|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
 
অফিসের বস মারুফ সাহেব রাশভারী মানুষ। পঁঞ্চাশ ছুই ছুঁই বয়স কিন্তু একেবারে ফিটফাট। সোহান তরুণ ছাত্র। মাত্র অনার্স  শেষ করেছে। মেনেজমেন্ট ট্রেইনী হিসাবে মাস ছয়েক হল “মারুফ এ্যাপারেল লিঃ”-এ জয়েন করেছে।
অফিসের পরিবেশ বেশ ছিমছাম। কিন্তু ইদানিং সোহান ও মারুফ সাহেবকে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। কেউ কেউ আড়ালে আবডালে বলে বেড়াচ্ছে মারুফ সাহেব সমপ্রেমী। কারণ হসাবে তারা যুক্তি দেন-কারণে অকারণে সুদর্ষন সোহানকে রুমে ডেকে পাঠানো, গাল-গল্প করা আরও ..............।
সোহানের মন খারাপ। দেরিতে হলেও কথাগুলো তার কানেও এসেছে। সে মনে মনে ভেবে রেখেছে চাকরী আর নয়। হয়তো সংসারে টানাটানি শুরু হবে, অভাব হানা দিবে। টিউশনি করে কিছুটা সামাল দিবে। তবুও এ অফিসে চাকরী নয়। মান-সম্মান বলে কথা।
সমস্যা হচ্ছে বাবা-কে কি জবাব দেবে-সোহান ? বাবার কেমন যেন পরিচিত মারুফ সাহেব, সেই সুবাদেই চাকরীটা হয়েছে। একটা কিছু কারণ বানিয়ে বলতে হবে। তা না হলে বাবা কষ্ট পাবে।
রাতেই পদত্যাগ পত্র লিখে রেখেছিল সোহান। আজ অফিসে গিয়েই সে সোজা বসের রুমে চলে যাবে। পদত্যাগ পত্র দিয়ে গট গট করে বেরিয়ে চলে আসবে। অফিসে এসে ব্যক্তিগত সব কিছু গুছিয়ে এক গ্লাস কপি পান করে যেই একটু বসেছে অমনি বসের ঢাক এল।
সে যখন বসের রুমে যাচ্ছে কতগুলো চোখ তার পিঠে কৌতহল ও অশ্লীল  ভাষার ছাপ রেখে যাচ্ছে। আজ আর হাসি মুখে বসের রুমে ঢুকেনি সে। বস তাকে বসতে বলে একতোড়া ফুল তার সামেন বাড়িয়ে বলল-আমি তোমাকে ভালবাসি।
সোহান অবাক হল। লোকটা বলে কি- ভালবাসে? সেতো মেয়ে নয় যে ভালবাসাবাসির প্রশ্ন আসবে ? লজ্জায় তার চোখ-মুখ লাল হয়ে গেল।
মারুফ সাহেব জরুরী মিটিং ডাকলেন। উপস্থিত সবার সামনে তিনি বললেন- প্রথম দিন থেকে প্রথম দেখায় আমি সোহানকে পছন্দ করি ও ভালবাসি। আপনারা কেউ আমার পারিবারিক ঘটনা জানেন না। গত বছর এক বীমান দুর্ঘনায় আমার স্ত্রী ও একমাত্র ছেলে-সোহান মারুফ মারা যায়। আমি আর বিয়ে করিনি। 
অফিসে যখন সোহান জয়েন করতে এল  আমি তাকে দেখে চমকে গিয়েছি সে দেখতে যেমন আমার হারিয়ে যাওয়া ছেলের মত তেমনি নামও এক। তাই গোপনে আমি তাকে ভালবেসে চলেছি, পিতৃস্নেহে তাকে কাছে টেনে নিয়েছি। আজকের পর থেকে এ নিয়ে আর কেউ কোন কথা বলবেন না।
বস চলে গলে সবাই গুনজন শুরু করল-এ যে সিনেমার কাহিনী। সোহান পদত্যাগ পত্রটি ছিড়ে কুঁটি কুঁটি করে ডাস্টবিনে ফেলে দিল সবার অলক্ষ্যে। শ্রদ্ধায় বসের প্রতি তার মন ভরে গেল।
ছবি : নিজের ডিজাইন করা।
 ৪৮ টি
    	৪৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১৮
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অফিসের বস যদি কোন নারীর প্রতি আসক্ত না হয়ে তরুণ/পুরুষের প্রতি আসক্ত হোন তবে তিনি সমপ্রেমী/সমকামী হবেন এটাই সমাজের প্রচলিত ধারণা। কিন্তু ভিতরে অন্য কোন কারণ থাকতে পারে এটাই গল্পের মূল বিষয়।
