নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মিলি ভাবতেই পারেনি এভাবে সে নায়িকা হওয়ার একটা সুযোগ পাবে। সেদিন মল্লিকার জন্য কফে-নিরিবিলিতে বসে ছিল। দুই বান্ধবীতে আড্ডা দেওয়াই উদ্দেশ্য। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও মল্লিকার দেখা নেই। কারো জন্য অপেক্ষা করা যে এত বিরক্তিকর তা মিলি প্রথম টের পেল। অনেকটা সময় পর মল্লিকা ফোনে বলল-আজ আর আসা হচ্ছেনা। জরুরী কাজ পড়ে গেছে অফিসে।
সবে কফি পান করে উঠতে যাবে তখনই ঘটল ঘটনাটা। একজন মাঝ বয়সী ভদ্রলোক এসে বলল-আমি কি আপনার সাথে দু’মিনিট কথা বলতে পারি, বলেই অমায়িক হাসি ফুটে উঠল লোকটার মুখে। মিলি আর না করতে পারেনি। দু’জনে বসে কথা হল। কথা বার্তার এক পর্যায়ে লোকটি বলল-
আপনি কি মডেলিং করেন ?
নাতো
কিন্তু আপনার চোখ মুখ বলছে আপনি অভিনয় জানা মেয়ে।
কি করে বুঝলেন ?
আমি চলচ্চিত্র পরিচালক। দেখেই বুঝতে পারি কোন ঝিনুকে মুক্তা আছে।
আপনি ভুল যায়গায় ডায়াল করেছেন।
আপনার নাম মিলি। আপনি নায়িকা হতে চান। কিন্তু কি ভাবে কাজ শুরু করবেন জানেন না। আমি কি ঠিক বলেছি ?
মিলি চমকে উঠে । আরে এ লোক তার মনের খবর জানল কি করে ! সে নিজেকে সামলে নিয়ে বলে- আমাকে দিয়ে ওসব হবেনা।
আপনি এত হালকা সেজেছেন যে, তারপরও অপূর্ব লাগছে। আপনার চোখ ঋতুপর্ণার মত। আপনি রাজি থাকলে আমার একটা নতুন ছবিতে আপনাকে চান্স দিতে পারি।
মিলি কথা শুনে আবেগে আপ্লুত হয়ে গেল। জোনাকীর আলোর মত তার স্বপ্নগুলো যেন জ্বলছে আর নিভছে। সে রাজি হয়ে গেল।
ফোন নম্বর দেওয়া-নেওয়ার পর লোকটা বিদায় নিয়ে চলে গেলেও মিলি আরও অনেকক্ষণ বসে রইল। তার চোখে ভেসে উঠল- বাসায় লুকিয়ে প্রতিদিন আয়নায় অভিনয় করা। অভিনয়ের কথা শুনে মায়ের রেগে উঠা। বাবার উপদেশ- এ জগতটা অনেক খারাপ মা। মানুষ নষ্ট হয়ে যায়, তুই......................।
বাসায় আসার পর থেকে মিলি যেন অন্য মানুষ। তার কথা বার্তায় নায়িকা নায়িকা ভাব। মা বলল-এই তোর কি হয়েছে আজ ? সব কিছুতে এমন অভিনয় করছিস কেন ?
অভিনয় করবো কেন মা ? আসলে তুমি ইদানিং আমার খুঁত ধর বেশি। কদিন পরে দেখবে আমি............না কথাটা আর মিলির বলা হলোনা। ফোনটা বেজে উঠল। সেই পরিচালকের ফোন।
হ্যালো-মিলি, কেমন আছ ? ঘুমিয়ে গেছ?
জ্বী ভাল। আপনি কেমন আছেন ?
এইতো চলছে, শোন তোমার নতুন নাম ঠিক করেছি-অদিতি। নামটা কেমন ?
