নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ওরা ভারত যায়, ক্যান যায়............

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫



আমাদের গ্রামের একেবারে উত্তর পাশে সনাতনধর্মী লোকদের বসবাস। ছোটবেলায় কত পূজা-পার্বনে যে হিন্দু পাড়ায় গিয়েছি তা বলে শেষ করা যাবেনা। খুব ঝাঁজাকজমক হত সেসব অনুষ্ঠান। সুন্দর সুন্দর মনসা গড়া হত। কত রূপ কত মাধুর্য যে দেখেছি সেসব প্রতিমায় তা স্মৃতির পাতায় আজও অম্লান হয়ে আছে।

সেই সব বাড়ির লোকজনের মধ্যে ২/১ জন ইন্ডিয়া থাকতো। কিছু দিন পর পর দেশে এসে একজন/দুইজন করে পরিবারের সদস্য নিয়ে যেত খুব গোপনে।

কিন্তু একদিন আমরা দেখলাম ৫/৬ ঘর পুরা পরিত্যক্ত। কোন মানুষের সাড়া নেই। ঘর, পুকুর, গাছ-গাছালি সবই আছে শুধু মানুষগুলো নেই।
পরিচিত মুখগুলো চিরতরে চলে গেছে গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে, দেশ ছেড়ে।

জানা গেল সমিতির কাছে অতি গোপনে ঘর-বাড়ি, পুকুর, গাছ-পালা সব বিক্রি করে রাতের আধারে ওরা ভারত চলে গেছে। আমরাতো অবাক। কেউ কিছু টের পেলনা। এতগুলো মানুষ একরাতেই নাই হয়ে গেল।

আর কোন দিন তাদের দেখবনা। পূজা, মনসা দেখা হবেনা, কথা হবেনা কারো সাথে ভাবতেই মন খারাপ হয়ে গেল।

ওরা ভারত যায়, ক্যান যায় ?

এদেশ-কে কি ওরা নিরাপদ মনে করেনা ?

এদেশ কি মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান, উপজাতী (সকলের নয়!)। তবে কেন এভাবে দেশ ত্যাগ ?

ছবি- গুগল থেকে নেওয়া।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

কামরুননাহার কলি বলেছেন: তাই তো তারা কেন যায়?

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হিন্দুস্তানকে আপন ও নিরাপদ ভাবে তাই হয়তো যায়। আবার অন্য কারণও থাকতে পারে।

ধন্যবাদ কলি আপু পাঠ ও মন্তব্যে।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

কামরুননাহার কলি বলেছেন: হুম হয়তো তাই হবে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভকামনা জানবেন। আপনার ভাই কি ব্লগ লিখেন ?

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজের পৈতৃকভূমি ছেড়ে কেউ কি বিদেশ যেতে চায়? বলছেন এদেশকে তারা আপন ভাবে না। নাসিরনগর, রংপুরের ঘটনা ইতিমধ্যেই বিস্মৃত হয়ে গেছে? জান-মালের নিরাপত্তা না পেয়ে ওরা থাকবে কীভাবে? চোখে তো কালো চশমা পরে আছেন, দেখবেন কীভাবে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কালো চশমা পড়ে নেই । সবই জানা আছে। ভারতে কি এধরনের ঘটনা ঘটছেনা ?

তাহলে দেশ ছাড়াই সমাধানর! বরং দেশে থেকে অধিকার আদায় করাই উত্তম।

আর যদি হিন্দুস্থানকে স্বর্গ ভেবে দেশ ত্যাগ করে তবে তা আলাদা কথা।

ধন্যবাদ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

আটলান্টিক বলেছেন: কেউ যায় নিরাপত্তার অভাবে আবার কেউ কেউ মনে হয় অন্যদের দেখাদেখি ইন্ডিয়া চলে যায়।একাত্তর এর পর থেকে সনাতন ধর্মীদের মনে চিরস্থায়ী ভাবে এটা ঢুকে গেছে যে ভারতই হলো তাদের আবাসস্থল।তাই তারা দলে দলে দেশ ত্যাগ করছে।শুধু সনাতন ধর্মীদের বললে ভূল হবে।অনেক মুসলিমরাও আজ অবৈধভাবে ভারত চলে যাচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন ভাই।

