|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
বিজ্ঞানকে অস্বীকার করার কোন মানে নেই। তবে যেখানে কুরআন বিজ্ঞানের মধ্যে সাংঘর্ষিক ব্যাপার থাকে সেখানে কুরআনকেই গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে।
ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম ও বিজ্ঞানময় বললেও ভুল বলা হবেনা। যারা বলেন ইসলাম আধুনিকতার অন্তরায় তাদের জন্য জবাব হচ্ছে-আমরাই ইসলামের জন্য অন্তরায় হয়ে দাড়িয়েছি।
আধুনিক বিশ্বে স্টিফেন হকিং অন্যতম বিজ্ঞানী হতে পারে। তার যেসব মতামত কল্যানকর ও ইসলাম বিরোধী নয় সেগুলো গ্রহণ করা যেতে পারে। কিন্তু তার মতে-“পরকালে স্বর্গ,নরগ বলে কিছু নেই। এগুলো কাল্পনিক কিংবা রূপকথা।” এই মতবাদ বা যুক্তি বা তথ্য মুসলমানদের কখনো বিশ্বাস করা উচিৎ নয়। তার মত এমন অর্ধ-মৃত বিজ্ঞানী ইসলাম ধর্ম  নিয়ে এর চেয়ে ভাল কিই বা বলতে পারবে।
আল্লাহ্ তাকে পরীক্ষা করছেন দুরারোগ্য ব্যাধি দিয়ে কিন্তু না সে তার মস্তিষ্ক দিয়ে ধর্ম বিশ্বাসের অপব্যাখ্যা করেই যাচ্ছে। এসব মরা-ধরা বিজ্ঞানীর ভ্রান্ত ধারনায় বিশ্বাস হারাবেন না।
পরকাল সত্য। পরীক্ষিতভাবেই সত্য।
পৃথিবীতে ইসলামের চেয়ে সুন্দর, আধুনিক, কল্যানকর, বিজ্ঞানসম্মত ও শান্তিকামী অন্য কোন ধর্ম নেই। যদি থাকতো তবে সেটাই হতো মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম।
 ৪৪ টি
    	৪৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫১
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এবং এক সময় এই ভাল দই পাড়া-পড়শী ও এলাকার সুনাম ছাড়িয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ে।
ভালকে অন্যরা ভাল বলে আবার হিংসাও করে তারপর শুরু হয় ভালকে মন্দ ভাবে উপস্থাপনের প্রতিযোগিতা।
২|  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪৫
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: ভাললাগলো ধর্মীয় জ্ঞান।
  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৯
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
আমাদের সব মুসলিমদের উচিৎ ধর্মীয় জ্ঞান রাখা। 
তা না হলে  ঈমান আকীদা রক্ষা করা কঠিন হবে।
ধন্যবাদ।
৩|  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:০৭
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মরা ধরা বিজ্ঞানী।   
  
  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪৮
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
একে কি বলবেন মরা-ধরা না তাজা-তেজী বিজ্ঞানী- 
 
৪|  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১২
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: রাইট।  ইসলামের বিরুদ্ধে গেলে গ্রহণ করা যাবে না।
তবে আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। মানতে হবে।
  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪৯
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত।
অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে।
ধন্যবাদ ও শুভকামনা।
৫|  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:২৮
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগারদের সচেতনতা দেখে ভাল লাগল।
ধর্মের প্রতি আমাদের আবেগ তৈরি হয়ে আছে বহু কাল থেকে। আর কে না জানে, আবেগ থাকলে অনেক সময় যুক্তি হয়ে পড়ে অকার্যকর। যুক্তি দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা যায়, সব কিছু তো নয়!!!
  ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫৩
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগার মানেই ইসলাম বিরোধী এ ধারনা ভাংতে হবে।
বিজ্ঞান যুক্তি দিলেও কুরআনকে পাশ কাটিয়ে তা গ্রহণ করা যাবেনা। (বিজ্ঞান ও কুরআনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে)
মহানবী হযরত মুহাম্মদ (সা মেরাজে গিয়েছিলেন তা বৈজ্ঞানিকভাবেও সত্য ও সঠিক বলে প্রমাণিত হয়েছে।
 মেরাজে গিয়েছিলেন তা বৈজ্ঞানিকভাবেও সত্য ও সঠিক বলে প্রমাণিত হয়েছে।
ধন্যবাদ।
ভাল থাকুন।
৬|  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০০
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০০
হাফিজ বিন শামসী বলেছেন: 
আপনার লেখাটা ধর্মের দিকে আহ্বান। ধর্মীয় আহ্বান অবশ্যই মার্জিত ভাষায় হওয়া বাঞ্ছনীয়।তা নাহলে হিতে বিপরীত হয়।
  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৮
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আমার কাছে ওনি মরা-ধরা বিজ্ঞানী।
তাই এই ভাষা ব্যবহার করেছি। 
এতকালতো কোমলভাবে আহ্বান করা হয়েছে
এবার না হয় একটু কঠিনভাবে আহ্বান করা হল।
যে ভাল সে ভালটাই নিবে
যে খারাপ সে খারাপটা ই খুঁজবে।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
৭|  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৪
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৪
আল হাবসি বলেছেন: কই ছিলেন ওস্তাদ, আপনারেই তো হ্যারকিন দিয়ে খুঁজে বেড়াইতাছি, অনেকদিন আগে একজনের বই পড়ছিলাম , নামটা ছিল ""পৃথিবী নয় সূর্য ঘুরে কোরআনের আলোকে প্রমাণ"""। পরার পর নিজেরেই নিজে আবাল মনে হইতাছিল, আবার অনেকদিন পর আপনের আজকের লেখা পইড়া নিজরে এইরকম লাগতাছে, থ্যাংকু ওস্তাদ থ্যাংকু।
  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
যার যতটুকু বিশ্বাস সে ততটুকুরই প্রতিফলন ঘটাবে। তা লেখায় হোক, কথায় হোক বা যুক্তি তর্কে, মন্তব্যে।
ভাল থাকুন।
ধন্যবাদ।
৮|  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
সালাহ উদ্দিন শুভ বলেছেন: আমি জানিনা, এই আলোচনা কবে শেষ হবে। কুরআন একটি জীবনবিধান, বিজ্ঞানের বই নয়। আমাদের সমস্যা একটাই, কুরআনের সাথে সাংঘর্ষিক বিধায় আমরা বিজ্ঞানকে প্রত্যাখান করছি প্রতিনিয়তই। কিন্তু আমরা দেখছি বিজ্ঞান স্থিথিশীল নয়, পরিবর্তনশীল। বিজ্ঞানের কোন কিছু যদি কুরআনের সাথে সাংঘর্ষিক হয় তবে আমাদের উচিৎ সেটা গবেষণার মাধ্যমেই ভুল প্রমাণিত করা, অন্যথায় ব্লগে, ফেসবুকে এমন ধরনের কথা বার্তাকে তারা মুর্খতাই মনে করে।
আজ আমরা বিজ্ঞান ছেড়ে দিয়েছি, কিন্তু একসময় আমরাই ছিলাম এই বিজ্ঞানের ইনভেন্টর। মুসলীমদের সোনালী যুগ ছিল, আজ তা  ইতিহাস হয়ে গেছে। আজ আমরা বিজ্ঞান, দর্শন সবকিছুতেই পিছিয়ে। শুধু একটা জিনিসেই এক্সপার্ট, 'এটা পশ্চিমাদের চাল' এই কথাটা আওড়াতে।
  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৭
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর যুক্তিসংগত মন্তব্য।
অবশ্যই অনেককিছুই  প্রমাণিত হয়েছে।
চাঁদ দ্বিখন্তিত হয়েছিল, এটা আমাদের নবীর মোজেজা।
বাস্তবেই প্রমানিত হয়েছে চাঁদে জোড়া লাগার দাগ রয়েছে।
ধর্মকে যারা উপহাস করে আসলে তারাই মূর্খ, প্রগতিশীল ও আধুনিকতার নামে ভন্ডামী।
ধন্যবাদ।
৯|  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩২
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩২
বারিধারা ২ বলেছেন: বিজ্ঞানের কোন ব্যাপারটা কোরআনের সাথে সাংঘর্শিক সেটাই তো খুঁজে পাইনা। হ্যা, একসময় ছিল যখন বিজ্ঞান ধারণা দিয়েছিল যে সূর্য স্থির আর পৃথিবী ঘোরে।
  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১:২৫
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বিজ্ঞান বলে বেশি বেশি হাস, ভাল থাকবে
ধর্মীয় ভাবে বেশি হাসা নিষেধ, কারণ বেশি হাসলে কলব/অন্তর মরে যায়।
এখন কোনটা মানবেন।
ধন্যবাদ।
১০|  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১:৪৪
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ১:৪৪
অগ্নিবেশ বলেছেন: বিজ্ঞান বলে বেশি বেশি হাস, ভাল থাকবে
ধর্মীয় ভাবে বেশি হাসা নিষেধ, কারণ বেশি হাসলে কলব/অন্তর মরে যায়
                                                রিভার্স খেলছেন?