মিলি কিছুটা রাগ হল আপনি থেকে তুমিতে নেমে এসেছে, আবার নতুন নাম রেখেছে। তবুও হাসিমুখে বলল- নামটাতো সুন্দর।
অনেক কথা বলার পর এক পর্যায়ে পরিচালক বলল- আসলে ছবির জগৎটা চলে ‘গিভ এন্ড টেক’ নিয়মে। তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। মানে ইয়ে..........। মানে ধর এক রাতের জন্য...............। এক রাতের জন্য আমরা একসাথে থাকলাম এই আরকি।
মিলি বলল- যা কথা বলার সামনা সামনি বলবো। আগামীকাল ক্যাফে নিরিবিলিতে আসুন।
ফোন রেখে রাগে সে ফুসতে লাগলো। ‘গিভ এন্ড টেক’ পলিসি কাকে বলে তোকে আগামীকাল দেখাচ্ছি হারামজাদা।
পরের দিন সন্ধ্যায় ক্যাফে নিরিবিলিতে বসে কফি পানের পর মিলি এদিক ওদিক তাকিয়ে পজিশন ঠিক আছে কি না দেখে তার পা থেকে জুতাটা নিয়ে আজমকা পরিচালকের গালে এক ঘা বসিয়ে দিয়ে বলল-‘গিভ এন্ড টেক’ ডন্ট মাইন্ড।
পরিচালক হাত দিয়ে মিলিকে ধরতে যাবে তার আগেই হেল্প বলে চিৎকার করে উঠল সে। আর অমনি হুড়মুড় করে জনা পাঁচেক যুবক মিলি ও পরিচাললকে ঘিরে ফেলল।
এবারের মত তোকে ভাল হওয়ার চান্স দিচ্ছি। ভবিষ্যতে যদি নায়িকা হওয়ার চান্সের কথা বলে কোন মেয়ের ক্ষতি করার চেষ্টা করিস তবে তার ফল ভাল হবেনা। নারীকে বাজের পণ্য মনে করা ঠিক নয়। আজ ছেড়ে দিলাম।
যুবকেরা পরিচাললকে টেনে হিড় হিড় করে বাহিরে নিয়ে গিয়ে গার্ট ছিড়ে দিয়ে মজা করে বলল- যা তোকে দৌড়ানোর চান্স দিলাম। ১০০০ মিটার দৌড় হবে। ওয়ন, টু, থ্রি।
ছবি : মুখচ্ছবি, নিজের আঁকা।
১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম মিলিদেরিই তুলে ধরেছি। যারা নিজেকে পন্য বানায় না।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮
তারেক ফাহিম বলেছেন: গল্প সুন্দর+
বাস্তবধর্মী লিখা।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রশসংসার জন্য আপনাকে ধন্যবাদ।
কেমন চলছে বসন্দের দিন.........।
৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০২
মোস্তফা সোহেল বলেছেন: অনু গল্প ভাল লাগল মাইদুল ভাই।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন,
অনু গল্প ভাল লাগল মাইদুল ভাই
বসন্তের শুভেচ্ছা রাশি রাশি।
৪| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
চাঁদগাজী বলেছেন:
দেশের হালচাল নিয়ে মোটামুটি ভালোই প্লট, লেখা ঝরঝরে হয়নি
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: একটু ভিন্ন ভিন্ন প্লট নিয়েই অণুগল্পগুলো লিখবো।
লেখা ঝরঝরে হতে সময় লাগবে। আমি মূলত শুধু কবিতা ই লিখতাম। ব্লগেই গল্প লেখার শুরু।
ধন্যবাদ।
৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ্ চলছে, আপনাদের দোয়ায়।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল থাকুন
সুখে থাকুন।
মাঝে মাঝ ব্লগে আসুন
কিছু কথা লিখুন।
৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২
সৈয়দ ইসলাম বলেছেন:
অনেক মেয়েই সরলতায় নিজের সর্বস্ব বিলিন করে এইসব নরপশুদের হাতে। আবার অনেকে লোভে এ পথে পা বাড়ায়। অনেকের ইঞ্জয়। সব মিলিয়ে এ ব্যবসা ভালই চলছে।
তবে এতো সহজে ওরা মেয়েদের টাচ করে না। পরিস্থিতিকে তাদের অনুকূলে আনার পর মেয়েরা নিজেই নিজেদের কুরবান করে।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওই জগতটাই কদর্য।
ছেলে , মেয়ে সবাই নিজের সম্মান বিসর্জন দেয়। ইচ্ছায়, অনিচ্ছায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত এর জন্য।
৭| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০
তারেক ফাহিম বলেছেন: ব্লগে সবসময় লগইন থাকে। অন্য কাজে হয়ত ব্যস্ত থাকি।
আপনারা লিখেন আমি না হয় পাঠক হয়েই থাকি।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুরু পাঠক হলেতো হবেনা ভায়া।
লেখকও হতে হবে।
এখানে আমরা সবাই পাঠক, আবার সবাই লেখক কি মজা।
আপনাকে একটা ঘোলাটে ছবি উপহার দিলাম।
৮| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম কলি আপু।
আপনার কবিতায় করা মন্তব্যর উত্তর এখনো পাইনি আপু।
ধন্যবাদ।
৯| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাতিক্রমি প্লট, ভাল হইছে ।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাললাগায় অনুপ্রাণিত।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
১০| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
জাহিদ অনিক বলেছেন:
গল্প মোটামুটি লাগলো।
তবে গল্পের প্লট ভালো।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রকৃত মতামতের জন্য
ধন্যবাদ জানিবেন জাহিদ ভাই।
বসন্তকাল ভাল কাটুক।
১১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাতেগোনা দু'একজন ছাড়া সবাই কম্প্রোমাইজই করে। তবে এমন মেয়েও সমাজে অবশ্যই আছে যারা কোনভাবেই সামান্য খ্যাতি আর যশের জন্য নিজের সম্মান বিকিয়ে দেয় না। গল্প ভাল লাগল।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: মূল্যবান কথা বলেছেন।
অনেকে শত প্রলোভনেও ধরা দেয়না।
ভাললাগায় ভালবাসা।
ভাল থাকুন।
১২| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: গল্পের মতোই যেন বাস্তব হয়।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাই কাম্য।
ধন্যবাদ।
১৩| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯
কালীদাস বলেছেন: প্লটটা ভাল, উৎসাহজনক। বাস্তবেও এরকম সচেতনতা কাম্য
কয়েকটা ভুল বানান বাজে দেখাচ্ছে!
