নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
একটি সুন্দর নাম একটি সুন্দর মনের পরিচয় বহন করে। নাম ফলানোর জন্য মানুষ কত কিছুই না করে। ব্লগে অনেক সুন্দর সুন্দর নিক (নাম) আছে। আছে কিছু কিছু অদ্ভুত নামও।
আজ তয় পর্বে থাকছে সেরকম কিছু অদ্ভুত (নিক) নাম।
১।
শ্রোডিঙ্গার
২।
আলোর পথে
৩।
সন্ধানী
৪।
স্বরবর্ণ ব্লগ
৫।
বারান্তর
৬।
মহাকাশ
৭।
হাতুড়ে গোয়েন্দা।
৮।
সত্যের সন্ধানে অবিচল
৯।
সাহসী সন্তান
১০।
প্রবাসী দেশী
১১।
এক নিরুদ্ধেশ পথিক
১২।
নিঃসঙ্গ নাবিক
১৩।
একাকী উনমন
১৪।
অসীম দিগন্ত
১৫।
স্বর যন্ত্র
১৬।
একাকী পর্যটক
১৭।
এনসিয়েন্ট মেরিনার
১৮।
আলোর বার্তা
১৯।
মেটাফেজ
২০।
টুকী-ঝা
২১।
প্রিয় স্বপ্নীল
২২।
ছন্নছাড়া
২৩।
নীলভোমরা
২৪।
বাংলার নেতা
২৫।
আমি তনুর ভাই
২৬।
মাঝিবাড়ি
২৭।
চরিত্রহীন মোড়ল
২৮।
নিঃসঙ্গ যোদ্ধা
২৯।
ত্রিশোনকু
৩০।
মুচি
৩১।
বোকা পাখি
৩২।
একটি আটলান্টিক
৩৩।
বিকেকিন্দ্রীয়লোচন
৩৪।
লেখাচোর
৩৫।
জ্ঞান ছাড়া মহাজ্ঞানী
৩৬।
উদুম্ভূত
৩৭।
পালক পালক
৩৮।
পলাতক মুর্গ
৩৯।
টেকনাফ টু তেতুলিয়া
৪০।
মোটা ফ্রেমের চশমা
৪১।
বিভক্ত আত্মা
৪২।
ট্রিপল সেভেন
৪৩।
কথাকথিকেথিকথন
৪৪।
কুকরা
৪৫।
চার্ত্রুজ-বী
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: অদ্ভুত পোস্টে অদ্ভুত মন্তব্য করা দরকার ছিল।
ধন্যবাদ বিলি ভাই।
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৪৫ নং এর মানে কি?
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: মানে জানিনা অয়ন ভাই।
তবে নাম টা সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে আপনার কাছে তাই না ?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:২৪
মুচি বলেছেন: খুব চমৎকার।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি এত সুন্দর একজন মানুষ কিন্তু নিক (নাম) টি মুচি ? নামের পিছনে নিশ্চয় কোন ঘটনা/ইতিহাস আছে। যদি তা জানাতেন তবে ভাল লাগতো।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন:
৩০ নাম্বার স্থান অধিকারী মুচি ভাইকে একটু শুদ্ধ করে দেন; বেচারি আরেকটু খুশি হবেন
আপনি খুব সতর্কতার সাথে দু'জন মহান অদ্ভুতরসে ভরা মানুষকে এরিয়ে গেলেন।
চাঁদগাজী ও চাঁদগাছী ভাইদ্বয় মন খারাপ করবেন না। আমরা এই জালিয়াতির প্রতিবাদ জানাই।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: মুচি নামটা ঠিক করে দিয়েছি।
ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।
বাস্তবে যেহেতু চাঁদ ও গাজী নামের মানুষের নাম আছে তাই চাঁদগাজী নামটা অদ্ভুত নয়। সেকারনে ওনার নামটি আসেনি।
ভাল থাকুন সৈয়দ ভাই।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,
নামগুলো অদ্ভুত না হলেও এগুলো নামধারীদের রুচি ও মানসিকতা চিহ্ণিত করে । সম্ভবত তাদের অজান্তেই ।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।
ধন্যবাদ ভাইয়া।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: ছদ্মনামে অনেকে ব্লগিং করতে ভালবাসে..... তাই এ সকল নাম।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছদ্মনামতো ব্যবহার করবে এটা স্বাভাবিক কিন্তু ছন্মনামেরওতো একটা শ্রী থাকা দরকার।
ধন্যবাদ।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
বিজন রয় বলেছেন: হুম!
