নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

%%%দেশী বলে বেশি লাভের পায়তারা%%%

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮



আজকাল বাজার ছেয়ে গছে হাইব্রীড শাক-সবজি ও ফল মূলে। আর মাছের বাজার চাষের মাছে সয়লাব।

ইদানিং দেশের প্রায় সব জায়গায় দেশী শাক-সবজি ও মাছ বলে বিক্রেতা ক্রেতাকে আকর্ষণ করছেন। এতে যারা অনিভিজ্ঞ তারা ফাঁদে পা দিয়ে ঠকছেন। দেশী মনে করে চাষ ও হাইব্রীডের সবকিছু খাচ্ছেন।

দেখা যাচ্ছে ব্যবসায়ী বা বিক্রেতা চাষের কৈ মাছ বা টেংরা মাছ তুলে বড়গুলো সাজিয়ে রেখেছে একপাশে আর ছোটগুলো অন্যপাশে রেখে বড়গুলোকে চাষের বলে দাম একটু কম হাকেন এবং ছোটগুলোকে দেশী বলে দাম বেশি চান। এখন না বুঝে আপনি চাষের ছোট কৈ/টেংরা বেশি দামে কিনে দেশী মাছ মনে করে আত্মতৃপ্তি লাভ করবেন।

কিন্তু আপনি চাষের মাছ কিনে ঠকেছেন সেটা বুঝতে না পারলে আপনার পরিশ্রমের টাকা জলে গেল।

এমনিভাবে শাক-সবজি, ফল-মূল সবকিছুই যেগুলো ছোট সেগুলো আলাদা করে দেশী বলে বেশি লাভের বিক্রির পায়তারা করছে ব্যবসায়ীরা।

দেশজুড়ে চলছে এমন এমন বাটপাড়ী আর অসাধুতা।

জনগণের সচেতন হওয়া জরুরী এবং সরকার ও প্রশাসনের এব্যাপারে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: নিজেকেই বেশি সচেতন হতে হবে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সচেতন না হলে ধরা খেতে হবে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

বিজন রয় বলেছেন: সব এখন ভেজাল।
তাই সঠিক জিনিষ সম্পর্কে নিজের ধারণা থাকতে হবে।

সচেতনমূলক পোস্ট।
+++

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি বিজন দা,

সব জিনিষ সম্পর্কে ধারনা না থাকলে পদে পদে ঠকতে হয়।

ধন্যবাদ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

আবু তালেব শেখ বলেছেন: দেশি জিনিষ সহজে চেনা যায় তাই মাছ হোক বা সব্জি। নিজেরা একটু সচেতন থাকলে প্রশাসনের দরকার কি?
বড় বড় ইস্যু যেখানে অমিমাংসিত সেখানে সামান্য বিষয়ে প্রশাসনেের হস্তক্ষেপ চাওয়া বোকামি

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: চেনা যায় কিন্তু যে হারে ভেজাল হচ্ছে অচিরেই চেনা যাবেনা।

আর কোন বিষয় ছোট থাকতে নজড় না দিলে পরে সমাধান করতে গেলে হিম শীম খেতে হয়।

ধন্যবাদ মতামতের জন্য।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: আমি গ্রামের ছেলে তাই নকল জিনিষ দেখলে আমি কমবেশি ধরতে পারি। কিন্তু এটা যারা পারে না, তারা প্রায়শ ঠকে।
আমি মাঝে মাঝে বিক্রেতাকে পরখ করি, দেখি সে কত সহজেই নকলকে আসলে বানাতে চেষ্টা করে, পরে আমার কাছে ধরা খেয়ে হেসে দেয়।

হা হা হা ..........

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: একই অবস্থা আমারও।

বিক্রেতা যখন ধরা পড়ে তখন একটা হাসি দয়েই পাড় পাওয়ার চেষ্টা করে বা স্বীকার করে নেয় সে ভুল করেছে।

সুন্দর মতামত ব্যক্ত করেছেন দাদা।

ভাল থাকুন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: পুরো দেশটাই অসৎ মানুষে ছেয়ে গেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও সৎ থাকার চেষ্টা করতে হবে।

ধন্যবাদ ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

জনৈক অচম ভুত বলেছেন: যে যেভাবে পারছে বাটপাড়ি করে যাচ্ছে। সচেতনতার বিকল্প নেই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভুত সাহেব ঠিক বলেছেন।

সচেতনতার বিকল্প নেই।

ভাল থাকুন।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

আটলান্টিক বলেছেন: ব্লগে লেখা চুরি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাজার হাজার লাইক পাচ্ছে এমন লোকের সংখ্যাও কম না ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: জানি তা কম নয়।

তাইতো ব্লগে কপি, পেস্ট উঠিয়ে দেওয়া হল।

তবুও যারা চুরি করে শত ধিক তাদের।

আপনি কি ভয়ে আছেন আপনার লেখা চুরি হওয়ার।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

আটলান্টিক বলেছেন: :) :) :) হা হা হা যেদিন আমার লেখা চুরি হবে সেদিন ভাববো আমি বিদ্যাসাগর হয়ে গেছি ;) ;) ;)

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি ?

খারাপ লাগবেনা।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

আটলান্টিক বলেছেন: আগে চুরি হোক ভাইয়া।তারপর বলা যাবে খারাপ লাগবে কিনা :) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধরুণ আপনি একটি গল্পের প্লট ভেবে রেখেছেন। আমি সেই প্লট ও ভাবনা নিয়ে গল্প পোস্ট দিলাম।

কেমন লাগবে ব্যাপারটা। এটাকে আবার ভাবনা চুরি বলা হবেনাতো।

হা।হা।হা..............................

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবাই সাধারণ মানুষ কে ঠকানোর ধান্ধায় থাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই সাবধান থাকা জরুরী।

ধন্যবাদ।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: সবচেয়ে বেশি ঠকি আমি।
নদীর বলে চাষের মাছ দিয়ে দেয়। নকল পন্য দিয়ে দেয়। মেয়াদ উরত্তীণ জিনিস দিয়ে দেয়। মাপে কম দেয়। ওদের সাথে চালাকিতে পারি না।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: চালাক হতে হবে রাজীব ভাই।

তানা হলে যে যেভাবে পারবে ঠকাবে।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভেজাল আর ভেজাল চারিদিকে ভেজাল।এখন মন্দের ভাল পাওয়াটা মুশকিল।


সচেতনমূলক পোস্ট।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভেজালে ভরে গেছে দেশ
কি সর্বনাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.