নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

পাকাদুয়া বিয়ে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬




সীমান্তবর্তী গ্রামের ছেলে শাহেদ। দেখতে সুন্দর হলেও গায়ের রংটা একটু তামাটে। এ গ্রামে কন্যা দায় গ্রস্থ পিতা সবচেয়ে বেশি। তাই শাহেদের পিতা-মাতা শংকিত থাকে কে কখন তাদের পুত্রকে ভুলিয়ে ভালিয়ে কন্যাকে গছিয়ে দেয় শাহেদের ঘাড়ে।

গ্রামের নামটাও অদ্ভুত পৃত্রিস্বর। নাম করণের একটা ইতিহাস অবশ্যই আছে। অনেকেই মনে করে কন্যা দায় গ্রস্থ পিতার আক্ষেপের স্বর থেকেই পিতাস্বর এবং পিতাস্বর বিকৃত হয়ে পৃত্রিস্বর হয়েছে। সবুজে ছাওয়া গ্রামটা দেখতে সুন্দর। গ্রামের পাশেই নদীর মত একটি খাল যা বর্ষাকালেই কেবল যৌবন জোয়ারে ভাসে অন্য সময় হাটু পানি আবার কখনো বা পাতা পানি থাকে।

শাহেদ পড়ালেখা শেষ করতে পারেনি। নিকটবর্তী শহরে ব্যবসায় করে। গ্রামে এলে অনেক মেয়েই তার সাথে ভাব জমাতে চায়। কিন্তু প্রেম ভালবাসার মত রোমান্টিকতায় তার মন নেই। সে বুঝে কাজ আর টাকা। টাকা না থাকলে কারো মূল্য নেই। কথায় কথায় বলে টাকা না থাকলে যৌবন ধুয়ে কি পানি খাব।

ইদানিং ভারতে নাকি পাকাদুয়া বিয়ের জন্য তরুন ও যুবকদের অপহরন করা হচ্ছে। পত্রিকা পড়ে এই পাকা দুয়া বিয়ে কিনিষটা কি তা জেনে শাহেদ অবাক হল। এত দিন সে জানত বিয়ের জন্য কেবল মেয়েদেরই উঠিয়ে নেয়া হয় বা অপহরন করা হয় কিন্তু এখন দেখছে ছেলেরাও বিয়ের জন্য অবহৃত হচ্ছে।

বন্ধু শাহিনের সাথে একদিন কথায় কথায় বলল-এই ব্যবসায় আর দৌড়াদুড়ি ভাল লাগেনা। আমাকে কেউ যদি পাকাদুয়া বিয়ের জন্য ধরে নিয়ে যেত বেশ হত। কথা শুনে শাহিন বলল- পাকদুয়া মানে ?

মানে কিছুনা দোস্ত। ধর তরে কোন অবিবাহিত কন্যার পরিবারের লোকদের ভাল লেগে গেল। তারা তোকে একদিন জোড় করে তুলে নিয়ে বা অপহরন করে তাদের মেয়েকে গোপনে তোর সাথে বিয়ে দিয়ে দিল এটাই পাকাদুয়া বিয়ে। উত্তর ভারতে হরদম চলছে এগুলো।

শাহিন বলল- তাহলেতো শিখার বাবাকে খবর দিতে হয়। তোকে ধরে নিয়ে শিখার সাথে বিয়ে দিয়ে দিক। মেয়ে সুন্দরী। কিন্তু মুখরা। তোকে পেলে শিখা আর আস্ত ছাড়বেনা। হা।হা। হা.............................