বিজন রয়।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।
কখনো কখনো একটা শব্দই অনেক কিছু।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছদ্মনাম নেওয়ার কারণে এরকম মনে হচ্ছে।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছন্মনামেরওতো একটা শ্রী থাকা দরকার।
তাই না ?
ধন্যবাদ।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
দেবব্রত কুমার বলেছেন: ছদ্মনাম গুলো সত্যিই অদ্ভুত
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন কুমার ভাই।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:০২
মোস্তফা সোহেল বলেছেন: কত নামে লেখেরে!!
৩০ নং টা মনে হয় মুচি হবে।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক করে দিয়েছি।
যত মানুষ তত নাম।
তার চেয়ে বেশি ছদ্ম নাম।
হা. হা. হা......................
ধন্যবাদ।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ ছদ্মনাম গুলো তো বেশ সুন্দর সুন্দর । তবে আরো নাম আছে তো ভাইয়া সেই গুলো গেলো কোথায় ।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা আরও নাম আছে । কিন্তু সবগুলো নামতো আর একসাথে দেওয়া সম্ভব নয় তাই পর্ব করি দিচ্ছি।
ভাল থাকুন কলি আপু।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: এই তালিকায় অনেক নামই আছে, যেগুলো আমার কাছে অদ্ভুত মনে হয়নি।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: একটাও অদ্ভুত মনে হয়নি ?
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কিন্তু কোন ছদ্মনাম ব্যবহার করিনি। তাই আমি জেনুইন।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নাম যদি সম্রাট হয় তবে ঠিক আছে। নামের সাথে ইজ বেস্ট জোগ করাটা। আর যদি না হয় তবে পুরোটাই ছদ্মনাম।
ধন্যবাদ ভাইজান।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কিন্তু কোন ছদ্মনাম ব্যবহার করিনি। তাই আমি জেনুইন।
মেয়াবাই আপনার আসল নাম খানা যদি বলিতেন ??
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা কবি আপনার প্রশ্নের উত্তরে বলা যাচ্ছে-সম্রাট ওনার প্রকৃত নাম বাকিটা যোগ করা হয়েছে।
ধন্যবাদ ও সাথে বসন্ত বাতাসের হাওয়া।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
ছদ্মনাম নিয়ে কিছু না বলাই ভাল। বিখ্যাত বাংলা সাহিত্যিকদদের অনেকের ছদ্মনাম ছিল। এমনকি রবীবাবু চে চু সান এমন টাইপের ছদ্মনাম নিয়ে লেখেছিলেন। প্রমথ চৌধুরী বীরবল নামে সুপরিচিত। এমন কি নারী নামেও বিজ্ঞ লেখকের লেখা বাংলা সাহিত্যে ছাপা হয়েছে। ব্লগিং ছদ্মনাম মামুলি বিষয়। অদ্ভুত যত ছদ্মনাম দেখেছি তার মধ্যে কালকেতু, জরাসন্ধ, বানভট্ট, মৌমাছি, অবধূত উল্লেখ্যযোগ্য। খেয়াল করে দেখবেন এরা সবাই সাহিত্যে নাম করে গেছেন। নামে নয়, কাজকামে। হতে পারে এই অদ্ভুত ব্লগারদের নামের ভেতরে অনেকেই আছেন যারা লেখনী দিয়ে হবে অনেকের প্রিয়। তাই এই সকল নামের দিকে না তাকিয়ে লেখার মানেই নজর হোক সবার। ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সবচেয়ে মূল্যবাদন মতামত দিয়েছেন আপনি।
আসলেই নামে নয় কাজে পরিচয়।
নামে কি আসে যায়। লেখনী ভাল হলে সে প্রতিষ্টা লাভ করবেই।
শুভকামনা।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ডানা ভাইয়ের সাথে একমত। হাজার হলেও তিনি নিজেও ছদ্মনাম ব্যবহার করেন। তাই নামে নয় কাজেই পরিচয়।
শাহরিয়ার কবীর বলেছেন: মেয়াবাই আপনার আসল নাম খানা যদি বলিতেন ??
