নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : ভাইরাস

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫




বেশ কিছুদিন হল সিয়ামকে পড়াতে আসছেন না তার স্যার সাব্বির। স্যারের বাসায় খোঁজ নেওয়ার জন্য বিকালে রওনা হল সিয়াম। শহরতলীর একটা বিল্ডিং এর চিলেকোঠায় থাকে সাব্বির। ইঠাৎ করেই জরুরী কাজে তাকে বাড়ি যেতে হয়েছে। গতকাল রাতে ফিরেছে।
দড়জায় নক হতেই খুলে দেখে সামনে সিয়াম দাড়িয়ে ।

দশম শ্রেণীর ছাত্র সিয়াম। পড়ার চেয়ে কম্পিউটার নিয়েই বেশি বেস্ত থাকে সে। স্যারের সাথে তার বন্ধুর মত সম্পর্ক। স্যার হিসেবে সাব্বিরকে ভালই লাগে সিয়ামের। তবে যেদিন একটু কড়া শাসন করে সে দিন তার মুড অফ থাকে।

সাব্বির অনার্সে পড়ে। বাড়ির আর্থিক অবস্থা তেমন সুবিধার নয়। নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়ে নেয় টিউশনি করে। রান্না বান্নার কোন ঝামেলা নেই তাই খাওয়া দাওয়া নিয়ে টেনশন নেই । সকালের নাস্তা বাদে দুইবেলা সিয়ামদের বাসায়ই খেয়ে নেয়।

স্যার আপনি গত কয়েকদিন পড়াতে যাচ্ছেননা দেখে আমিই চলে আসলাম। মনে হয় অসুখে পড়েছেন। ইস্ আপনের অসুখ না হয়ে আমার হওয়ার দরকার ছিল।

কেন ?

না মানে। কয়দিন রেস্টে থাকতাম আর কম্পিউটার টিপতাম।

স্যার আপনার কম্পিউটারে ধুলা পড়েছে। অনেক দিন ব্যবহার করেননা। আপনার পিসিতে গেইম নেই?

না নেই।

মুভি ?

আছে তোমার পছন্দ হবেনা।

হিন্দি নতুন একটা ছবি এসেছে স্যার। ফটাফাটি ছবি। দেখেছেন ?

না।

স্যার আপনার কম্পিউটারটা একটু দেখি।

ঠিক আছে তুমি থাক আমি একটু বাহিরে থেকে আসছি।

কম্পিউটার অন করে সে ভাইরাস নামক ফোল্ডার খুঁজতে লাগলো। তার বন্ধু রোহান বলেছে-বেশিরভাগ কম্পিউটারে ভাইরাস নামক ফোল্ডারে পর্ণ থাকে। ভাইরাস নাম দেখলেই সবাই এড়িয়ে যায়। তাই এমন ফোল্ডারে নিরাপদ মনে করে গোপন জিনিস রাখে অনেকে। নিজের পিসিতেও কিছু এডাল্ট ভিডিও রেখেছে সিয়াম। বাসায় কেউ না থাকলে বেশ উপভোগ করে। তার মনটাই খারাপ হয়ে গেল কাংখিত জিনিস না পেয়ে।

সাব্বির ফিরে এসে দেখে কম্পিউটার বন্ধ। কি ব্যাপার ভাললাগছেনা- কম্পিউটার বন্ধ যে ? এমন মনমরা হয়ে বসে আছ কেন ?

আপনার পিসিতে কিছু নেই।

তুমি কি বিশেষ কিছু খঁজছিলে ?

না । মানে স্যার.....................................।

তোমার মত সবাইকে ভাবা ঠিক নয়। কম্পিউটার মানেই বিনোদন নয়। কাজের জিনিস। যারা কাজ করেনা তারাই কম্পিউটারে বিনোদন নিয়ে পড়ে থাকে।

তোমার বাবাকে বলব তোমার কম্পিউটারে ভাইরাস আছে ? তিনি যেন এন্টিভাইরাসের ব্যবস্থা করেন।

স্যারের কথা শুনে সিয়াম লজ্জা পেল এবং কিছুটা চমকে গেল। মুখে শুকনা হাসি ফুটিয়ে বলল- আমার কম্পিউটারে খারাপ কিছু নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।