তুই থাম। বরং তুই বেকার আছিস। তোকেই মেয়ে পক্ষ নিয়ে কাজে লাগিয়ে দিবে। আর বেকার থাকবিনা। কর্ম ও পাবি, বউও পাবি। রাজত্ব আর রাজকন্যা একসাথে। কি বলিস।

শাহিন- তুই দেখছি সিরিয়াস। আমিতো মজা করলাম।

শাহেদ-এখন মজা করে নে । যখন ধরা খাবি তখন সাজা পাবি।

শাহিন-আমাদের দেশে এগুলো হয়নি। হবেনা।

শাহিন অনেকক্ষণ গল্প করে চা খেয়ে চলে গেল। শাহীনের চেহারা সুন্দর। পেটানো শরীর। শক্ত-সামর্থ যুবক। রাতে আবার আড্ডা দেওয়ার জন্য শাহিন ঘর থেকে বের হল। কিন্তু গভীর রাত অবধি ঘরে না ফেরায় তার মা চিন্তিত। সকালে শাহীনের বাবা সালামত খা-কে বলা হল শাহিন গত রাতে ঘরে ফিরেনি। তিনি রাগত গলায় বললেন-দেখ কোথায় আড্ডা মেরে , তাস পিটিয়ে পড়ে আছে। দুপুরে ক্ষিদে লাগলে চলে আসবে। এত বড় দামড়া হল তবুও কোন কাজের নাম নেই। বসে বসে বাপের হোটেলে বাবুগিরি করে।

কিন্তু দু’দিন হয়ে গেল শাহিনকে কোথাও খুজে পাওয়া গলনা।শাহেদ খোঁজ নিয়ে জানল শাহিন লাপাত্তা। তার মনে হঠাৎ বারি খেল-অপহরন হয়নিতো ? সেও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় খোজ-খবর নিল। কিন্তু না কিছুতেই কিছু হলনা।

এদিকে বাড়ি থেকে শাহেদকে চাপ দেওয়া হচ্ছে বিয়ে করার জন্য। বিশেষ কেউ আছে কিনা ? থাকলে পরিবারকে জানাতে বলা হয়েছে। সে সাফ জানিয়ে দিয়েছে বাড়িতে পাকা ঘর না করে বিয়ে করবেনা। পরিবার নিরাশ হল।

তিন মাস পর এক আগুন লাগা ফাগুন সন্ধ্যায় শাহিন ফিরে এল সাথে একটি অপরিচিত মেয়ে। শাহিনের বেশ-ভূসা পাল্টে গেছে। প্রথমে মা-বাবা বিশ্বাস করতে পারছিলনা তার ছেলে বেঁচে আছে। ছেলেকে পেয়ে মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তার চোখে আনন্দ অশ্রু।
সাথের মেয়েটি শাহিনের বউ একথা জেনে শাহিনের বাবাতো রাগে অগ্নিশর্মা। পরে যখন বলল বিস্তারিত তখন তিনি কিছুটা ঠান্ডা হলেন।
ছেলের নামে জমি আছে, দোকানও লিখে দিয়েছে। প্রতি মাসে আয়ও কমনা। বউও কাজে-কামে পাতলা। সব মিলিয়ে তারা এই বিয়ে মেনে নিয়েছে।

বাতাসের আগে খবর ছড়িয়ে পড়ল। শাহিন-কে পাওয়া গেছে। রাতে গ্রামের মানুষ তাদের বাড়িতে ঙেঙ্গে পড়ল। কাহিনি শুনে বউ দেখে তারা বিশ্বাস করতে পারছেনা এমন ঘটনা সত্যি ঘটতে পারে।

শাহেদের সাথে যখন শাহিনের দেখা হল শাহেদ বলল-যাক অবশেষে বিড়ালের ভাগ্যে শিকে ছিড়ল। তানা হলে সারা জীবন উড়নচন্ডী হয়েউ থাকতি। শাহিন কথা শুনে বলল-আমাকে না নিয়ে তোকে নিলেই ভাল হত শালা। ঘর জামাই হয়ে থাকতি। তখন আর মুখে বড় বড় কথা বলতে পারতিনা।