  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ২:২১
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তাই নাকি ?
ধন্যবাদ।
১১|  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ২:০৪
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিজ্ঞান শুধুই মানুষের প্রয়োজনে বিজ্ঞজনদের জ্ঞানকে একত্রিত করে একটি সম্ভাব্য মতামতের নতিজা মাত্র। বিজ্ঞান মহাসৃষ্টির সল্প জ্ঞান মাত্র। ধর্ম জীবন বিদান। কোরআন আল্লাহর কথা।
  ১২ ই মার্চ, ২০১৮  দুপুর ২:২৩
১২ ই মার্চ, ২০১৮  দুপুর ২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তবুও কেন মানুষ অপব্যাখ্যা করে।
সবাই যদি এমন বুঝত তবে সমস্যা এত প্রকট হতনা।
ধন্যবাদ সুজন ভাই পাঠ ও মন্তব্যে।
১২|  ১২ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৩৪
১২ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: 
এবং এক সময় এই ভাল দই পাড়া-পড়শী ও এলাকার সুনাম ছাড়িয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ে।
ভালকে অন্যরা ভাল বলে আবার হিংসাও করে তারপর শুরু হয় ভালকে মন্দ ভাবে উপস্থাপনের প্রতিযোগিতা। 
ধন্যবাদ।
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫২
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আপনাকেও ধন্যবাদ।
১৩|  ১২ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
১২ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
বারিধারা ২ বলেছেন: বিজ্ঞান যদি বলে হাসা শরীরের জন্য ভাল, তাহলে অবশ্যই হাসব - কিন্তু এত বেশি হাসব না যাতে কলব মরে যায় বা ব্যক্তিত্ব নষ্ট হয়। আর কোন প্রশ্ন?
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এরকম সুন্দর সমাধানের পথে না গিয়ে মানুষ শুধু বিজ্ঞানের পিছে লাগে, ধর্মের পিছে লাগে।
শুভকামনা।
১৪|  ১২ ই মার্চ, ২০১৮  রাত ৮:৫২
১২ ই মার্চ, ২০১৮  রাত ৮:৫২
ওমেরা বলেছেন: ইসলাম সত্য সুন্দর । অনেক ধন্যবাদ।
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শুভেচ্ছা ও শুভকামনা।
১৫|  ১২ ই মার্চ, ২০১৮  রাত ১০:০২
১২ ই মার্চ, ২০১৮  রাত ১০:০২
Biniamin Piash বলেছেন: বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়,ধর্ম ধর্মের জায়গায়। বিজ্ঞানের মধ্যে ধর্ম কপচাতে আসবেন না, তাতে বিজ্ঞানের চেয়ে ধর্মের ক্ষতিই বেশি হবে। আর এটা নিশ্চয় জানেন যে ইসলাম কারো শারিরীক অক্ষমতা নিয়ে উপহাস করতে নিষেধ করেছে, তা সত্বেও আপনি দিব্যি একজনের শারিরীক অক্ষমতা নিয়ে মজা শুরু করে দিলেন। আগে নিজেকে শুধরে নিন তারপর সমাজকে শুধরানোর চেষ্টা করেন।
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০১
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আর সেই শারীরিক অক্ষম ব্যক্তি যদি তার মস্তিষ্ক দিয়ে ধর্ম, ইসলামের বিশ্বাসে আঘাত হানে তবে কি এটা বলা বাড়াবাড়ি-
...........................বিজ্ঞানীর কথায় বিশ্বাস হারাবেননা।
সে যদি ভাল কিছু বলতে বিধর্মী হওয়া সত্ত্বেও তাসে সেল্যুট করতাম।
সমাজকে শুধরানোর জন্য নয় ভ্রান্ত কথায় ঈমান যেন না হারায় তাই বলা।
এতে কারো উপকার হলে ভাল , অত্যন্ত ক্ষতিত হবেনা।
ভাল থাকুন।
ধন্যবাদ।
১৬|  ১২ ই মার্চ, ২০১৮  রাত ১১:২১
১২ ই মার্চ, ২০১৮  রাত ১১:২১
সিফটিপিন বলেছেন: ভাইজু, তিনি দেহ দিয়া বিজ্ঞানি হননি, হয়েছেন মগজ দিয়া। ধর্মীয় জ্ঞান যদি এতোই থাকে তাহলে কারো শারিরীক অক্ষমতা নিয়ে উপহাস না করে ধর্মীয় কিছু নছিহত করে আমাদেরকে শোনান, উপকৃত হই।