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাস্তব বড় কঠিন।
বর্তমানে এরকম মিলিরা দিন দিন কমে আসছে।
যেগুলো চোখে পড়েছে ঠিক করে দিয়েছি। তবুও বানান ভুল হয়, ভুল রয়।
ধন্যবাদ দাদা।
১৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫
এম ডি মুসা বলেছেন: মেয়েদের নায়িকা হওয়ার স্বপ্ন ঘোরে তাই বলে
সুযোগ নিবে তা ঠিক কিনা জানিনা। দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করা দরকার ।।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বর্তমানে হলিউড, বলিউড, ঢালিউড সব জায়গায়ই্ এভাবে সুযোগ নিচ্ছে।
ওরা ভাল হলে দৃষ্টিভঙ্গিও ভাল হবে।
ধন্যবাদ আপনাকে।
অনেক দিন পর দেখলাম।
১৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
নীলপরি বলেছেন: গল্প ভালো লাগলো ।
এগুলো কিছুটা আছে । যদিও ফিল্ম ইন্ড্রাস্টী এখন অনেক সচেতন হয়েছে । ভালো কাজ না জানলে অন্যভাবে টিকে থাকা মুশকিল ।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাজ তো জানতেই হবে।
সব কিছু থাকার পরও সুযোগ খুঁজে .....................
প্রসংশার জন্য ধন্যবাদ।
১৬| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
আখেনাটেন বলেছেন: রঙিন জগতটাই এমন! অন্য জগতও কি এর বাইরে?
টিকে থাকতে হলে অবক্ষয়ের সমাজে এখন চারপাশে 'গিভ অ্যান্ড টেক'র রামরাজত্ব। সবক্ষেত্রে, সকল জায়গাতেই।
গল্পে প্লট ভালো ছিল।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখছি।
ভাল আছেন নিশ্চয়।
হ্যা ভাই সব জায়গাতেই তা চলছে।
ধন্যবাদ।
১৭| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১
আখেনাটেন বলেছেন: হুম; কয়দিন পরে আসলাম। অধমকে স্মরণে রেখেছেন জেনে খুশি হলাম।
ভালো; আপনিও ভালো থাকুন।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বসন্তের শুভেচ্ছা।
ভাল থাকুন সবসময়।
১৮| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১২
খাঁজা বাবা বলেছেন: হাহাহহা
ভাল লিখেছেন
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হে হে হে
ভাল মন্তব্য করেছেন।
ধন্যবাদ।
১৯| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০
মলাসইলমুইনা বলেছেন: গল্পে সমাজ বদলের কথা আছে | সেজন্য ভালো লেগেছে | এটাতো আটই মার্চের গল্প হবার কথা ব্লগে | তিনদিন পরে দিলেন কেন ?
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে নারী দিবস মাথায় রেখে গল্প লিখিনি।
গল্পটা লিখেছি ১১ তারিখে তাই ব্লগেও এসেছে ১১ তারিখে।
ভাললাগায় ভালবাসা।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: বাস্তবে এর উল্টো ঘটে এর উল্টো নায়িকা হওয়ার লোভে অনেকেই সর্বস্ব দিতে রাজী, তবে ভাল মন্দ সব জায়গায় আছে, মিলিদের মত অনেকেই আছেন যারা নিজেকে বিকিয়ে দেন না।