নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

জীবন-মরন-আশা

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪



তুমি সোনালু গাছ আর সরর্ষের ক্ষেতে
হলুদিয়া ফুলের সমাহার
ফাগুনে দ্রোহী ফুলের রক্তিম মিছিলে
তরুণ হৃদয়ে স্বপ্ন-সম্ভার।

জয়নুল আর সুলতানের তুলির আঁচড়ে আঁকা
বাংলার বিমূর্ত চিত্রপট
জীবনানন্দের দেখা আজন্ম রূপসী বাংলার
বহতা নদীর তট।

তুমি শহীদের ভাষা আন্দোলনের আত্মত্যাগ
একুশের মহান চেতনা
একাত্তরের মুক্তি সংগ্রাম অর্জিত স্বাধীনতার
স্বজন হারার চির যাতনা।

কত শহীদ আর মুক্তিসেনার এ জমিন
কবর খচিত জংলা
তুমি আমার, আমাদের পরম প্রিয় স্বদেশ
লাল-সবুজের অম্লান বাংলা।

জননী জন্মভূমির তরে জীবন সপিলাম
কি মধুর মায়ের ভাষা
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে
জীবন-মরন-আশা।


ছবি : নিজের করা ডিজাইন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার, কবিতায় সুলতানের কথা বলার জন্যও অনেক ভালবাসা, সুলতান আমাদের নড়াইলের তথা বাংলাদেশের গর্ব। সুলতানের কথা শুনলেই আবেগী হয়ে উঠি।

অনেক সুন্দর লিখেছেন মাইদুল ভাই।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা তারেক ভাই সুলতান ও জয়নুল বাংলার গর্ব। ওনার বাড়ি যে নড়াইল তা জানি।

ওনার বাড়িতে কখনো কি গিয়েছেন ?

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি মাইদুল আমার দুর্ভাগ্য এই মহান শিল্পির বাড়ি এখনো যাওয়া হয়নি, আসলে বাড়ি গিয়ে বেশীদিন থাকার সুযোগ হয়না, তাই যাওয়া হয়নি, সামনে যেকোনো সময় যাবো ইনশাল্লাহ।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: যদি কখনো যান তবে জানাবেন।

আবারও ধন্যবাদ।

৩| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া! :)

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

নারী দিসব কেমন কাটলো।

পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.