এবার বুঝলেনতো।
ধণ্যবাদ।
২|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৩
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: সব বিষয় না জেনেই সন্দেহের চোখে দেখা ঠিক নয়। কিছু বানান ভুল আছে কারেকশন করলে আরো সুন্দর হবে।
  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১২
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় ও ৩য় বার পড়ে দেখি ভুলের শেষ নেই।
যথাসম্ভব বানান যেগুলো চোখে পড়ছে ঠিক করেছি।
ধন্যবাদ তারেক ভাই।
৩|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৮
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৮
কামরুননাহার কলি বলেছেন: ডিজাইনটি সুন্দর আর অনগল্পটি বেশ চমৎকার। আহা কি সুন্দর গল্প।
  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১৬
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: মন খুলে প্রশংসার জন্য ধন্যবাদ।
মানুষ এখন মন খুলে অন্যের প্রশংসাও করতে চায়না। কেন চায়না কে জানে।
ভাল থাকুন।
৪|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:২৭
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: ঘটনা প্রবাহে চমক ছিলো!
বর্নন পদ্ধতিতে একটু জড়তা আছে বৈকি! 
তবে ভালো লেগেছে! 
  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৩
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:  
 
যাক চমকটা ধরতে পারার জন্য  একটি চমকীয় ধন্যবাদ উপহার দিলাম।
৫|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৭
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: এই থ্যাংকুটা কিভাবে খেতে হবে ঝোল নাকি ভাজি???
  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪৮
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এটা ভাজা করাই আছে, কর কর করে খেয়ে ফেলুন।
হা।হা।হা........................................................
৬|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৯
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৯
ওমেরা বলেছেন: মানুষ মানুষ সম্পর্কে কত খারাপ ধরনা রাখে। 
গল্প ভাল লেগেছে।
  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫১
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
চোখের দেখায়ও ভুল থাকে।
সুন্দর বলেছেন।
ধন্যবাদ।
৭|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫২
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫২
মলাসইলমুইনা বলেছেন: নতুন লাগলো গল্পের কাহিনী | ভাল লেগেছে গল্প |
  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০১
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: উৎসাহ ও অণুপ্রেরণার জন্য ধন্যবাদ জনাব।
আপনি কেমন আছেন নাইমুল ভাই ? প্রবাসে দিনকাল কেমন যাচ্ছে ?