ভাই, এটি আমার আসল ও অকৃত্রিম নাম। শুধু ''ইজ বেস্ট'' ছদ্মনাম।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক আমার অনুমান সঠিক হয়েছে এবং আপনিও স্বীকার করেছেন তাই বসন্তের সুরভিত শুভেচ্ছা।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ইজ বেস্ট
মমতাজ আফায় কইছেন “ আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো। ”
যবের ব্যাপার স্যপার মেয়াবাই !!! চারিদিকে খালি দেখি মরার কোকিল !!!
সামু কৃর্তপক্ষ যদি আমার নিকটাও ছদ্মনাম করে দিলে মহা খুশি হতাম ! ছদ্মনাম ব্লগিং করতে আমারও ভাল লাগে..... কিন্তু প্রথমে নিতে হয় তা বুঝিনি
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রকৃত নামেও ব্লগিং করে মজা আছে।
আবার ছন্মনামেও তা মজা করা যায়। এখন যার যেটা ভাল লাগে।
দুঃখ করবেন না কবি।
ভাল থাকবেন।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: চারিদিকে খালি দেখি মরার কোকিল !!!
কোকিলের কুহুতানে সাড়া দিচ্ছেন নাকি মেয়াবাই? নাকি ২০১৯ সালের আগে সাড়া দেয়ার ইচ্ছে নেই? আমি তো মেয়াবাই চারিদিকে কোন কোকিল দেখছি না।
সামু কৃর্তপক্ষ যদি আমার নিকটাও ছদ্মনাম করে দিলে মহা খুশি হতাম ! ছদ্মনাম ব্লগিং করতে আমারও ভাল লাগে..... কিন্তু প্রথমে নিতে হয় তা বুঝিনি
২০১৯ সালের পর আপনার আশা অবশ্যই পূরণ হবে। না চাইলেও ছদ্মনাম ব্যবহার করতে পারবেন।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২০১৯ সালে কিভাবে কবীর ভাইয়ের আশা পূরণ হবে ? এতো এক অদ্ভুত রহস্য। খোলাসা করুন।
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ইজ বেস্ট
তারে বুঝিতে পারিনি
তারে বুঝিতে পারিনি
দিন চলে গেছে খুঁজিতে খুজিঁতে
তারে বুঝিতে পারিনি
যে ছিল আমার স্বপ্নচারিণী
তারে বুঝিতে পারিনি !
হাঠাৎ এমন উপদেশ !!!! ১৯ সাল আসার আগেই কী আপনার জীবনে ১৯ সাল পূর্ণ হয়েছে কী মিয়াবাই?
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: যখন বুঝতে পারলেন
তখন আর কিছুই করার থাকলনা
এইতো।
এমনই হয়। জানিনা কেন এমন হয়।
২০| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
মুচি বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/muchi/30018840|'মুচি' নামের সম্মুখ-পেছনের রহস্য
আসলে কোন রহস্য/গল্প কিছু নেই। আমি আসলেই একজন মুচি। হা হা হা হা।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাইয়া
আপনার ব্লগে গিয়ে লেখা পড়ে মন্তব্য করার আশা রাখলাম।
২১| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিভক্ত আত্মা! - মাঝেমধ্যে আমার ভিতরেও এই অনুভব কাজ করে। মনে হয়, আত্মা'টা দুইডা ভাগে বিভক্ত হইয়া জঞ্জাল পাকাইতেছে!
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি ?
মারাত্মক ব্যাপারতো।
২২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: হাঠাৎ এমন উপদেশ !!!! ১৯ সাল আসার আগেই কী আপনার জীবনে ১৯ সাল পূর্ণ হয়েছে কী মিয়াবাই?
২০১৯ সালে তো আপনার একলা থেকে দোকলা হওয়ার কথা, তাই না? আর দোকলা হওয়ার পর প্রেম-বিরহের কবিতা তো ছদ্মনাম নিয়েই লিখতে হবে। তাই নয় কি?