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৪
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: এখানে ধর্মীয় জ্ঞান উপস্থাপন করিনি।
বাহ্যিকভাবে অক্ষম ব্যক্তিও মগজ দিয়ে ধর্ম, ইসলাম, ইমানের উপর আঘাত হানতে পারে সেটাই তুলে ধরেছি।
এসব ভ্রান্ত কথায় ঈমান হারানো বুদ্ধিমানের কাজ নয়।
জানেনইতো শেষকালে ঈমান রক্ষা করা কত কঠিন।
শুভকামনা।
ধন্যবাদ।
১৭|  ১৩ ই মার্চ, ২০১৮  ভোর ৬:৩৪
১৩ ই মার্চ, ২০১৮  ভোর ৬:৩৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিজ্ঞানকে বিজ্ঞানের জায়গায় আর ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিন | ধর্মের বিশালতা এবং মানব জীবনে এর অপরিহার্যতা প্রমানের জন্য বিজ্ঞানকে অহেতুক টেনে এনে ধর্মকেই ছোট করা হয় | কিছু সংখ্যক অতি উৎসাহ চরমপন্থী ধার্মিকের সবকিছুতে ধর্মকে টেনে আনার পিছনে একটি কারণেই বিদ্যমান - এরা ধর্মের এই বিশালতা বিন্দুমাত্র অনুধাবন করতে পারেন নাই | ধর্মের অন্তর্নিহিত শক্তি এরা অনুভব করতে পারেন না বা এতে এদের ঈমানের দূর্বলতা আছে বলেই বিভিন্ন যুক্তি দিয়ে এরা ধর্মের শক্তিমত্তা প্রকাশের চেষ্টা করেন যার প্রয়োজন একদমই নেই | ধর্ম তার নিজ মহিমায় এবং বিশালতায় তার নিজের সর্বোচ্চ স্থানেই অধীষ্টমান |
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৫
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কোন ব্যাপারে বিজ্ঞান যখন ধর্মের জন্য হুমকি হবে তখন ধর্মের বিধি বিধান মানাটাই উত্তম।
এই জ্ঞান যদি না থাকে তাহলে কি পরিণতি হবে ভেবে দেখুন।
ধন্যবাদ।
১৮|  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:২৪
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ৯:২৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন :::: বিজ্ঞানকে বিজ্ঞানের জায়গায় আর ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিন | ধর্মের বিশালতা এবং মানব জীবনে এর অপরিহার্যতা প্রমানের জন্য বিজ্ঞানকে অহেতুক টেনে এনে ধর্মকেই ছোট করা হয় | কিছু সংখ্যক অতি উৎসাহ চরমপন্থী ধার্মিকের সবকিছুতে ধর্মকে টেনে আনার পিছনে একটি কারণেই বিদ্যমান - এরা ধর্মের এই বিশালতা বিন্দুমাত্র অনুধাবন করতে পারেন নাই | ধর্মের অন্তর্নিহিত শক্তি এরা অনুভব করতে পারেন না বা এতে এদের ঈমানের দূর্বলতা আছে বলেই বিভিন্ন যুক্তি দিয়ে এরা ধর্মের শক্তিমত্তা প্রকাশের চেষ্টা করেন যার প্রয়োজন একদমই নেই | ধর্ম তার নিজ মহিমায় এবং বিশালতায় তার নিজের সর্বোচ্চ স্থানেই অধীষ্টমান |
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৬
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন ব্যাপারে বিজ্ঞান যখন ধর্মের জন্য হুমকি হবে তখন ধর্মের বিধি বিধান মানাটাই উত্তম।
এই জ্ঞান যদি না থাকে তাহলে কি পরিণতি হবে ভেবে দেখুন।
ধন্যবাদ।
ভাল থাকুন।
১৯|  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪৮
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: স্টিফেন হকিং এর সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স এসব। তিনি ধর্ম নিয়ে কি বললেন তা আসলেই ধর্তব্যের মধ্যে নয়। একই ভাবে তিনি যদি অর্থোপেডিক সার্জারী নিয়ে মন্তব্য করেন তবে সেটাও হবে আর দশজন সাধারন মানুষের মন্তব্যের মত। বিজ্ঞান ভিত্তিক আবিষ্কারের জন্য প্রয়োজন গবেষনালব্ধ জ্ঞান।  যার যেটা সাবজেক্ট নয়, সে বিষয়ে তার মন্তব্য তো সাধারন মানুষের মন্তব্যের মতই সাধারন। 