৮|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০৪
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০৪
পলাশবাবা বলেছেন: ইডা তো বুঝচ্ছি । 
সমস্যা হল  "একতোড়া ফুল সামনে বাড়িয়ে বলল- আমি তোমাকে ভালবাসি" লাইনটায়। 
এই লাইন কোনকালে আপন- পর কোন বাপই তার সন্তান কে বলে না।  
ইডা প্রেমিক - প্রেমিকার জন্য বরাদ্দ। পেটেন্ট করা। 
অফিসে সমকামীতার অভিযোগ অনেক বড় একটা অভিযোগ। শুধু সুদর্শন যুবকে রুমে ডেকে পাঠালে আর গাল গল্প করলেই কানাঘুষা শুরু হবে না। সাথে আরও কিছু লাগবে। এই যুক্তি না দিলেও চলত। কানাঘুষা কেন হচ্ছে তা ব্যাখ্যা দিতে গিয়ে গল্পটাই নষ্ট হয়ে গেছে। 
  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৪
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: রেকর্ডের জন্মই হয় রেকর্ড ভাঙ্গার জন্য।
আমি তোমাকে ভালবাসি- কথাটা এখন আর প্রেমিক-প্রেমিকাতে সীমাবদ্ধ নেই। 
এ প্রজন্মের ছেলে মেয়ারা অবলীলায় বাবা, মা, ভাই, বন্ধুকে বলতে পারে।
একদিন দেখি আমার ভাগ্নী মোবাইকে তার বাবার ছবি দেখছে আর চুমু দিয়ে বলছে- আই লাভ ইউ বাবা। 
এরকম উদাহরন আরও আছে। 
ভবিষ্যতে নষ্ট গল্প নয় আরও স্পস্ট গল্প নিয়ে আসার চেষ্টা করব।
ধন্যবাদ।
৯|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৩
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গল্পের থিম ভালো ছিল। অনু না করে একটু বড় করলে বুঝতে ভালো হত।
  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৫
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: কেন যেন মনে হল আজ একটা অণুগল্প লিখি।
যেই ভাবনা সেই কাজ।
বসন্তের শুভেচ্ছা।
১০|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২১
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২১
সুমন কর বলেছেন: শেষটা ভালো লাগল।
  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৬
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শেষ ভাল যার সব ভাল তার।
মন্তব্যে কৃতজ্ঞ।
১১|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪১
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪১
পলাশবাবা বলেছেন: "আমি তোমাকে ভালবাসি।" আর "আই লাভ ইউ বাবা।" (আমি তোমাকে ভালবাসি, বাবা ) দুটার এক্সপ্রেশন দুইরকম। 
আপনার ভাগ্নির কথা বলার ভংগিতেই সাধারন মানুষ কথা বলে। 
মানুষ মা , বাবা, ভাই, বোন, মামা, খালা  কে  "আই লাভ ইউ" বলার সময় সাথে মা / বাবা/ ভাইয়া/ আপু/ মামা/ খালা যুক্ত করে। যেমনঃ
আমি তোমাকে ভালবাসি, বাবা  
বা এভাবে বলে ...   বাবা,আমি তোমাকে ভালবাসি।
কিন্তু যুগলেরা শুধু বলে  "আমি তোমাকে ভালবাসি।
এখানেই পার্থক্য। বাস্তবে এরকম ঘটে কিনা তা  আপনি লক্ষ্য করে দেখতে পারেন। 
আপনাকে ফলো করছি । আপনার নতুন গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।
  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১:১১
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: যানতাম আপনি বিশ্লষণে যাবেন।
গল্পে ও বাস্তব্যে কিছু পার্থক্য থাকবে।
কখনো কখনো বাস্তব কল্পনাকে হার মানায়।
নতুন গল্প পড়ার আগ্রহ ব্যক্ত করায়  ধন্যবাদ জনাব।
১২|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৩২
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্পে বাস্তবতার ছোঁয়া না থাকলে পড়ে মজা নেই। থিমটা ভাল তবে সংলাপে দুর্বলতা আছে। একেবারে খারাপ বলা যাচ্ছে না।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: যথার্থ বলেছেন সম্রাট ভাই।
ধন্যবাদ।
১৩|  ০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:০৭
০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:০৭
খাঁজা বাবা বলেছেন: শুরু হতে না হতে ই শেষ...........