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অ। এই কথা।
দেখা যাক উনি কি করেন।
ধন্যবাদ।
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০০
মুচি বলেছেন: view this link
আগের কেমন্টে মনে হয় লিংক যুক্ত হয় নি।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার পাদুকা বেশ হয়েছে।
লিংক দেওয়ার জন্য ধন্যবাদ।
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০২
কাল্পনিক_পৃথিবী বলেছেন: ফাইন।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ইজ বেস্ট
লজ্জায় আমার ঢাকিলে গো
কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে....
হা হা হা
কত ফাগুন বয়ে গেল মনের আগুনে...
কে মোরে ডাকিবে
কে মোরে ডাকিবে গো ?
এবার আমি গেলাম.. দেখা যাক !!!
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: হয়তো একজন আছে অপেক্ষায়
সে আপনারে অলক্ষ্যে খুঁজছে
সে হবে হবেগো আপন
বাহুডোরে বাধিবে সারা জীবন।
২৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
আটলান্টিক বলেছেন: ভাইয়া ৩২ নম্বর নামটা শুধু 'আটলান্টিক' হবে
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: একটি আটলান্টিক কি তবে অন্যকারো নিক ?
নাকি আপনি চেঞ্চ করেছেন।(একটি আটলান্টিক থেকে আটলান্টিক)
অনেকদিন পর কথা হচ্ছে , তা কেমন আছেন ?
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩২
অজানা দার্শনিক বলেছেন: আমার নামটা মিসিং ক্যা ভাই ??
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৪র্থ পর্ব যদি করি তবে আপনার নামটা আসবে
দুঃখ করবেন ভাইজান।
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: কালতো গার্লফ্রেণ্ড নামে একটা নিক দেখলাম :-)
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সব নামতো একসাথে মনেও পড়েনা আর দেওয়াও সম্ভব নয়।
ভবিষ্যতে আসবে যেগুলো বাদ পড়ছে।
ধন্যবাদ।
২৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৪১
চাঁদগাঝী বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: চাঁদগাজী ভাইকে পুরাই নকট কইরা নিক ও ছবি দিয়েছেন তার লেখা আবার নকল কইরেননা।
ভাল থাকুন।
শুভ ব্লগিং।
৩০| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
তারেক ফাহিম বলেছেন: ছদ্মনামধারীকে আমি সাপোর্ট করি, কিন্তু নিজের নামটি ঠিকই দিলাম, কারন হল, যারা ছদ্মনাম দিয়ে ব্লগিং করে তারা খুব ভালো লিখেন, অনেক সাহিত্যিকগণ ছদ্মনামেই নাম করেছেন। ব্লগেও এমন কিছু ছদ্মনাম আছে যা না দেখলে ব্লগ অলস হয়ে পড়ে।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফাহিম ভাই,
অনেকে আসল নামে, অনেকে নকল নামে, অনেকে ছদ্য নামে ব্লগ ও ফেসবুক ব্যবহার করবে
এটাই স্বাভাবিক। ভিন্নতা না থাকলে এক সময় তা পানাসে মনে হবে।
পাঠ ও মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
৩১| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমার নাম কই?
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নামটা দিব কিনা ভাবছিলাম। যেহেতু আপনি দায়িত্বশীল তাই আর দেইনি।
দেখি ভবিষ্যতে দিতে পারি কিনা ?
৩২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯
আবু তালেব শেখ বলেছেন: অধিকাংশ নামগুলো ব্লগে নিয়মিত দেখিনা। সুন্দর উপস্হাপন
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মন্তব্য ধন্যবাদ শেখ ভাই।
৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: প্রত্যেকটি কাজের পেছনে যৌক্তিক ব্যাখ্যা থাকে। এমন নিক এর ব্যাখ্যা কি?
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন।
যার নিক সেই প্রকৃত ব্যাখ্যা দিতে পারবে। অন্য কেউ নয়।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: আমি বুঝি না মানুষ কেন ছদ্মনাম ব্যবহার করে?
