে। নিতান্ত প্রয়োজন না হরে ছবি তোলা বা উঠানো ইসলামে সম্ভবত অনুমোদন নেই। এ সম্পর্কে কঠিন হুশিয়ারি হাদিসে এসেছে। কিন্তু মোবাইলে ক্লিক ক্লিক করে ছবি না তুললে আমাদের পেটের ভাত হজম হয়না।

এরকম আরও কত কত বিষয় আছে যা গুনাহ এর কাজ কিন্তু আমরা তা অবলীলায় করে যাচ্ছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

কামরুননাহার কলি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর কিছু কথা বলেছেন। কিন্তু আসলেই এগুলো আমরা কেউ মানিনা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ কলি আপু।

হ্যা বর্তমান যুগে এগুলো মানা কঠিন। তবু মানা উচিত।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া শিরোনামটি হয়তো একটু ভুল হয়েছে যদি ঠিক করে দিতেন। ‘কাগ’ নয় হয়তো ‘কাজ’ হবে ওখানে

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য আবারও ধন্যবাদ।

আসলে ২/৩ বার পোস্ট দেওয়ার পরও নেটে ঝামেলা থাকায় পোস্ট হচ্ছিলনা।

তাই শেষবারে শিরোনাম লিখতে গিয়ে তাড়াহুড়াতে ভুল হয়েছে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

আটলান্টিক বলেছেন: ভাল বলেছেন।বানানের দিকে একটু খেয়াল রাখবেন।'৮' নম্বর লাইনের সাথে দ্বিমত

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৮ নং এ যা বলেছি এসংক্রান্ত কথা হাদিসে আছে বিস্তারিত পাঠে ভুল ভাংবে আশা করি।

ভাল থাকুন।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

মিথী_মারজান বলেছেন: টিভি তে তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও হয়ে থাকে। তাহলে ধর্মীয় অনুষ্ঠানগুলো কেন হুজুররা প্রচার বা নির্মাণ করেন?
আর খেলা ধূলা যে হারাম এটা জানতাম না। শিশুদের জন্যও কি এই এমনটা?
ছবি তোলা গুনাহ কিন্তু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আর স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে এমনটা না করে কি উপায়!

যাবতীয় গুনাহ্ থেকে মহান আল্লাহ্ আমাদের হেদায়েত করুক, আমিন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে ধর্মীয় অনুষ্ঠান হয় একটি/দুটি তা আবার ৩০ ঘন্টা বা কম বেশি।
ধর্মীয় অনুষ্ঠান দেখার নামে টিভি দেখা গ্রহনযোগ্য নয়।

সব খেলা হারাম বা গুনাহ্ নয়।

জরুরী ক্ষেত্রে আপনি/আমি ছবি তুলব সেটা হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু শুধু বিনা কারণে ছবি তুলে নেটে আপলোড করা বা মোবাইলে ছবি তোলা সমীচীন নয়।
ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
আল্লাহ আমাদের ক্ষমা করুন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: টিভি দেখা গুনাহ এরকম বলাও যায় না। কারণ টিভিতে তো কিছু না কিছু ভালো অনুষ্ঠান হয়ই। এখন যে যেভাবে ব্যবহার করে তার উপর নির্ভর করে সে গুনাহ করছে কিনা। হুম, সব খেলা বৈধ না। যেমন- দাবা, লুডু, মুখে আঘাত করা হয় এরকম ফাইটিং ইত্যাদি।
ছবি তোলার ব্যাপারে বোধহয় মতভেদ আছে। তবে অকারণে, অপ্রয়োজনে ছবি তোলা উচিত না এ ব্যাপারে সব আলিম বোধহয় একমত।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: টিভি দেখা বাদ দিয়ে আপনার সাথে সহমত অয়ন ভাই।

ধন্যবাদ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা, সমস্যা নাই। আমি নিজেই টিভি দেখি না। :#) কাল যে বাংলাদেশের খেলা ছিল তাও জানতাম না। =p~

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: খেলা ধুলা থাকলে মাঝে মাঝে ঢু মারতে পারেন টিভিতে আমার মত। যত টিভি কম দেখা যায় ততই মঙ্গল।

ধন্যবাদ ফিরতি মন্তব্য করার জন্য।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: মওলানা সাদ এর একটা পয়েন্ট ছিল ক্যামেরা মোবাইল ব্যবহার না করা

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব কিছুরই ভাল মন্দ আছে।

আমরা ভালটা গ্রহণ করলে সমস্যা নেই। কিন্তু খারাপটা গ্রহণ করলে আমাদেরই ক্ষতি।

ধন্যবাদ তারেক ভাই।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

মোস্তফা সোহেল বলেছেন: এই সব পাপ করতে করতে এক সময় আমাদের অনুভুতি মরে যায়।
আল্লাহ আমাদের সকল পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

সুন্দর মতামত।

ধন্যবাদ ভাইজান।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো পোষ্ট। এর চেয়ে বেশি মন্তব্য করলাম না কারণ আমার নিজেকে আগে শুধরাতে হবে!