দেশ প্রেম থাকলে দেশ ত্যাগ করা এত সহজ নয়।

শুভকামনা।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি স্বচক্ষে দেখেছি অনেককেই, যাদের জমি-জমা কীভাবে দখল করা হয়েছে, দেশত্যাগে কীভাবে বাধ্য করা হয়েছে। মালাউন বলে প্রতিনিয়ত গালাগাল তো আছেই। নিজে হিন্দু না হলেও ওদের কষ্টটা বুঝি, বিবেকবুদ্ধি একেবারে বিকিয়ে দেইনি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে মনের গহীনে যদি ঢুকে পরে এদেশ আমাদের জন্য নিরাপদ নয়-তাহলেতো কথাই নেই।

যে কোন উসিলায় ওপারে চলে যাবে।

ওদের জন্য মায়া হয় তাইতো ওদের মনে করা।
দেশের ব্যাপারে সবারই আন্তরিক হওয়া উচিৎ।

ধন্যবাদ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ওদেশে ওরা সুখে নেই, বাঙাল হওয়ায় সংখ্যা লঘু হিসাবে বসবাস করছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও ওপারে সর্ব সুখ আমার বিশ্বস।

এই কথা বা যুক্তি মনে লালন করে যারা তারাই একদিন গোপনে ভারত চলে যায়।
আর আমরা তাদের নিয়ে স্মৃতিকাতর হই।

ধন্যবাদ প্রামানিক ভাই।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রধানত নিরাপত্তার অভাব (ধর্মীয় নিরাপত্তা) থেকেই হিন্দুরা দেশত্যাগ করেন। আরও অনেক কারণ আছে। তবে মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া সঠিক সিদ্ধান্ত নয়। বরং দেশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রাম করা উচিৎ। যেমনটি নির্যাতিত হওয়া সত্ত্বেও ভারতের মুসলিমরা করে থাকেন। তারা কখনো অন্য মুসলিম দেশে চলে যান না। এ দেশের অন্য ধর্মের বিবেকবান মানুষরা নিশ্চয় বাংলাদেশের হিন্দুদের সংগ্রামে সমর্থন দিবেন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: একবারে মনের মত যুক্তি দিয়েছেন।

সত্যিই চলে যাওয়া কোন সমাধান নয়। বরং দেশে থেকেই যা করার করতে হবে।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

শামচুল হক বলেছেন: চলে যাওয়াটা যুক্তিযুক্ত নয়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই নয়।

ধন্যবাদ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

জাহিদ অনিক বলেছেন:

ওরা ভারত যায় কেন!!
নিশ্চয়ই চাপা কোন কষ্ট নিয়েই নিজ দেশ ছাড়ে !

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখ-কষ্টতো আছেই।

আরও কত কারণ আছে....................

ধন্যবাদ।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

সাহরাব বলেছেন: বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও, এখনো অনেক জায়গা আছে যেখানে মুসলিমরাই হিন্দুদের কাছে অনিরাপদ। জনৈক এলাকাতে হিন্দুরা মসজিদে ঢুকে নামাজরত মুসলমিদের উপর মারধর করার ঘটনা বেশিদিন আগের নয়। নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকলে সবদেশেই এমনটা হবেই। ভারত হিন্দু প্রধান দেশ, তাই হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানেই স্বাচ্ছন্দবোধ করবে এটাই স্বাভাবিক, তাছাড়া আজ না হয় কাল বাংলাদেশ ভারতেরই অঙ্গরাজ্য হবেই এমনই একটা মনোভাব হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মনের ভিতর লালন পালন করে , যেহেতু বাংলাদেশের ভবিষ্যত প্রেক্ষাপট সেদিকেই এগুচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে যাই মনে করুক।

বাংলাদেশ কোনদিন ভারতের অঙ্গরাজ্য হবেনা।




সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকলে সমস্যা দিন দিন বাড়বে।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: আমি এই বিষয়টি নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করেছি। এই বছরে উপন্যাসটি শেষ হবে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অপেক্ষায় থাকলাম আপনার উপন্যাসের।

ব্লগে পোস্ট দিবেনতো ?