ভাল লাগল
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৫
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: অণুগল্প যে তাই এবস্থা।
ভাললাগায় ভালবাসা।
১৪|  ০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৮
০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বর্ণনা আরও সাবলীল হতে পারত। চমকটার এই ডিটেলিং পছন্দ হয় নি। স্পেস রাখা যাইত। 
তবে প্লট ভাল লাগছে। সমকামিতা নিয়ে খুব কম কাজ হইছে। শুভকামনা।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৬
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সঠিক সমালোচনা ও পরামর্শ গৃহীত হল।
ধন্যবাদ।
১৫|  ০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:১৬
০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: ডিজাইন ভালো হয়েছে, গল্প ভালো হয়নি।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৭
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামত ভাল হয়েছে।
ধন্যবাদ।
১৬|  ০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২০
০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্পটি বিস্তৃতির দাবী রাখে।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৯
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভবিষ্যতের জন্য চিন্তার খোরাক হয়ে রইল আপনার পরামর্শ।
ধন্যবাদ।
১৭|  ০৬ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
০৬ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
চাঁদগাজী বলেছেন: 
১৮০ ডিগ্রি ঘুরালেন প্লট; তাতে  পুরো অফিসের লোকজন বেকুবে পরিণত হলো; গল্পের প্লট দুর্বল
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০১
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন।
শক্তিশালী প্লট নিয়ে ভাবতে হবে।
ধন্যবাদ।
১৮|  ০৬ ই মার্চ, ২০১৮  রাত ৮:৪৩
০৬ ই মার্চ, ২০১৮  রাত ৮:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন: 
ঘটনার শেষ দেখে নিশ্চিন্তে আমি।মাথায় চিরুনি চালান দিলাম। এখন আরামই লাগছে; অর্ধেকে।থেমে গিয়েছিলাম তো তাই!  
 
চাঁদগাজী যেটা বললেন সেটাই।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০২
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন মন্তব্য। এজন্যই সবকিছু পুরাটা না দেখে কিছু করা উচিৎ নয়।
ধন্যবাদ ভাইজান।
১৯|  ০৬ ই মার্চ, ২০১৮  রাত ৯:০৩
০৬ ই মার্চ, ২০১৮  রাত ৯:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি অনু তাই তার গঠন প্রকৃতি নিয় কথা বলবো না। তবে লেখকের মেসেজটি ফোটে উঠেছে তাতেই গল্পের সার্থকতা। সেটিং যদিও লেখকের নিজের আঙ্গিক এখানে পাঠক শুধু চিন্তা করবেন কথার বুনন কোথায় যাচ্ছে শেষ আউপুটটা কি। এককথায় গল্প সেরকম হইছে মাইদুল ভাই।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৩
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: তবে গল্প সার্থক হইল মর্মে প্রত্যয়ন পাওয়া গেল।
আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
ধন্যবাদ।
২০|  ০৬ ই মার্চ, ২০১৮  রাত ১০:৪০
০৬ ই মার্চ, ২০১৮  রাত ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে আসলো আমারা সবাই জাজমেন্টাল হয়ে যাই । 
লেখায় ভালোলাগা।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৪
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আর এই বিচারকপনার জন্যই সমস্যার উৎপত্তি।
ধন্যবাদ আপু।
২১|  ০৭ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:১৯
০৭ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:১৯
পার্থ তালুকদার বলেছেন: ভাল লিখেছেন। একটু অন্যরকম !
  ০৭ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৩২
০৭ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও চেয়েছিলাম গল্পটা একটু অন্যরকম হোক।
ইদানিং অনুগল্প পড়তে ও লিখতে খুব ইচ্ছে করছে।
তাই আপনার অনেকগুলো গল্প পড়া হয়ে গেল।
ধন্যবাদ।
২২|  ১১ ই মার্চ, ২০১৮  দুপুর ২:১১
১১ ই মার্চ, ২০১৮  দুপুর ২:১১
জাহিদ অনিক বলেছেন: 
নতুন প্লট ! গল্পে ভালোলাগা রইলো। 
  ১১ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫৫
১১ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন বলেছেন জাহিদ অনিক।
ভাললাগায় ভালবাসা।
ধন্যবাদ।
২৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৮  দুপুর ২:৩৬
০৪ ঠা এপ্রিল, ২০১৮  দুপুর ২:৩৬
বর্ষন হোমস বলেছেন: 
গল্প ভাল হয়েছে।শেষের চমকটা আরেকটু বিস্তারিত করে লিখলে ভাল হত বোধ হয়।চালিইয়ে যান।
শুভকামনা রইলো।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৮  দুপুর ২:৪৩
০৪ ঠা এপ্রিল, ২০১৮  দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জনাব।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪৬
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪৬
পলাশবাবা বলেছেন: ভাই আমি কিছু বুঝি নাই ।। মাথার উপর দিয়ে গেছে ।। একটু ব্যাখ্যা করেন।