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিভিন্ন কারণে-সামাজিক, রাজনৈতিক কারণসহ আরও কত কারণ রয়েছে যা আপনার কাছে অর্থহীন কিন্তু অপরের কাছে গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ।
৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪
আকিব হাসান জাভেদ বলেছেন: ছ্দ্মনাম ছিলো তারপরেও ব্যবহার করি নি । আমি আমাকেই চিনতে ভালোবাসি। যেদিন নিজেকে ভালোবাসবো না সেদনি ছদ্মনাম দিবো। আর তার নাম হবে। থাক পরে বলি। তবে ব্লগে ছদ্মনাম গুলো খুব পেচালো । বিশেষ করে ৪৫ নং যার জারা নেই।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন।
ভাল থাকুন সবসময়।
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯
আটলান্টিক বলেছেন: জ্বি আমি চেঞ্জ করেছি।
আমি ভাল আছি মাইদুল ভাই।আপনি তো সবসময় অতি ভাল থাকেন । ঠিক বলছি না?
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফিরতি মন্তব্যের জন্য ধন্যবাদ।
না ভাই অতি ভাল থাকিনা। ভাল থাকার চেষ্টা করি।
গত বুধবার থেকে সিরিয়াস অসুস্থ ছিলাম। অফিস থেকে কলিগরা হাসপাতালে নিয়ে গিয়েছিল।
কয়েকদিন রেস্টে ছিলাম ,এখন অনেকটা ভাল।
৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে মাইদুল ভাই ।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিও ঠিক আছেন হাসু মামা।
ধন্যবাদ।
৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
চাঁদগাছী ও চাঁদগাঝী নিক ২টি আমার কাছে অদ্ভুত লাগছে; তবে, ব্লগারেরা কোন পরিচিত নিকের কাছাকাছি নিক পছন্দ করেন না; এই ২ ব্লগারের ( অথবা ১ ব্লগার) উচিত হবে, সুন্দর নিক নিয়ে সামুতে ভালোভাবে ব্লগিং করা। আজকাল ব্লগারেরা ঝামেলা পছন্দ করেন না।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ও সঠিক কথা।
ধন্যবাদ আপনাকে।
৩৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: My name is due to my research but the other one is not associated with me neither I know that person.But yes it is suspicious.And hope samu fixes this controversy asap.
And DEAR RESPECTED CHANGAZI infrom samu about these bugs:
1.No ssl.
2.No capcha on login.
3.Same name but. different words.
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার গবেষণা কি নিয়ে জানতে পারি কি ?
ভাল থাকুন।
৪০| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: My name is derived from the respected CHANDGAZI.So that samu can see the difference.Also there are some hidden or invincible bloggers.Hope samu fixes this.
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: যদি নাম নিয়ে কোন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই সামু এর সমাধান দিবে।
ধন্যবাদ।
৪১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
খায়রুল আহসান বলেছেন: একটাও অদ্ভুত মনে হয়নি? - আমি তা বলিনি।
নিশ্চয়ই এখানে বেশ কিছু অদ্ভুত নাম আছে, তবে উল্লেখিত ৪৫ নামের মধ্যে অনেক স্বাভাবিক নামও আছে।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে একই বিষয় ও একই ঘটনা কারো কাছে স্বাভাবিক আবার কারো কাছে অদ্ভুত লাগে।
ঠিক বলেছেন এখানে কিছু স্বাভাবিক নামও আছে আবার অদ্ভুত নামও আছে।
ধন্যবাদ ।
৪২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:১১
নিশি মানব বলেছেন: ব্লগে একটাই সুবিধা। ছদ্মনামে লিখা যায়। অনেক কিছছু বলা যায়।
অনেক লেখক -সাংবাদিক-কবি আছেন, যারা ছদ্মনামে লিখতেন।
একটা সময় ফেসবুকেও ছদ্মনামে পোষ্ট দেওয়া যেতো। এখন আর সেটা যায়না।
প্রাথমিক পর্যায়ে আইডি খুলা গেলেও কদিন বাদে সেই আইডিটা ডিজেবল করে ফেলে ফেসবুক কর্তৃপক্ষ।
ছদ্মনামে ফেবু আইডি আমাদের অধিকার। প্রানের দাবী।
ছদ্মনামে আইডি খুলার অনুমতি দেওয়া হোক আমাদের।
প্রয়োজনে প্রয়োজনীয় ডাটা নেওয়া হোক।ইনফরমেশনগুলো গোপন রেখে ছদ্মনামে আইডি ব্যাবহার করতে দেওয়া হোক।
তবে সেটা ফেবু কর্তৃপক্ষের কাছে।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার যুক্তিও মন্দ নয়।
সব কিছুরই সুবিধা অসুবিধা দুটোই আছে।
ধন্যবাদ।
৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: সাদা মনের মানুষ
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: যার মন সাদা সেতো আর অদ্ভুত হতে পারেনা।
হা।হা।হা..............................................।
ধন্যবাদ ও শুভকামনা।
৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অদ্ভুত সব নাম!