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের দেশে কিছু দুষ্টু মানুষ আছে যারা গোপনে সনাতন ধর্মাবলম্বীদের উপর মানসিক নির্যাতন করে, যেমন রাতের আধারে পুকুরের মাছ ধরে নিয়ে যায়,হাসমুরগী চুরি করে নিয়ে যায়, গাছের ফল পেড়ে নিয়ে যায়। সুযোগ পেলে যুবতী মেয়েদের উপর অত্যাচার করে। একসময় এরা বাধ্য হয়ে রাতের আধারে খুবই অল্প দামে ভিটামাটি বিক্রি করে দেশ ছেড়ে চলে যায়। আমাদের দেশের সবাইতো আর ভাল মানুষ নয়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবা্‌ই ভাল নয়। সব মানুষতো আর সমান ভাল হয়না।
কেউ বাধ্য হয়, কেউ বাধ্য করে দেশ ত্যাগে। এসব বন্ধ হওয়া প্রয়োজন।

আপনার মতামতের জন্য ধন্যবাদ তারেক ভাই।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: ওদেশে যাওয়ার অাগেও একটা পা ওদের বাড়ানোই থাকে, এদেশে যতদিন বাস করে ততদিন মনে প্রাণে ওদেশকেই হৃদয়ে ধারণ করে । অথচ ওদেশে যাওয়ার পর ওরা ওখানকার মানুষের ঘৃণার পাত্রে পরিনত হয় ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘৃণার পাত্রে পরিণত হয়েও ওদেশকে নিরাপদ মনে করা বোকামী।

আমরা দেশ প্রেমী হই। আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি।

ধন্যবাদ।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

হাঙ্গামা বলেছেন: এই পৃথিবীতে কোন দেশের, কোন জাতের মানুষই অসাম্প্রদায়িক না।
আমরা বাংলাদেশী/বাঙ্গালীরা ও না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাজার বছর ধরে সম্প্রীতির বন্ধন আছে বলেই বাংলাদেশে সব ধর্মের লোক একসাথে সুন্দর ভাবে বসবাস করছে।

ধন্যবাদ।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

রাসেল ০০৭ বলেছেন: অনেকেই হিন্দুদের দেশ ত্যাগের নাসিরনগর, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি প্রধান কারণ বলে মনে করেন। আমি তা করিনা।
ছোটবেলায় ক্লাসের অর্ধেক ছাত্রই ছিলো সনাতন ধর্মাবলম্বি । পুরো অঞ্চলে হিন্দু পরিবারের সংখ্যাও ছিলো প্রায় মুসলমানদের সমান । অথচ বড় হতে হতে হঠাত আবিষ্কার করতাম আজ অমুক পরিবার নাই কাল তমুক পরিবার। আমাদের অঞ্চলে জ্ঞান হবার পর থেকে কোন সাম্প্রদায়িক কলহ, দাঙ্গা-হাঙ্গামা কিছুই দেখিনি। বরং বেশ সম্প্রীতি বজায় থাকতে দেখেছি । পেশাগত ভাবে হিন্দুরা বেশিরভাগই বড়বড় ব্যবসায়ী ছিলেন । লক্ষ্মীপুরের কাপড়ের ব্যবসা সহ বড় বড় ব্যবসা হিন্দু ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করতেন। বেশিরভাগ স্কুল কলেজের অঙ্ক/ইংরেজি/বিজ্ঞান এসব বিষয়ের টিচার ছিলেন হিন্দু। এমনকি কোন কোন মাদ্রাসায়ও হিন্দু টিচার ছিলেন।
কিন্তু তারপরও তারা চলে যায়। কেন চলে যায় জানিনা । এক মুরব্বী বলতেন হিন্দুদের এক পা সর্বদাই ইন্ডিয়ায় থাকে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরও ভাল থাকার আশায়, আরও নিরাপত্তার আশায় এই চলে যাওয়া।

সুন্দর মতামত দিয়েছেন ।

ধন্যবাদ।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ময়নামতি বলেছেন: ভাইরে প্রত্যেক জিনিষ তার মূলে ফিরে যায়।
তবে একবার গিয়ে যারা ফেসেছে তারাই মজা বুঝেছে।
যেমন আমি যাকে খুব ভালবাসী সে যদি বউ নিয়ে পালিয়ে যায়।
কাকে বলি মনের কথা.........
তখন আর কি করা।

দুচার টা কুলাংগার যে নেই তা মানতেই হবে।
অবশ্যই মুসলিম দেশে অমুসলিমরা নিরাপদ।
যারা মানবে না তারা মুসলিম নামের কলংক।

ধন্যবাদ।+++

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: দু’একটা ঝামেলা ছাড়া বাংলাদেশে সব ধর্মের লোকেরা মিলে মিশে দারুণ আছে।

অহেতুক দেশ ত্যাগের মনোভাব দূর হওয়া প্রয়োজন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.