থাম । এখন বাসায় যাও। আমি একটু পরে আসছি।

বাসায় ফেরার পথে বন্ধু রোহানের সাথে দেখা।

রোহান বলল-চল আমাদের বাসায় কেউ নাই। তোকে নতুন জিনিস দেখাবো।

না রে দোস্ত। একটু পড়ে স্যার আসবে। আমি যেতে পারবনা।

অনেক জোড়াজোড়ির পরও সিয়াম রোহানের সাথে না গিয়ে বাসায় চলে এল।

সে বাসায় এসে তার কম্পিউটারের সমস্ত এডাল্ট ভিডিও ডিলেট করে দিল।

বাসার কেউ টের পেলে তাকে কম্পিউটার ছাড়া করবে এমনকি বাবা গায়েও হাত তুলতে পারে। এখন তার মনে কোন পাপবোধ নেই।

স্যারের পড়া আজ মনোযোগ দিয়ে পড়েছে। তার মধ্যে একটা পরিবর্তন এলো ।

রাতে তার ভাল ঘুম হলো। তার কম্পিউটার এখন ভাইরাস মুক্ত। তার আর কোন ভয় নেই।


সত্য ঘটনার ছয়া অবলম্বনে।



ছবি : নেট থেকে নেওয়া।


মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩

সিয়াম বিল্লাহ ৭৪ বলেছেন: অনেক সুন্দর গল্প

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সিয়াম আপনাকে

সুন্দর মতামতের জন্য।

২| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যাহ্, গল্প শেষ!!!!

মাইদুল ভাই? গল্পগুলো টেনেটুনে আরেকটু বড় করেন? পড়তে দারুন লাগছে।

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট গল্পগুলো আরেকটু বড় হবে ভাই।

অনুগল্প গুলো অণুই থাকুক।

প্রশংসার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক নিষিদ্ধ স্মৃতি মনে পড়ে গেল। ভাল হয়েছে গল্প।

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃতি যে বেদনার ফুল। মনেতো পড়বেই।

আমারও আরও অনেক ঘটনা মনে পড়ে গেল।

ধন্যবাদ প্রশংসার জন্য।

৪| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

ভুয়া মফিজ বলেছেন: অণুগল্প ভালো হইছে :)

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাইজান।

ভাল থাকুন।

৫| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: গল্পের মেসেজটা দারুণ। ছোট গল্প হিসেবে ভালো লাগল।
+।

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মহামূল্যবান মতামতের জন্য ধন্যবাদ দাদা।

৬| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

পার্থ তালুকদার বলেছেন: মোটামুটি ভালই !!

২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রকৃত মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

৭| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল গল্প। আরও লিখুন।

২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অণু পেরণার জন্য ধন্যবাদ।

চেষ্টা করবো।

৮| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

কালীদাস বলেছেন: গল্পটা চলে; ম্যাসেজটা মুটামুটি ভালই ছিল; তবে লাস্টের লাইনটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নসাপেক্ষ। "ভাইরাস" থাকার জন্য রাতে ভাল ঘুম হয়না: জিনিষটা পর্ণ এডিকশনকে অতিরিক্ত সরলীকরণ করে ফেলা হল :|

২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা একটা সাধরণ ব্যাপার যে, পাপ কাজ থেকে বিরত থাকলে মন মানসিকতা ভাল থাকে। টেনশন থাকেনা বলেই সহজে ঘুমানো যায়।

একই ঘটনা ভিন্ন ভিন্ন ব্যাক্তির নিকট ভিন্ন ভিন্ন প্রত্যক্ষণ।

সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! গল্প বেশ ভালো হয়েছে।
ওভারল ম্যাসেজ ভালো।

বাই দ্যা ওয়ে, এই যুগেও কেউ হার্ড ড্রাইভে পর্নোগ্রাফি রাখে ???

২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হ্যা ভাই রাখে।

অনেকেই রাখে।

তাইতো এই গল্পের জন্ম।

ধন্যবাদ।

১০| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভাল লিখেছেন


( আমায় নিয়ে কবিতা লেখার কথা মনে আছে প্রিয় কবি)


২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

অনেকদিন থেকেই ভাবছি, কছিু কথামালাও মনে মনে সাজিয়েছি।

একদিন লিখে ফেলবো।

ভাল থাকুন কবি।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৬

বর্ষন হোমস বলেছেন:
আপনার গল্প গুলো সহজ,সুন্দর,সাবলিল।বাস্তব জীবনের প্রেক্ষাপট নিয়ে তৈরি।ভাল লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ভাল লাগাই অণুপ্রেরণা হয়ে থাকবে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.