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি আমরা যদি সবাই নিজেকে শুধরাতে পারতাম।

তখন পৃথিবীটাই স্বর্গ হত।

ধন্যবাদ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ঘুষ-দুর্নিতী, সরকারি অর্থ লোপাট, ব্যাঙ্কঋন নিয়ে ফেরত না দেয়া এসবও তো হারাম হওয়ার কথা।

ওয়াসা বা তিতাস গ্যাস অফিসে গেলে দেখবেন চাপদাড়ী ছোটমোচ গোলটুপিওয়ালা
নামাজের টাইমে এদের অফিসরুমে পাবেন না। মসজিদে।
দেখবেন এদের টেবিলে ঘুশের রেট বেশী।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘুষ-টুস এগুলোকে মানুষ এখনও মন্দকাজ বা গুনাহ মনে করে গোপনে লেনদেন সারে।

আসলে যে যেমন কর্ম করিবে সে তেমন ফল লভিবে।

ধন্যবাদ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

গরল বলেছেন: ধর্মের চেয়ে টুপি বেশী, শস্যের আগাছা বেশী।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম ভাবলে আপনিও এসবের বাহিরে নন।

ধন্যবাদ।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ অনেক পাপবোধ অনিশ্চায় কিংবা স্বেচ্ছায় মেনে নিয়েছে, যা দুঃখজনক।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই দুঃখজনক।

ধন্যবাদ।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: ইসলামে সবই হারাম। আধুনিক জীবনের প্রতিটি জিনিসই, তা টিভি থেকে ফ্যান হোক না কেন সবই হারাম। শুধু সারাদিন ঘরে বসে জিকিরে খায়ের করবেন আর বেহেশতে সত্তরটি হুরের স্বপ্ন দেখতে থাকবেন। আধুনিক শিক্ষা হারাম, বাচ্চাকাচ্চাকে কওমীতে পড়াবেন।
যাহোক, জনৈক খ্রিস্টান কর্তৃক আবিষ্কৃত ইন্টারনেটও হারামের পর্যায়ে পড়ে। এসব হারাম জিনিস বাদ দিন।
মুসলমান যে দিনদিন পিছিয়ে পড়তে বাধ্য সেটা আপনাদের মতো জোকারগুলোকে দেখলে বোঝা যায়।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: হে আধুনিক মনস্ক যুবক,

আপনি কি জানেন না ইসলাম কখনো আধুনিকতার অন্তরায় নয়। ইসলাম সবচেয়ে আধুনিক, যুগোপযোগী, সুন্দর ও পরিপূর্ণ একটি ধর্ম।
পশ্চিমা সমাজ ব্যবস্থায় গা ভাসিয়ে ইসলামকে দোষারোপ করা আপনাদেরই শোভা পায়।

ইসলামকে আকড়ে ধরতে না পেরেই মুসলিমরা দিন দিন পিছেয়ে পড়ছে। হারামকে হারাম ও হালালকে হালাল মনে না করলে সে আর কিসের মুসলমান?

ইমলাম মনলেতো আর যা ইচ্ছা তা করতে পারবে না। তাই ইসলামের ভাল-মন্দ লেখা দেখলেই অনেকের গা জ্বালা করে।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবীর ভাই মতামত দেওয়ার জন্য।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। বেশ সুন্দর করে বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু এগুলোর কিছু কিছু আমাদের দৈনন্দিন জীবনে মিশে গেছে তাই এই গুলো থেকে দূরে সরে থাকা বেশ কষ্টসাধ্য ব্যাপার। যেমন ছবি নিত্য প্রয়োজনে তুলতে হয়, তাই অপ্রয়োজনেও তুলে ফেলি। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল ভিডিও করে ইসলাম প্রচারে কাজ করে থাকি। কিন্তু ছবি তোলা জায়েজ না হলে ভিডিও জায়েজ হওয়ার কথা নয়। আর যদি ইসলাম প্রচার ও প্রসারের উদ্দশ্যই ভিডিও জায়েজ হয় তবে অন্যান্য শালীন ভিডিও জায়েজ হওয়ার কথা।
গানের ক্ষেত্রে একটি মাত্র যন্ত্র জায়েজ আছে। তৎকালীন যুগে ঢোলের মত কিন্তু এক পাশে ফাঁকা যন্ত্র বাঁজিয়ে গান করা হত। সুতরাং এই বিষয়ে আরো একটু গবেষণার দরকার আছে। গুল জোর্দাও নিষিদ্ধ কিন্তু আমাদের নিত্যনৈমিত্তিকভাবে চলে। ধুমপান নিষিদ্ধ হলেও এরাবিকরা এক ধরনের ধুম পান করে এই মূহুর্তে নামটি ভুলে গেছি, ঐ ধুমপান সিদ্ধ হতে পারে। তাই বলা যেতে পারে আমরা যেমন ধর্ম কর্ম থেকে সরে যাচ্ছি তেমনই কিছু মিস কনসেপ্টও থাকতে পারে।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক সুন্দর ও গঠনমূলক মতামত দিয়েছেন ভাইয়া।

ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

পদ্মপুকুর বলেছেন: এখন ধর্মীয় বোধগুলো কমতে কমতে এ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে যে এ ধরণের পোস্টে অংশগ্রহণ করার আগ্রহও হয় না।

আসলেই আপনি যেগুলো বলেছেন, বেশিরভাগ মুসলিমই এখন এগুলোকে গুনাহ হিসেবে জানে না। বরং বলতে গেলে উৎকট তর্ক জুড়ে দেয়, উপরেই যেমন একজন বমি করে গেলেন।

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন ভাই।

এত সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকেও ভাল রাখুন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.