 "কোন ব্যাপারে বিজ্ঞান যখন ধর্মের জন্য হুমকি হবে তখন ধর্মের বিধি বিধান মানাটাই উত্তম।"
বিজ্ঞান সতত পরিবর্তনশীল একটি বিষয়। কারন মানুষ ভুল করে শেখে। গ্যালিলিও যখন হ্যালিওসেনট্রিক মতবাদ দেন,  তখন তা এরিস্টটলের জিওসেন্ট্রিক মতবাদকে হুমকির মুখে ঠেলে দেয়। সে সময়ে এরিস্টটলের জিওসেন্ট্রিক মতবাদই ছিল বিজ্ঞান। চার্চ  বিরোধিতা করে  গ্যালিলিওর, কারন চার্চ তখন এরিস্টটল জিওসেন্ট্রিক মতবাদকে গ্রহন করেছিল। সুতরাং এদিক দিয়ে বিচার করলে বিজ্ঞানই বরং বিজ্ঞানের বিরোধিতা করে। 
কোন ব্যাপারে বিজ্ঞান যখন ধর্মের জন্য হুমকি হবে তখন ধর্মের বিধি বিধান মানাটাই উত্তম - হ্যা, এটা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে। সেজন্যে আমেরিকাতে ইভলিউশনারীর চেয়ে ইনটেলিজেন্স থিউরি অনেকেই গ্রহন করেছেন।  অবশ্য এর পেছনে বেশ কিছু কারনও রয়েছে। দেখা যায় ইভলিউশন থিউরি বেশ কিছু কনসেপ্ট (যেমন, সুইসাইড ইত্যাদি) ব্যাখা করতে পারে না। আসলে যে কোন মতবাদের গ্রহনযোগ্যতা নির্ভর করে তার বিশ্বাসযোগ্যতার উপরে। বিজ্ঞান সতত পরিবর্তনশীল বিধায়, বিজ্ঞান কখনও ধর্মের স্থান দখল করবে না।
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১১:২১
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: তথ্যবহুল ও যুক্তিপূর্ণ মতামতের জন্য
ধন্যবাদ ভ্রাতা।
শুভকামনা।
২০|  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩০
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হকিং সাহেব জীবিত পদার্থ বিজ্ঞানীদের ভিতর শ্রেষ্ঠ । কিন্তু তিনি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ আলেম নন।
  ১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৩
১৩ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তাইতো তার এ ধরণের ভ্রান্ত কথা বার্তা থেকে সাবধান।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
২১|  ১৪ ই মার্চ, ২০১৮  রাত ১:০৪
১৪ ই মার্চ, ২০১৮  রাত ১:০৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: "তথ্যবহুল ও যুক্তিপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ ভ্রাতা। " 
আপনাকেও ধন্যবাদ। যত যাই হোক, যে বিষয়েই বলুক না কেন স্টিফেন হকিং এর কথা বানী চিরন্তনীতে স্থান পায় কারন তিনি দুনিয়া কাপানো স্টিফেন হকিং।  একজন রিকশাচালক  কিংবা কুলি মজুরের কথা কোথাও স্থান পায় না। যদিও বহু ক্ষেত্রে কুলি মজুর কিংবা রিকশাচালকের উপলব্ধিই সঠিক। সামাজিক এই বৈষম্যের মানসিকতা থেকে আমরা কেউই হয়তবা মুক্ত নই।
  ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:২৮
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এরকম করে উপলব্দি করার মানসিকতাও অনেকের নেই।
তাইতো আজ আমাদের এ অবস্থা।
মূল্যবান মতামতে ধন্যবাদ ভ্রাতা।
২২|  ১৪ ই মার্চ, ২০১৮  রাত ১১:৩৬
১৪ ই মার্চ, ২০১৮  রাত ১১:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশ্চর্যের ব্যাপার। আপনি ১২ তারিখ একে নিয়ে পোস্ট দিলেন আর ১৪ তারিখ মরেই গেল। আশ্চর্য আশ্চর্য !
  ১৫ ই মার্চ, ২০১৮  দুপুর ১:০৮
১৫ ই মার্চ, ২০১৮  দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আমিও অবাক। হতে পারে কাকতালীয়।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪২
১২ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: গোয়ালের দই গোয়ালেই ভালো কয়।