নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের- ‘একদিন তো মরেই যাব’

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮


ফেসবুকে আগে ছিল সবচেয়ে বিরক্তিকর স্ট্যাটাস- ’বন্ধুরা আমাকে কেমন দেখাচ্ছে’।

এক বা একাধিক (নিজের ও অন্যদের ) ছবি তুলে পোস্ট দেওয়ার প্রবনতা কমে এসেছে।

এখন নতুন স্ট্যাটাস- ‘একদিন তো মরেই যাব’।

এটাও বিরক্তিকর পর্যায়ে নেমে এসেছে। কথা নেই বার্তা নেই অহেতুক একটা পোস্ট- ‘একদিন তো মরেই যাব’।


তো এই কথাটা যদি ফেসবুকে সীমাবন্ধ না থেকে বাস্তবেও প্রয়োগ হত তবে সমাজের চেহারা বদলে যেত।

১।

বন্ধু দেখ একটা সুপার মাল এদিকে আসছে- কিছু একটা কর।
বাদ দেতো এসব ।ইভটিজিং করে কি হবে-‘একদিন তো মরেই যাব’।

২।

স্যার আপনার জন্য এই রুই মাছটা দেশের বাড়ি থেকে আনিয়েছি।
কি দরকার। নিয়ে যান ছেলে মেয়ে নিয়ে খান। ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি-‘একদিন তো মরেই যাব’।

৩।

মা এত সুন্দর শাড়িটা কাজের বুয়াকে দিয়ে দিলে?
এত শাড়ি জমিয়ে কি হবে-‘একদিন তো মরেই যাব’।

৪।

কিরে নকল করছিস না যে কেউ !
স্যার নকল করে কি হবে। যা পারি তাই লিখবো-‘একদিন তো মরেই যাব’।

৫।

কেউ আর প্রশ্ন পত্র ফাঁস করছেনা। কি অদ্ভুত।
‘একদিন তো মরেই যাব’-সবাই এখন এ জ্বরে আক্রান্ত।

৬।

তোমাকে আর মিথ্যা বলবনা। সামনের মাসে আমার বিয়ে
মিথ্যা বলে প্রেম টিকিয়ে রাখার কোন মানে নেই-‘একদিন তো মরেই যাব’।

৭।

এত মুসল্লি মসজিদে দেখে ইমাম সাহেব অবাক !
মসল্লিরা-হুজুর ‘একদিন তো মরেই যাব’।
যাওয়ার আগে কিছু সওয়াব নিয়ে যাই।

৮।

ভাই রমজান মাস এল । দাম বাড়াবেন না ?
না ভাই। দাম বাড়িয়ে কি হবে-‘একদিন তো মরেই যাব’।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

বিষন্ন পথিক বলেছেন: পুষ্টে মাইনাচ, প্লাস হাকায়া কি হপে! একদিনতো মরেই যাবো :((

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা। হা। হা।

প্রতিউত্তর দিয়ে নেই- ধন্যবাদ।

এক দিনতো মরেই যাবো।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯

পদ্মপুকুর বলেছেন: বিষন্ন পথিক বলেছেন: পুষ্টে মাইনাচ, প্লাস হাকায়া কি হপে! একদিনতো মরেই যাবো :((

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাই আসল কথা-এক দিনতো মরেই যাবো।

তবে মরার আগে ভাল কাজ কিছু করে যাই এটাই হোক লক্ষ্য।

ধন্যবাদ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: বাস্তবিক এ চিন্তু যদি আসতো আমাদের সবার মাঝে 8-|

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা হলে কত ভালই হত ফাহিম ভাই।

ভাল বলেছেন ।

ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

এম ডি মুসা বলেছেন: আসেলে লক্ষ করলাম। ব্যপার গুলো।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু ব্যাপার লক্ষ করার মতই ।

ধন্যবাদ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

ক্স বলেছেন: ব্লগে কমেন্ট করে আর কি হবে? ..................

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিউত্তর দিয়ে আর কি ভাল হবে- একদিন তো মরেই যাব।

ধন্যবাদ।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

শাহিন বিন রফিক বলেছেন: একদিন তো মরেই যাব

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা ! এটাই তো চিরন্তন সত্য

একদিন তো মরেই যাব।

ধন্যবাদ।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গতকাল প্রথম আলোর রসালো ম্যাগাজিনে দেখেছি।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও রসালো পড়েছি। লেখাটা বেশ লেগেছে।

ধন্যবাদ।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ সবই পারে তাই মৃত্যু নিয়েও রসিকতা করতে ছাড়ে না!

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্য বলেছেন ভাই।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফেসবুকে গেলে বুঝা যায় দেশে অস্বাভাবিক বেকার ছেলে আছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেসবুক তো অনেকেই ব্যবহার করে এখন কে বেকার আর কে কর্মজীবী বুঝাটা একটু দুস্কর।

তবুও কিছুটা বুঝা যায়।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সোনবীজ ভাই এ নিয়ে একটা পোস্ট আগেই দিয়েছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়িনি পড়তে হবে।

তথ্যের জন্য ধন্যবাদ।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: একদিনতো মরেই যাবো।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায় ! হায়! একদিনতো মরেই যাবো।

ধন্যবাদ।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: মারা গেলে সমস্যা নেই ; আপনি চাইলে জমি-জমার মত আপনার ফেসবুক আইডিটাও অন্যকে দান করে যেতে পারেন । সে ব্যবস্থা ফেসবুক করেছে... :)

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিনতো মরেই যাবো।

মরে যাওয়ার পর অন্যজনে ফেসবুক চালালেই কি না চালালেই কি ?

ধন্যবাদ।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা... ভাই... ঠিক আছে !!! তবে আমার ফেসবুক ততটা পছন্দের জিনিষ না !


তবে ফেসবুকের উপকারিতা ও অপকারিতা দুটি দিকই আছে !!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তা তো অবশ্যই ভাল খারাপ দুটো দিকই আছে।

অনেক কিছু যেমন জানা যায়, তেমনি খারাপ কত কিছুই ছড়ায়।

ধন্যবাদ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমি যতটুকু বুঝি, মৃত্যুকে নিয়ে ঠাট্টা মশকারা ঠিক নয়। মৃত্যু ঠাট্টা মশকারার বিষয় নয়।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই।

মৃত্যুর কথা স্মরণ করে উপরের কাজগুলো অনায়েসেই করা যায়।

ধন্যবাদ।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


তবে ফেসবুকের কারণে, কিছু অকাল মৃত্যু হবে, ও ভয়ংকর ভয়ংকর অঘটন ঘটবে।

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালর পাশা পাশি খারাপ এ ধরণের কিছুতো ঘটতেই পারে।

ভাল থাকুন।

১৬| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরনো লেখা পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১৭| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

টারজান০০০০৭ বলেছেন: ধুর ! ব্লগে আইলাম কি করতে ? একদিনতো মরেই যাবো ! :(

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো কিছু রেখে যাবেন ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.