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নামকরণের ইতিহাসটা জানতে ইচ্ছে করছে।
ভাল থাকুন সবসময়।
৪৫| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ২:৪২
অপু তানভীর বলেছেন: অনেক দিন আগে এই নাম নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম । দেখেন কত পদের নাম আছে আমাদের এই সামুতে ।
লিংক
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার পোস্ট পড়ে পুরাই মাথা নষ্ট এত অদ্ভুত নামও আছে !
ভাল থাকুন নিরন্তর।
ধন্যবাদ।
৪৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
নতুন নকিব বলেছেন:
চলতে থাকুন। চালাতে থাকুন।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
৪৭| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
নীলপরি বলেছেন: আপনার পোষ্টের জন্য অনেকগুলো ভালো ভালো মন্তব্য পড়লাম । সহব্লগার ভ্রমরের ডানার মন্তব্যটা বেশ লাগলো । ওনার সাথে একমত ।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি তাই।
হ্যা ওনার মন্তব্য যুক্তিসংগত।
পোস্ট ও মন্তব্য গুলো পড়ে মতামত রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৯
বিদেশে কামলা খাটি বলেছেন: যারা আসল নামে ব্লগিং করেন তাদেরকে আমার কাছে সাহসী মনে হয়।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উল্টা-পাল্টা পোস্ট না দিলে আসল নামে লেখাতেই আনন্দ।
আপনার কথাও ঠিক তারা কিছুটা সাহসীও বটে।
ধন্যবাদ।
৪৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮
টারজান০০০০৭ বলেছেন: আমার নামখানা পাইলাম না ! অভাগা যেদিকে যায় সাগরও শুকাইয়া যায় !!!!!!!!!! যাহাই হউক, রাজীব নূরের পোস্টে আমার পূর্বের মন্তব্য কপি করিয়া দিলাম।
"ছদ্মনামের সুবিধা হইল ব্যক্তিসত্তার মননে যাহা আছে, যাহা কোনো কারণে ব্যাক্তির পরিবেশে প্রকাশযোগ্য নহে, ব্যক্তিসত্তার সাথে মিল খায় না, তাহা ছদ্মনামে প্রকাশ করা যায় ! যেমন , চাঁদগাজী, টারজান ! তবে রবি ঠাকুরের ছদ্মনাম ধারণ পুরোটাই বৃথা ! ভানুসিংহের রচনা, আর রবি ঠাকুরের রচনার পার্থক্য দেখিনা "
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই টারজান হতাশ হবেননা। ৪র্খ পর্বে আপনার নাম আসিতেছে।
ছদ্মনামের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। যেমন আপনি যদি বলেন এটা আমার লেখা অনেকে বলবে তোর নাম কই।
যতই বুঝবেন এটা ছদ্ম নাম তারা বুঝতে যাবে না।
৫০| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
টারজান০০০০৭ বলেছেন: কি যে বলেন, আমারে কেহ বলিলে আমি বরং অস্বীকার করি , ইহা আমার লেখা নহে, আমি তাহার বিরাট ফ্যান !!!!!!
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি বনের রাজা টারজান ভাই !
যাক আপনি তা হলে একটু ব্যতিক্রম।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আর সেই নাম নিয়ে অদ্ভুত এক পোস্ট!!!