সেই রাতে যখন শাহেদ অন্ধার পথে হাটছে তখন পিছন থেকে কে যেন তাকে ডাক দিল। সে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলনা। সামনে দেখতে পেল তিন জন লোক হঠাৎ কোথা থেকে এসে দাড়িয়ে আছে। তাদের সাথে কথা-বার্তার এক পর্যায়ে পিচন থেকে রুমালসহ তার নাক কে যেন চেপে ধরে। জ্ঞান ফিরে দেখে অচেনা জায়গায় সে। তারপর ভয়-ভীতি দেখিয়ে ও লোভ দেখিয়ে জোড় করে শিরিনের সাথে তার বিয়ে দিয়ে দেয়।

শাহেদ বলল- আমরা তোকে কত খুঁজেছি, থানায জানিয়েছি কিন্তু তুই লাপাত্তা। যাক ভালই হল ঘরনীও ঘরে এল, সওদাগর হযে ফিরলি মন্দ নয়। ভয়ে আছি দোস্ত কবে আবার আমিও এই পাকাদুয়া নামক অভিশপ্ত বিয়ের শিকার হই।

শাহিন কি বলবে ভেবে পেলনা। কথার ফাঁকে কথন চায়ের কাপের গরম ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল কেউ খেয়াল করলনা।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

সৈয়দ ইসলাম বলেছেন:
ভালোলাগা ও প্লাস++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ সৈয়দ সাহেব।

প্লাসে অনুপ্রাণিত।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: খুব ইন্টারেস্টিং ঘটনা সত্যি নাকি? এমন ঘটনাও ঘটে তাহলে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভারতের উত্তর প্রদেশের ঘটে যাওয়া ঘটনা অবলম্বনে ছোটগল্প।

পৃথিবী বিচিত্র। এখানে কত কিছুইনা ঘটে যায়।

কে জানে আমাদের দেশেও ঘটতে পারে অদূর ভবিষ্যতে।

ভাল থাকবেন ভাই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

মোস্তফা সোহেল বলেছেন: এমন ঘটনা হয় আগে জানা ছিলনা তো!
আমাদের দেশে এমন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভারত থেকে এই বদ জিনিসটা আমাদের এখানে চলে আসতে কতক্ষণ !

যা দিনকাল পড়েছে, এধরনের ঘটনা দেখা দিতেই পারে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাইরালাইচে !! এসব কেমন ঘটনা !!! এ দেখি ছেলে ধরা ! :-P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ ঘটনা মিথ্যা নয়।

ভারতের ঘটনা , অহরহ ঘটে চলছে। অবিবাহিতরা সাবধান।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মেয়ের সংখ্যা কি অনেক বেড়ে গেছে? আমাদের দেশে এরকম হবে না মনে হচ্ছে আমার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাংলাদেশেও ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি।

অতএব সাবধান কবে কার নজড়ে পড়ে যান।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: পাকাদুয়া বিয়ে!!!!!

আমারতো মনে হয় বেকার ছেলেদের জন্য এ এক লোভলীয় অপহরন!!:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অপহরন যতই লোভনীয় হোক তা কাম্য নয়।

সব বেকারেরা সাবধান।

ধন্যবাদ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

কালীদাস বলেছেন: পেপারে দেখেছি কয়েকটা খবর ভারতের কোন চিপায় জানি এরকম প্রায়ই হচ্ছে। কারণটা বুমেরাং টাইপের, বিয়েতে পণের টাকার অংক বাড়ার সাথে সাথে বেপরোয়া কনেপক্ষের সহজ সল্যুশন। পুরাই টিট ফর ট্যাট :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এভাবে চলতে থাকলে এটাই একসময় প্রথা হয়ে যাবে।

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



রহস্যময়

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাই ভারতের কিছু এলাকার চরম বাস্তবতা।

ধন্যবাদ।

৯| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: ঘটনার বিষয়ে জানতাম । ভালো লিখেছেন ।

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু।

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.